মহাকালের ডায়েরীতে লিখে রেখে যাব,
ব্যথাতুর হৃদয়ের করুণ আর্তনাদ।
যখন আমি থাকবো না আর কোথাও,

হারিয়ে যাব, মিশে যাব নীলাকাশের নীলে
অথবা মিলিয়ে যাব হাওয়ার সাথে!
তখন যদি আমায় ভেবে দু’চোখের কার্নিশে জমে জল,
তবে মহাকালের ডায়েরী খুলে পড়ে নিও,
তুমিহীন নিঃসঙ্গ সময়ে লিখে রাখা-
আমার বিরহী জীবনের প্রেমোপাখ্যান।

তারিখ-২৮/০৬/২০২০

সময়-৩:৩০ এ এম

৭০৫জন ৫৯৫জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ