
আমি যা কিছু করি তার সবকিছু ভুল হয়ে যায়, তাই;ভুল করেও আমি কিছু করি না। অসংখ্য অবসর এখন আমার।
এ সময় গুলো কাটাই শুধুই ভাবনাতে। কল্পনার সিঁড়ি বেয়ে আকাশের উঠি। তারপর মেঘের সাথে ভেসে বেড়ায়।
বাতাস আমায় সর্বোচ্চ ঘুরে নিয়ে বেড়ায়। নিয়ে যায় একদম পাহাড়ের চূড়ায়।পাহাড়ের উপর আমি দাঁড়ায়।
পাহাড়ের কাছে যাওয়া আমার এমনিতেই। পাহাড় আমার প্রিয় বলে নয়, আমি একটা পাহাড় কিনবো বলি তাদের দেখতে যাওয়া।
এর আগে আমি অনেকবার জল,নদী, সাগর কিনেছিলাম; এমন কি বাতাসও কিনেছিলাম। তারা সবাই শুধু বয়ে চলে যায়।
ধাবমান, প্রবাহমান এখন একদম ভালো লাগেনা আমার। ছুটে চলা কেমন যেন অস্বস্তি লাগে। আমার চাই এখন স্থবিরতা।
তাই আমার সবকিছু বিকিয়ে দিয়ে একটা পাহাড় কিনবো; যেখানে দাঁড়িয়ে আমি প্রশান্তির নিঃশ্বাস ফেলবো।
যে কিনা স্তম্ভের মত অনড় দাঁড়িয়ে থাকবে;আর আমি আমার স্থবিরতা খুঁজে পাবো।
৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
উপর আমি দাঁড়াই। কল্পনার সিঁড়ি বেয়ে আকাশে উঠি। তারপর মেঘের সাথে ভেসে বেড়াই। শব্দগুলো মনে হয় এমন হবে! জল, নদী, সাগর এরা বহমান , এদের ধরে রাখা যায় না। পাহাড় কিনবেন ? দারুন হবে আমরা সেই পাহাড়ে ঘুরতে যাবো, কেমন! ভালো থাকুন সুস্থ থাকুন
নিরব সাগর
গঠনমূলক সমালোচনা।খুব ভাল লাগলো।পাহাড় কিনতে পারলে আপনারা অবশ্যই আসবেন।
নিরব সাগর
জল, নদী, সাগরের জন্য প্রবাহমান শব্দটা ব্যবহার করা হয়েছে প্রিয়।
ফয়জুল মহী
দারুণ লেখা ,বেশ । ভালো থাকুন।
নিরব সাগর
জল, নদী, সাগরের জন্য প্রবাহমান শব্দটা ব্যবহার করা হয়েছে প্রিয়।
নিরব সাগর
আপনিও ভাল থাকবেন।শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
** এর আগে আমি অনেকবার জল,নদী, সাগর কিনেছিলাম; এমন কি বাতাসও কিনেছিলাম। তারা সবাই শুধু বয়ে চলে যায় **
আসলেই তাই। প্রবাহমান কোনো কিছুই স্থির নয়, এমনকি সময়ও। আজ যেটাকে আমাদের অখন্ড অবসর মনে হচ্ছে, আগামীকাল তারই নাম হবে অতীত। কাব্যিক ঢং-এ লেখাটি মন ছুঁয়ে গেলো।
শুভ কামনা 🌹🌹
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়।