মন!

মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী ৩০ জুন ২০২০, মঙ্গলবার, ০৬:২৮:৩৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
মন!
তুই কুচকুচে আলকাতরা কালো
আর হিংসুটে কেন!
কেউ উপরে উঠতে চাইলে
তারে মাটিতে নামিয়ে আনিস কেন!
তুই ফুল দিয়ে ভালো না ভেসে।
লাটি,চাপাতি দিয়ে আঘাত করিস কেন!
তোর প্রেমে সাড়া না দিলে
সুন্দর মুখখানি এসিডে ঝলসে দিস কেন!
কেউ ব্যাবসায় সফল হলে তার পেছনে 
ট্যাক্সের মানুষ লাগিয়ে দিস কেন!
কেউ দুয়েকটা বাড়ি করলে
হিংসায় তোর গায়ে জ্বলন ধরে কেন!
কেউ যোগ্যতার তোরে ডিঙিয়ে
গেলে তারে গালমন্দ করিস কেন!
কেউ গাড়ির মডেল বদলালে
তার গাড়িটা ভেংগে দিতে চাস কেন!
কেউ কারো উপকারে করলে
তার বিরুদ্ধে গীবত করিস কেন!
কেউ সৎ জীবন যাপন করলে তাঁকে নিয়ে
ঠাট্টা তামাশা বিদ্রূপ করিস কেন।
মন মনরে আমার তুই এতো গরীব আর নীচ 
কুচকুচে আলকাতরা কালো কেন।
মন তুঁই সুনীল আকাশের মতো বিশাল হও। 
প্রেম ভালোবাসার কবিতা হয়ে প্রেম নিবেদন কর না কেন। 
মানুষের প্রতি মায়া মমতা সমবেদনার হাত বাড়িয়ে দাও 
মানুষের সততা যোগ্যতাকে সম্মান দাও। 
ধর্মীয় রীতিনীতি মেনে চলে সামাজিক
মানবিক অবক্ষয় রোধ কর। 
মনকে বৃহৎ মহৎ উদার মানবিক করে তোল।  
পরনিন্দা পরচর্চা গীবত চিরতরে বন্ধ কর দাও। 
আর্ত-মানবতার সেবায় নিজেকে নিয়োজিত
করে সমাজে ন্যায় নীতি সুশাসন প্রতিষ্ঠা কর।
মানুষকে সম্মান মর্যাদা দাও নিজেকে
মানুষে মতো মানুষ হিসেবে গড়ে তোল।
মনের পঙ্কিলতা বিসর্জন দিয়ে এসো সবাই
মানবতার জয়গান গাই এক সুরে। 
৭৯৯জন ৬৮০জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ