
তোমাকে ভালবাসবার
একান্ত ইচ্ছা আমার
যেন এক বজ্রপাতে উৎক্ষিপ্ত উপত্যকা
অথবা একটি মৎসেই ভরাট কোন নদী।
আমার নৈঃসঙ্গের পরিমাপে
তুমি একান্ত আমার সৃষ্টি-
পুরো পৃথিবীই রইল আত্মগোপনের তরে।
সমস্ত দিন, সারারাত বোঝা-পড়ার জন্যে
যেন কিছুই দেখতে না পাই তোমার দু’চোখে
শুধু তোমায় নিয়ে আমার ভাবনা ব্যতিরেকে
এবং তোমার আদলে-গড়া একটি জগৎ
আর তোমার চোখের পাপড়ি-শাসিত দিন ও রাত।।
১৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার অনুভুতির প্রকাশ কবি আপু
অনেক শুভেচ্ছা রইল————-
শায়লা ইলিয়াস
thanks
ফয়জুল মহী
কমনীয় ভাবনায় সৃজনশীল লেখা।
শায়লা ইলিয়াস
Thanks
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো আপনার কবিতা। ভালো থাকুন সুস্থ থাকুন
শায়লা ইলিয়াস
ধন্যবাদ আপা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আবেগময় প্রেমের সুন্দর কবিতা । শুভেচ্ছা ।
শায়লা ইলিয়াস
ধন্যবাদভাই
প্রদীপ চক্রবর্তী
ভালো লেখনী।
ভালো লাগলো,দিদি।
শায়লা ইলিয়াস
ধন্যবাদদাদা
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখছেন আপু।
শায়লা ইলিয়াস
ধন্যবাদ আপা
ছাইরাছ হেলাল
সুন্দর কবিতা।
লিখুন নিয়মিত।
শায়লা ইলিয়াস
ধন্যবাদভাই
শায়লা ইলিয়াস
ধন্যবাদআপা
কামাল উদ্দিন
বেঁচে থাকার জন্য আমাদের প্রত্যেকের একটা নিজস্ব পৃথিবী দরকার। এটাই হয়তো আপনার সেই কাঙ্খিত পৃথিবী, কিন্তু মানুষটা কে আপু……..শুভ কামনা সব সময়।
জিসান শা ইকরাম
অনেক সুন্দর কবিতা।
কবিতার শেষে কবির পরিচয় দিলে ভালো হয় আপু। শুভ কামনা।
হালিম নজরুল
“তুমি”টা ভাল থাকুক।