বাহ! চমৎকার মন্তব্য।
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো তবে আমি কিন্তু এখনো বৃষ্টিতে ভিজি। বৃষ্টিতে ভিজতে সত্যি আলাদা রকমের মজা আছে। করোনা নিয়ে এখন আর ভাবছি না যা হবার তা হবে। তবে সাবধানে থাকি আর নিয়ম মেনে চলি। ভালো থাকুন কামাল ভাই সতর্ক থাকুন। শুভকামনা।
২২টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বেশ প্রাণবন্ত আর সুন্দর লেখা —- মেঘের আঁধারে লুকায় যত পাপ পঙ্কিলতা,
কাব্য হয়ে উঠলো ফুটে মনের কথকতা।
ধন্যবাদ , ভালো থাকবেন।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ রইলো।
ভালো থাকুন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া দারুন লাগলো বৃষ্টি নিয়ে কবিতা। আবার শুভদৃষ্টি ও হলো ! চমৎকার। ভালো থাকবেন সুস্থ থাকবেন
ইসিয়াক
বৃষ্টির কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
নিরন্তর শুভকামনা দিদিভাই।
কামাল উদ্দিন
চমৎকার বৃষ্টির গান, যখন মুসল ধারে বৃষ্টি নেমে পৃথবী সতেজ হয় আমাদের ভেতরটাও যেন তখন সতেজতা লাভ করে। আগে বৃষ্টি এলে ভিজতাম প্রায়ই, এখন বজ্রপাতের ভয় ছাড়াও করোনা উপসর্গ ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে মনের ভেতর ভেজার সুখটা পুষে রাখি ভবিষ্যতের জন্য। ভালো থাকবেন ভাইজান।
ইসিয়াক
বাহ! চমৎকার মন্তব্য।
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো তবে আমি কিন্তু এখনো বৃষ্টিতে ভিজি। বৃষ্টিতে ভিজতে সত্যি আলাদা রকমের মজা আছে। করোনা নিয়ে এখন আর ভাবছি না যা হবার তা হবে। তবে সাবধানে থাকি আর নিয়ম মেনে চলি। ভালো থাকুন কামাল ভাই সতর্ক থাকুন। শুভকামনা।
ফয়জুল মহী
মনোহর লেখনী
ইসিয়াক
সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।
নিতাই বাবু
এ সময়ে আপনার লেখা বৃষ্টির কবিতা সোনেলা ব্লগে খুবই ভালো লাগছে দাদা। দারুণ লিখেছেন।
শুভকামনা থাকলো।
ইসিয়াক
অনেক অনেক শুভকামনা রইলো দাদা।
ভালো থাকুন সবসময়।
তৌহিদ
বৃষ্টিকে লেখার শব্দে দারুন এঁকেছেন ভাই। বৃষ্টি নেমে এলে প্রকৃতি সাজে নতুনরুপে।
শুভকামনা রইলো।
ইসিয়াক
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রই্ল ভাইয়া।
ভালো থাকুন সবসময়।
আরজু মুক্তা
বৃষ্টি মানেই সতেজতা
ইসিয়াক
শুভেচ্ছা রইলো আপু।
প্রদীপ চক্রবর্তী
বৃষ্টিরদিনে এমন কবিতা সত্যিই ভালো লাগলো,দাদা।
ইসিয়াক
ভালো লাগলো জেনে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা রইলো প্রিয় দাদা।
এস.জেড বাবু
ছোট ছোট ছন্দে চমৎকার লিখেছেন ভাই।
ভালো লাগলো
ইসিয়াক
চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাই।
ভালো থাকুন সবসময়।
আলমগীর সরকার লিটন
বেশ ছন্দময় প্রিয় কবি দা
ভাল আছেন তো
ইসিয়াক
.
আমি ভালো আছি লিটন ভাই। অনেকদিন পরে আপনাকে পেয়ে ভালো লাগছে।
শুভকামনা রইলো।
নিরব সাগর
চমৎকার লেখনি।
হালিম নজরুল
বাহ! চমৎকার বৃষ্টিকথন।