
পাপের ভারে নুয়ে পরেছে দেহটা
পংকলিতার নর্দমার মাঝে নিমজ্জিত হৃদয়টা,
উত্তপ্ত নরকের বহ্নিশিখায়
সপেছি জীবন।
আল্লাহ আমার ইনতেজারে রত
বান্দা! তুই কবে আসবি ?
কবে তোর দেহের পোড়া গন্ধে
সিক্ত হবে হাবিয়া দোযখ, জ্বলবি আমরন।
মাঝে মাঝে একাগ্র চিত্তে ধ্যানে হারাই
ভাল হবার পন্থা তালাশ করে,
কুটুবু্িদ্ধর বেড়াজালে আর নয়
শয়তান দেখে আর হাসে, ব্যঙ্গাত্তক হাসি।
সর্বাত্তক চেষ্টা তার
রক্ত কণিকায় শিরায় শিরায় বাসা বাধার,
আমার মনমগজের প্রতিটি নিউরনে
অস্তিস্ত হননে ছুটে সে আগ্রাসি।
ওরে পাগল ! ওরে উম্মাদ।
ওরে ইবলিস! ওরে দুরাচার!
শোনরে তুই শোন,
বড়ই মেহেরবান আমার প্রভু ।
উম্মুক্ত তওবার দড়জা সদা
ব্যকুল ক্রন্দনে মাগফিরাত কামনায়,
রহমত দরিয়ায় অপার করুনা ঝড়ে
নিরাশ কি কেউ হতে পারে কভু ।
কালের যাত্রা হরদম ধেয়ে চলে
জীবন প্রদীপ নিভু নিভু প্রায়,
ক্ষয়ে ক্ষয়ে দেহ ইঞ্জিন যবনিকায়
ফিকির খুঁজি সপ্ত নরক হতে বাঁচার।
পবিত্র কর তুনুমন, হে পবিত্র সত্তা!
কবুল কর! ছিটে ফোটা আমল
কবুল কর হে গাফ্ফার! কবুল কর!!
তোমার পথে ক্ষুদ্র প্রয়াস আমার।
১০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
দারুন হয়েছে। কিন্তু আজ আবার এতো ভুল হলো কেন ভাইয়া! টাইপিং মিস্টেক ও আছে সাথে। ঈশ্বর সহায় হোন সবার। প্রভু সত্যিই মহান। ভালো থাকুন সুস্থ থাকুন
আতা স্বপন
তাইতো দেখছি! ইনশা আল্লাহ ঠিক হয়ে যাবে! কি বলেন? ধন্যবাদ !!! সাথে থাকুন এভাবেই!!!
ফয়জুল মহী
অত্যন্ত মনোমুগ্ধকর।
আতা স্বপন
ধন্যবাদ!
সাবিনা ইয়াসমিন
সৃষ্টিকর্তার বিশালতার সামনে আমাদের প্রার্থনার প্রয়াস খুবই ক্ষুদ্র। তবুও প্রার্থনা করি সেই অসীম করুণাময়ের কাছে, তিনি যেন আমাদের ক্ষমা করেন।
শুভ কামনা রইলো স্বপন ভাই,
ভালো থাকুন 🌹🌹
আতা স্বপন
আমিন!! সুম্মা আমিন!!! ধন্যবাদ!!!
প্রদীপ চক্রবর্তী
ভালো লেখনী দাদা।
সৃষ্টিকর্তা আর প্রকৃতি সহায় হোক।
আতা স্বপন
ধন্যবাদ!!
হালিম নজরুল
প্রার্থনা কবুল হোক।
আতা স্বপন
আমিন!! ধন্যবাদ!!