বিচিত্র তোমার শহর

শায়লা খান ১২ জুন ২০২০, শুক্রবার, ১১:১৫:০৫অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

তোমার শহরে আজ ধুলো ময়লায় ঠাসা
অবর্ণনীয় ব্যস্ততা আর ট্রাফিক জ্যাম,
মানবতার যেখানে অবক্ষয় বিখণ্ডায়ন
সেখানে ভালোবাসা কল্পনা মাত্র।

তবুও অন্তরে থাকে কিছু খোঁজ
আর সেই খোঁজের উত্তর পেতে
তোমার শহরে বারবার আসা,
জানিনা আদৌও মিলবে কিনা
অদম্য সেই খোঁজের দিশা—–।

তোমার শহরে চলে দেহ বিকিকিনির পসরা
অন্তরালে আবার কারো হৃদয়ে হয় রক্তক্ষরণ,
দগ্ধ হয় নরপিশাচের নির্মম স্ফুলিঙ্গের আঘাতে 
লালসার শিকার হয় প্রতিনিয়ত—–।

কি বিচিত্র তোমার এই শহর
এখানে চলে ভালোবাসার চাঁদাবাজি
লুট হয় বেচেঁ থাকার অধিকার,
নগ্নতা মুখর তোমার এই শহর
ভেসে গেছে বেহায়াপনার সাগরে।

৬২৮জন ৪৬২জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ