চঞ্চলা মেয়েটির নাম ছিলো ছবি।
যাকে দেখে আমি হয়েছিলাম কবি।
ছবি শুধু ছবি নয় যেন কথা কয়।
চোখে লাগে মনে থাকে জীবন্ত বিষ্ময়।
একদিন এলো চুলে জানালায় এলো।
দেখে তারে এই বুকে ঝড় উঠলো।
কপোলে লাল টিপ ছিলো কানে দুল,
দুর হতে দেখে তারে আমি যে ব্যকুল।
এরপর হঠাৎ যখন সে সামনে এলো,
তাকে নিয়ে হাজার কথা মনে জাগলো।
জানতে চাইলে নাম তার বললো,ছবি।
আমিও জানালাম, আমি এক কবি ।
পাত্তা না দিয়ে বলল সে ,ও তাই নাকি?
কি কবিতা লেখা হয় দেখাও দেখি?
খাতাখানি মেলে দিতে পড়লো কিছু।
বললো, এসব লিখে হবে কি কিছু?
তার চেয়ে এসো করি দুজন মিলে ভাব,
এ পৃথিবীতে বড় বেশি সুখের অভাব।
আমিও হাতখানি দিলাম বাড়িয়ে,
অজানা আহ্বানে গেলাম হারিয়ে।
তারপরে হঠাৎ কে যেন ঝাঁকি দেয়,
চোখ মেলে চেয়ে দেখি অবাক বিষ্ময়।
মা বলে ,বেলা হলো কত আর ঘুমাবি?
বাস্তবতার ভীড়ে তখন হারালো ছবি।
৭৮১জন
৬৮১জন
১৭টি মন্তব্য
কামাল উদ্দিন
এমন চমৎকার স্বপ্ন দেখলে আমি আবার ঘুমানোর চেষ্টা করি স্বপ্নের বাকী অংশটুকু শেষ করার জন্য।
ইসিয়াক
হা হা হা …………..বেশ তো।
শুভকামনা।
কামাল উদ্দিন
আপনার জন্যও শুভ কামনা সব সময়।
সুপায়ন বড়ুয়া
আমাদের কবি
স্বপ্নে ও দেখে রোমান্টিক ছবি
কবিতার সাথে সুন্দর ছবি উপরি পাওয়া
শুভ কামনা।
ইসিয়াক
ভালো থাকুন দাদা।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
তৌহিদ
আরেব্বাস এতো কবিতায় পুরো প্রেম উপাখ্যান লিখেছেন দেখছি। চমৎকার লেখা পড়ে ভালো লাগলো ভাই।
ইসিয়াক
ভালো লাগলো জেনে খুশি হলাম ভাইয়া।
ভালো থাকুন সবসময়।
নিরন্তর শুভকামনা।
পার্থ সারথি পোদ্দার
দু’জনের ভাবের আদান-প্রদান সফল হোক।
সুন্দর হয়েছে।শুভ কামনা রইল,ভাই।
ইসিয়াক
অনেক অনেক কৃতজ্ঞতা সহ শুভেচ্ছা রইলো দাদা।
শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ স্বপ্ন, এমন স্বপ্ন দেখলে কার না ভালো লাগে। ইস বাস্তবে যদি ছবি ধরা দিতো , খুব মজা হতো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
ইসিয়াক
হা হা হা ………..ভালো লেগেছে জেনে ভালো লাগলো দিদি ভাই।
নিরন্তর শুভকামনা।
ফয়জুল মহী
অসামান্য ভাবনায় নান্দনিক লেখনী ।
ইসিয়াক
সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো মহী ভাই।
শুভবিকাল।
দালান জাহান
রোমাঞ্চিিিত
ইসিয়াক
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
আরজু মুক্তা
রোমান্টিক স্বপ্নে অবগাহন
ইসিয়াক
ভালো থাকুন আপু।
শুভকামনা।