তুমি এসো না কভু আমার জীর্ণ কুঠিরে।
এখানে আদর সোহাগ ভালবাসা আছে।
নেই জীবন রংগীন করার প্রাচুর্য ।
এখানে প্রাণের উচ্ছ্বাস আর আনন্দের
বন্যা আছে নেই বিত্ত্ব বৈভবের ছড়াছড়ি।
এখানে বৃষ্টিতে ভেজার কাদাজলে মাখামাখি
আছে নেই সানরুপ তুলে শত মাইল বেগে
বৃষ্টিতে গাড়িতে লুটেপুটে নেয়ার আননদ ।
এখানে ছাদ ফোটা দিয়ে ঘরে জ্যোৎস্না আলো
মাটিতে গড়াগড়ি খায় তা মনের আনন্দে গায়ে মাখা যায় ।
নেই অমাবস্যার কালো অন্ধকারের রাজত্ব।
এখানে সোনার খনি নেই, নেই হাজার
পাওয়ারের আলোর ঝলকানি।
আমার কুঠিরে মাটির পিদিমে আছে ভালবাসার
কলতান। অন্তরের নির্মল সুখ। প্রেমে কানায়
কানায় পূর্ণ আদিম সুখ প্রাণ চাঞ্চল্য আনন্দ উচ্ছ্বাস ।
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
কী আছে এই কী নেই এর সুন্দর বর্ণনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
খাদিজাতুল কুবরা
এসোনা এর অন্তরালে ভালোবাসার হাতছানিটা বেশ
বোঝা গেলো।
খুব সুন্দর লিখেছেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
জ্বি সঠিক বলেছেন। ভালবাসা ছাড়া যে জীবন অচল। মন্তব্যের জন্য ধন্যবাদ অশেষ।
সুপায়ন বড়ুয়া
ভালবাসার নান্দনিক প্রেমগাথাটা
ভালই লেগেছে।
কিন্ত লাইন গুলিকি ভেঙে গেছে ?
নাকি প্রেম সাগরে ডুব মেরেছে ?
শুভ কামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
হ্যাঁ দাদা প্রেম সাগরে ডুব দেয়নি, লাইনগুলো ভেঙে লেখার নান্দনিকতা ম্লান করে দিয়েছে। জেনে খুশি হয়েছি আপনার লেখাটা ভালো লেগেছে। ভালো থাকবেন দাদা। শুভ কামনা অফুরান।
প্রদীপ চক্রবর্তী
ভালো কাব্যকথন দাদা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।
ফয়জুল মহী
অনন্য লেখা। অপরিসীম ভালো লাগলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা রইল ভাই।
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো ভাইয়া। আপনার লেখা, মন্তব্য নিয়মিত পাচ্ছি তাই খুব ভালো লাগে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার আন্তরিক মন্তব্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।
তৌহিদ
আপনার ইচ্ছে পূরণ হোক এটাই কামনা করি। ভালো থাকুন ভাই।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার সুন্দর কামনার জন্য শুভ কামনা রইলো । ভালো থাকবেন ভাই ।
সাবিনা ইয়াসমিন
ভালোবাসার নান্দনিক প্রেমগাঁথায় যে ভালো থাকতে পারে, তার আর কিছুর দরকার হয় না। যার সব লাগে, তার আসলেই কিছুই পাওয়া হয় না।
কবিতা ভালো হয়েছে।
শুভ কামনা 🌹🌹
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ । ভালো থাকবেন । শুভ কামনা ।
জিসান শা ইকরাম
যা আছে তাই তো অমূল্য,
সুন্দর কবিতা।
শুভ কামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ । ভালো থাকবেন।
হালিম নজরুল
নিটোল প্রেম।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বাহ, চমতকার মন্তব্য । ধন্যবাদ ভাই।