হঠাৎ আমার গৃহবাসে সীমিত আকারে স্বাস্থ্যঝুঁকি;
কেমন হতো আমার সেইদিন–
আত্ম সূত্র দুই প্রতিষ্ঠান তুমুল বাকবিতন্ডায়
আমার জ্ঞাতার্থে– পৃথক পৃথক বাণী শুনায়
.
আপনি চোখ রাখুন, পড়ুন যথাক্রমে-
.
ক.
“স্বাস্থ্যঝুঁকির এ দায় রাষ্ট্রকে নিতে হবে, নইলে ইদে কঠোর সুস্বাদু খাদ্যসূচিতে নামবো।”- আমরা, বাংলাদেশ লকডাউন হেলথ কেয়ার।
.
খ.
“আপনি চায়নার আবিস্কারের চেয়েও শক্তিশালী। উনি আছেন বলেই আপনার স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণ রেখেছি।”- আমরা, বাংলাদেশ স্বাস্থ্যবিধি রিডিং ফোরাম।
.
অতঃপর, সেই থেকে দ্বৈতালয়ের আমি
মত প্রকাশে কারো স্বাধীনতায় বাম হাত দিতে শিখিনি।
৫৯৪জন
৪৫৪জন
৭টি মন্তব্য
ফয়জুল মহী
মাধুর্যমণ্ডিত শ্রুতিমধুর লেখা।
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখেছেন ভাইয়া।
শুভ কামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
মজা পেলাম দ্বৈতবাণী পড়ে । অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সুরাইয়া পারভীন
হা হা হা
কি লিখলেন রে ভাই!!
এ দেশে অসম্ভব কিছু নয়
চমৎকার রম্য কবিতা
পার্থ সারথি পোদ্দার
বাহ! দ্বৈতবাণী ভালোই লাগল পড়ে।
সাবিনা ইয়াসমিন
সহমত প্রকাশ করাই যায় বাম হাতের অপব্যবহার না করেই 🙂
যার-যার বাক স্বাধীনতা নিয়ে সবাই সুখী হোক লকডাউনের আওতায়।
মিনি কবিতাকথন ভালো হয়েছে নাজমুল,
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
আমরা বামহাত ঢুকাব না।
তবে পুরোপুরি বাঁশ ঢুকিয়ে দেব।
হা হা হা