
সোনার ফসলে গোলা
ভরছেনা এখন আর।
কৃষকের নেমেছে দুর্ভোগ
করছে হাহাকার।
আম্ফান নিয়েছে কেড়ে
ফসলের প্রাণ।
ক্ষতির কবলে পরেছে
মাঠভরা ধান।
নষ্ট হয়েছে ফসল
পাতারে পাতার।
কৃষকের জীবনে আজ
নেমেছে আঁধার।
বৃষ্টির জলে ভিজে
শ্রমিকের ঘাম।
হাড় ভাঙ্গা খাটুনির
নেই কোন দাম।
আম্ফানের বিষপানে
সবকিছু নিষ্ফল।
করোনায় হয়েছে যে
জীবনটা বিষফল।
হারিয়েছে সব কিছু
রোগে ও শোকে ।
নেই কোন শান্তি আজ
এখন আর ভোগে।
১৪টি মন্তব্য
সুরাইয়া নার্গিস
চমৎকার লেখা।
কবিতার প্রতিটা চরণ মন মুগ্ধকর লেগেছে, করোনার জন্য মানব জীবন সত্যি দূর্বিসহ হয়ে পড়ছে।
কোথাও যেন শান্তি নেই, আল্লাহ্ সকল কিছু থেকে মানব জাতীকে রক্ষা করুন এই প্রত্যাশা আমাদের সবার।
আমিন
নিরব সাগর
আপনাদের জন্যই আমার কলম কিছু লেখার সাহস পায়।
সুপর্ণা ফাল্গুনী
কৃষকের কষ্ট , সমস্যা নিয়ে কবিতা ভালো লেগেছে ভাইয়া। করোনা, আম্ফান একসাথে এসে বিপদে ফেলেছে কৃষককে । ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা
নিরব সাগর
শুভ কামনা আপনার জন্য প্রিয়।
সুরাইয়া পারভীন
যে কোনো বিপর্যয়ে
গরীব কৃষকরাই ক্ষতিগ্রস্ত হয় বেশি
এই দুর্বিষহ মুহূর্ত কেটে
কবে আসবে সু-সময়
চমৎকার লিখেছেন
নিরব সাগর
ধন্যবাদ লেখিকা
ফয়জুল মহী
অত্যন্ত মনোমুগ্ধকর।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
সাবিনা ইয়াসমিন
কৃষকের কষ্ট/ আক্ষেপ শুরু হয়েছে আদিযুগ হতেই, প্রকৃতি কখনো সন্ধি করে, কখনো হয় বিরুপ। তবুও বেঁচে থাকে কৃষক, চাষ করে যায় প্রত্যাশিত ফসলের।
কবিতা পড়ে ভালো লাগলো নিরব,
আরও লিখুন, নিয়মিত হোন।
শুভ কামনা 🌹🌹
নিরব সাগর
প্রকৃতি এমনিই হয়,
তবুও কৃষক বুক ফুলে দেয়
তার পরিচয়।
ধন্যবাদ প্রিয় ।
হালিম নজরুল
চমৎকার ছন্দময়।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়জন। ভালো থাকবেন।
আরজু মুক্তা
সবখানেই বিপর্যয়। কি যে দুর্যোগ এলো!!!
নিরব সাগর
সব কিছুতেই দুর্ভোগ প্রিয়।জীবন আজ বিপর্যস্ত।