
প্রিয় নীলাকাশ,
একটা বলয়ে আবদ্ধ আমার উড়ন্ত দুরন্ত চপলা চঞ্চলা প্রাণপাখি ছটফটিয়ে মরছে দিবানিশি। বন্দী প্রাণপাখিটি ভয়ানক নৈঃশব্দ্যিক চিৎকারে গুমরে গুমরে কাঁদছে প্রতিনিয়ত আর প্রতীক্ষা করছে। এই নৈঃশব্দ্যিক কান্নার আওয়াজ একদিন কারো কর্ণ গহ্বরে পৌঁছে যাবে।
সেদিন কেউ বদ্ধ বলয়ের বেষ্টনী ঠিকই ভেঙ্গে ফেলবে। মুক্ত করবে আমার প্রাণপাখিকে। মুক্ত করবে প্রাণপাখির সীমাহীন ইচ্ছে গুলোকে। সীমাহীন ইচ্ছেরা বাঁধাহীন হয়ে উড়বে দূরাকাশে। মুক্তি পেয়ে প্রাণপাখি মুক্ত আকাশে বিশুদ্ধ বাতাসে ডানা মেলে উড়তে উড়তে পৌঁছে যাবে অসীমের দরবারে।
ইতি,
তোমার বুকে ভেসে চলা শুভ্র মেঘ।
১২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
নীলাকাশ আর শুভ্র মেঘের যুগল বন্দী চির অমলিন থাকুক,
অপেক্ষা সহ।
অল্প-কথার চিঠি অনেক গল্প বলে।
সুরাইয়া পারভীন
একদম তাই।
অল্প কথায় লেখা সেই অনেক গল্প বোঝার জন্য একটা বিশদ হৃদয় যদি পাওয়া যেতো!
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ দারুন! নীলাকাশ আর শুভ্র মেঘের পত্রখানি ভালো লাগলো। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
নীলাকাশকে নিয়ে এত সুন্দর রোমান্টিক চিঠি হতে পারে
শুভ্র মেঘেরা তার বুকে খেলা করে।
আপনার লেখায় জানলাম।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
দাদা কী যে বলেন না
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
দারুণ লেখা । ভালো থাকুন।
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
জিসান শা ইকরাম
আপনি চিঠি খুবই ভালো লেখেন ছোট আপু।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আরজু মুক্তা
এখন সবারি একি অবস্থা। নিঃসীম আকাশ চাই
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়