
নাগরিক অধিকার লুট হতে দেখেছি।
মানুবিক মূল্যবোধ লুট হতে দেখেছি।
মানুষের বিবেক লুট হতে দেখেছি।
সব কিছু লুট হয়ে যেতে দেখেছি।
লুট হতে হতে ডান হাত, বাম হাত,
শরীর, কিছুই লুট হওয়ার বাকী নেই!!
তবে কি ? সব কিছু লুট হওয়ার পরও
মানুষ, মানুষের মতো আকৃতি নিয়ে,
অবলীলায় সমাজের অধিপতির
আসন আলংকৃত করে।
জানোয়ার তার হিংস্র থাবায়
সব লুটে নেয় যখন-তখন
আর মানুষ তার অবয়ব রূপে
ঈশ্বর সম আসনে বসে ভগবান।
১৭টি মন্তব্য
ফয়জুল মহী
দুর্দান্ত প্রকাশ।
শান্ত চৌধুরী
সতত শুভ কামনা দাদু
অনাবিল শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
সব লুট হবার পরও মানুষ ঈশ্বর সম আসনে ভগবান হয় রয় । কবিতা ভালো লেগেছে। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
শান্ত চৌধুরী
ধন্যবাদ আপু
অনাবিল শুভ কামনা
ইঞ্জা
দুঃখ তো এখানেই ভাই, লুটেরার দল এখন মসনদে।
শান্ত চৌধুরী
ধন্যবাদ দাদা
সতত শুভ কামনা
ইঞ্জা
শুভেচ্ছা জানবেন।
সুপায়ন বড়ুয়া
“জানোয়ার তার হিংস্র থাবায়
সব লুটে নেয় যখন-তখন
আর মানুষ তার অবয়ব রূপে
ঈশ্বর সম আসনে বসে ভগবান।“
সুন্দর একটি কবিতা পড়ে
শেষ লাইনে এসে লাগে খটকা।
করবেন কি খোলশা ?
শুভ কামনা
শান্ত চৌধুরী
দাদু লুটেরার দল সব একই
তারা কখনও ঈশ্বর
কখনও ভগবান সেজে সমাজের অধিপত্য বিস্তার করে সব লুটে নেয়।
জিসান শা ইকরাম
ভালো লেগেছে কবিতা খুব।
শুভ কামনা।
শান্ত চৌধুরী
ধন্যবাদ দাদাভাই
নিরন্তন শুভ কামনা…
কামাল উদ্দিন
আমরা যতোই লুটেরা হই মুখোশের আড়ালে চেনা বড় দায়
শান্ত চৌধুরী
ধন্যবাদ ভাই
ভালো থাকুন অনাবিল..
কামাল উদ্দিন
ধন্যবাদ ভাই, আপনিও ভালো থাকুন সব সময়।
আরজু মুক্তা
চিনবেন কেমনে? এখন সবাই এমন
শান্ত চৌধুরী
ধন্যবাদ আপু
সতত শুভ কানা
শান্ত চৌধুরী
সতত শুভ কামনা