
করোনার দিনগুলিতে অনেকবার আমি তোমাকে ভেবেছি। অনেক বিনিদ্র রাত্রি কেটে গেছে তোমাকে ভেবে।
তোমাকে ভেবেছি, তোমার উষ্ণ ঠোঁটে ঠোঁট মেলানোর জন্য নয়।তোমার হাতে হাত রাখার জন্য নয়, তোমার বুকে মাথা রাখার জন্য নয়;শুধু তোমাকে দেখবার জন্য।
বৈশ্বিক বিপর্যয় তোমার আর আমার মাঝে যে দূরত্বের সেতু তৈরী করেছে, তা আমার কাছে অনন্ত পথ মনে হচ্ছে।
এখন কিছুতেই যেন কাটতে চাচ্ছি না সময়। করোনা যুক্ত অলস দুপুর, ক্লান্ত বিকেল, সন্ধ্যার গোধূলি; প্রতিটা মুহূর্ত তোমাকে ছুঁতে চায় মন।
যখন তোমাকে ছুঁতে পারি না, তখন মনে মনে প্রার্থনা করি;অগণিত প্রেমিক-প্রেমিকার যুগলবন্দী সেবায় সুস্থ হয়ে উঠুক সজীবতার পৃথিবী।
পৃথিবী তুমি মুক্ত হও করোনার থেকে। ফিরে আসুক করোনা মুক্ত দিন। বাড়ুক অফুরন্ত ভালোবাসার ঋণ।।।
১৪টি মন্তব্য
ফয়জুল মহী
সুলিখিত ,সুবচন । 👌।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়, আপনাদের অনুপ্রেরণায় পথ চলা।
সুরাইয়া নার্গিস
চমৎকার অনুভূতির প্রকাশ।
সব মিলিয়ে দারুন লাগলো,আমরাও অপেক্ষায় আছি করোনা মুক্ত সুন্দর একটা সকালের সূর্য দেখার।
ভালো থাকবেন।
শুভ কামনা রইল সবার জন্য।
নিরব সাগর
আমরা সবাই এ রকম সূর্য উঠার অপেক্ষায় আছি প্রিয়।
সাবিনা ইয়াসমিন
করোনা মুক্ত হোক পৃথিবী, ভালোবাসার সজীবতায় প্রান ফিরে আসুক বিরহী যুগলের দুরত্ব-দিনের মাঝে।
খুব সুন্দর করে লেখেন আপনি,
বেশি বেশি লিখুন, অন্যদের গুলোও পড়ুন।
শুভ কামনা 🌹🌹
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়, চেষ্টা করছি লেখবার এবং পড়বার।
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লেগেছে। করোনা মুক্ত হলে পৃথিবী , প্রিয়জনের সাথে দেখা হবে। শুভ কামনা রইলো
নিরব সাগর
ধন্যবাদ ও শুভ কামনা রইলো
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভালবাসার আবেগের চমতকার প্রকাশ। করোনামুক্ত পৃথিবীর প্রত্যাশায় আমরাও আছি।
নিরব সাগর
আমরা সবাই একটা নির্মল সূর্য উঠার অপেক্ষায় আছি প্রিয়
সঞ্জয় মালাকার
চমৎকার উপস্থাপন দাদা, ভালো লাগলো খুব।
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
নিরব সাগর
আপনিও ভাল থাকবেন,শুভ কামনা রইলো।
হালিম নজরুল
সেবায় সুস্থ হয়ে উঠুক সজীবতার পৃথিবী।
নিরব সাগর
সুস্থ হবে ইনশে আল্লাহ