
মহাকালের ডায়েরীতে লিখে রেখে যাব,
ব্যথাতুর হৃদয়ের করুণ আর্তনাদ।
যখন আমি থাকবো না আর কোথাও,
হারিয়ে যাব, মিশে যাব নীলাকাশের নীলে
অথবা মিলিয়ে যাব হাওয়ার সাথে!
তখন যদি আমায় ভেবে দু’চোখের কার্নিশে জমে জল,
তবে মহাকালের ডায়েরী খুলে পড়ে নিও,
তুমিহীন নিঃসঙ্গ সময়ে লিখে রাখা-
আমার বিরহী জীবনের প্রেমোপাখ্যান।
তারিখ-২৮/০৬/২০২০
সময়-৩:৩০ এ এম
১৫টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
সুরাইয়া পারভীন
ভালো থাকুন দিদি
অসংখ্য ধন্যবাদ রইল
ছাইরাছ হেলাল
অল্প কথায় বেশ কড়কড়ে আশাবাদ!!
মৈরাও রক্ষা নেই, পিছু নেবেই অলীক ভাবনা!!!
সুরাইয়া পারভীন
এইটুকু অলীক ভাবনা
যদি অশান্ত মনে এনে দেয়
শান্তি,স্বস্তি
তবে এই অলীক ভাবনা ভালো তো
আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন
ছাইরাছ হেলাল
সাময়িক স্বস্তির জন্য ভাল, তবে এটি অলীক এটি মনে রাখতে হবে।
আরজু মুক্তা
ডায়েরীর লেখাও অনেকসময় বিখ্যাত হয়ে যায়। লিখুন, একজন এ্যানা ফ্রাংক হোন
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ আপু
ভালো থাকুন সুস্থ থাকুন ❤
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
মুগ্ধতা । সুন্দর লিখেছেন — তুমিহীন নিঃসঙ্গ সময়ে লিখে রাখা-
আমার বিরহী জীবনের প্রেমোপাখ্যান। — শুভ কামনা রইলো ।
সুরাইয়া পারভীন
সুন্দর মন্তব্যদানে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন
সাবিনা ইয়াসমিন
কেউতো জানুক কেমনে কেটেছে বিরহীনির বিরহী প্রহরেরা। খুব সুন্দর হয়েছে। কিন্তু এত অল্পতে কি হয়? আরেকটু বড় করে লিখুন।
শুভ কামনা ❤❤
ফয়জুল মহী
অনন্য, অপূর্ব শব্দ বুনন ।
প্রদীপ চক্রবর্তী
দারুণ প্রকাশ দিদি।
প্রেমোপাখ্যান এমনি হয়!
খাদিজাতুল কুবরা
দারুণ লিখনী!
ডায়েরি এতো সুন্দর করে লেখা যায়…
শুভেচ্ছা রইলো।
হালিম নজরুল
ডায়েরীর লেখা উজ্জ্বল হয়ে উঠুক। আলো ছড়াক চতুর্দিক।
জিসান শা ইকরাম
মরার পরে জেনে কি হবে? ভুত হয়ে ঘাড় মটকে দিতে পারলে কাজ হতো 🙂
লেখা কিন্তু ভালো হয়েছে।
শুভ কামনা।