
ইদানীং অভিমান গুলো খুব জ্বালাতন করে,
সময়-অসময়ের ধার-ধারেনা
মানে না বেলা-অবেলার নিয়ম-নীতি,
একগুঁয়ের মতো ল্যাপ্টে থাকে অষ্টপ্রহরের প্রহরীর মতন ;
ছিটেফোঁটা অভিমান গুলো পিছু ছাড়ে না,
কি এক অপার্থিব মোহে জড়িয়ে থাকে প্রবল আক্রোশে,
ছড়িয়ে যায় স্নায়ু থেকে স্নায়ুতে
রন্ধে-রন্ধে বইতে থাকে উষ্ণতম শিরায়,
পিছু ছাড়ে না,
নিবিড় আলিঙ্গনে ঝাপটে রাখে প্রিয়তমের মতন।
পথভোলা অভিমানেরা হঠাৎ করে ঢুকে পড়ে
ঘাপটি মেরে বসে এলোচুলের অরণ্যে,
মৃদুমন্দ হাওয়ায় লুকোচুরি খেলে যায়
এলোচুলের ভেজা অরণ্যে.
উঁকি-ঝুকির মানে বোঝে না নাছোড়বান্দা অভিমানেরা।
ক্ষণে-ক্ষণে বুকের মাঝে চিলকে উঠে বজ্রপাতের ঝড়
উড়ে যায় শ্বাস-আশ্বাসের খড়কুটো,
ভেঙে যায় পাঁজর।
আমৃত্যু-অমরত্ব নিয়ে বেঁচে থাকে অভিমানেরা
আত্মসম্মানের শব-সভায়।
★ অ-কবিতা
* ছবি-নেট থেকে নেয়া।
২৪টি মন্তব্য
নাজমুল হুদা
অভিমান কাছে আসার গল্প বলতে চায় কখনও
আমৃত্যু বেঁচে থাকাও যন্ত্রণার আত্মসম্মানের শব সভায়।
সাবিনা ইয়াসমিন
কখনো-কখনো অমরত্ব অভিশাপের আগুন হয়ে জ্বলতে থাকে। খুব সুন্দর কমেন্টের জন্যে ধন্যবাদ নাজমুল। ভালো থেকো।
শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
অভিমানেরা নাছোড়বান্দা হয়ে থাকে!
দিনশেষে অভিমানেরা ভালোবাসার প্রেমিক হয়ে উঠে।
ভালো প্রকাশ দিদি।
সাবিনা ইয়াসমিন
হয়তো ঠিক বলেছো,
হয়তো দিনশেষে প্রেমিক হয়
হয়তো কেবলই আগুন্তক!
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
বুকের বাম পাশে অভিমান গুলো কোথা থেকে যে এসে বসত গড়ে আত্নসম্মানের শব-সভায়! অহেতুক জন্ম নেয়া অভিমান মননে, ক্ষরণে, ভাবনার আঙিনায় নৃত্য করে অষ্টপ্রহর। ভালো লাগলো আপনার অভিমানী কবিতা। ভালো থাকবেন সবসময় শুভ কামনা অবিরত। 🌹🌹💓💓
সাবিনা ইয়াসমিন
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
ফয়জুল মহী
উপভোগ্য লেখা। সুখময় হোক সাহিত্যে বিচরণ ।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মহী ভাই।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
মুগ্ধতা ঁছুয়ে গেল। শুভ কামনা রইল।
সাবিনা ইয়াসমিন
সব সময় পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন, শুভ কামনা অবিরত 🌹🌹
সুপায়ন বড়ুয়া
“আমৃত্যু-অমরত্ব নিয়ে বেঁচে থাকে
অভিমানেরা আত্মসম্মানের শব-সভায়।”
তাইতো অভিমানেরা অ- কবিতায় ভর করে
অ- ভিমান নিয়ে থাকে
জীবনের প্রতিটি বাঁকে।
ভাল লাগলো। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ দাদা।
ভালো থাকুন সব সময়। শুভ কামনা 🌹🌹
তৌহিদ
শুনেছি অভিমান না হলে প্রেম জমে না। আর আপনার বাঁধভাঙা অভিমানে যে পাঠক নিজেও ভেসে যেতে পারে সে খেয়াল কি আছে? অভিমান প্রেমীদের ভীড় সামলানো বড্ড মুশকিল কিন্তু কবি আপু ☺
আবারো দারুণ একটি কবিতা পড়ালাম, জাস্ট অনবদ্য!
ভালো থাকুন আপু।
তৌহিদ
ছবিটি দারুণ! লেখার সাথে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ। গুড চয়েজ ☺
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ আবারও 🙂
সাবিনা ইয়াসমিন
কবি আপু!!
আহা, শেষ পর্যন্ত আমি অ-কবিতার কবি হওয়ার স্বীকৃতি পেলাম!
কালপুরুষ, ভাই আমায় এমন করে সম্বোধন করে কেউ ডাকেনি আজও 🙁 🙁
আপনার অনুপ্রেরণাময় কমেন্টে অভিমানী লেখাটা সার্থক হলো 🙂 🙂
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকুন,
শুভ কামনা অবিরত 🌹🌹
জিসান শা ইকরাম
অভিমান খুবই ভালো বিষয়,
একে অত্যন্ত যত্নে লালন পালন করা দরকার,
অভিমানের কাছে অন্য সবকিছু তুচ্ছ।
কবিতা ভালো লেগেছে।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
অভিমান,
যতনে রাখি তারে আপন হিয়ায়;
অতি-উৎকৃষ্ট পরামর্শের জন্যে কৃতজ্ঞতা জানিবেন মহাশয়।
শুভম 🌹🌹
ছাইরাছ হেলাল
নাছোড়বান্দা অভিমানেরা থাকুক না একটুখানি নীরব নিবিড়ের ঝুল বারান্দায়
শব-সভা এড়িয়ে।
সাবিনা ইয়াসমিন
হু, থাকুক পর্বতসম অভিমান হৃদয়ের মাস্তুলে চড়ে,
মগজের অণু-রেণু খেয়ে
দিনে-দিনে বেঁচে থাকুক সুস্বাস্থ্য নিয়ে,
অমরত্বের মুকুটে সুসজ্জিত হয়ে।
ধন্যবাদ মহারাজ,
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
নিবিড় আলিঙ্গনে অভিমান থাক। অকবিতা ভালো লেগেছে
সাবিনা ইয়াসমিন
আচ্ছা- আচ্ছা, তথাস্তু।
অভিমান বেঁচেবর্তে থাকুক 🙂
অনেক ধন্যবাদ,
শুভ কামনা অবিরত 🌹🌹
হালিম নজরুল
আমৃত্যু-অমরত্ব নিয়ে বেঁচে থাকে অভিমানেরা
আত্মসম্মানের শব-সভায়।
——-অসাধারণ সামাপনী পঙিক্ত
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাই। আপনাদের ভালোলাগাই আমার চালিকাশক্তি। ভালো থাকুন,
শুভ কামনা রইলো 🌹🌹