কবিতারা অকারণ,
করে শুধু জ্বালাতন
তারপর ঘুম ভেঙে ভোর হয়,
কবিতারা চুপি চুপি সরে রয়।
কবিতারা ছন্দে,
সুর তোলে ‘নন্দে
একসময় থেমে যায় নিশ্চুপ
কবিতারা সত্যি অদ্ভুত।
খুব দ্রুত ভোর হয়,
কবিতারা জেগে রয়,
ফুলগুলো বাঁসি হয় সকালেই
তাই দিয়ে মালা গাঁথে অকালেই।
মালা যায় শুকিয়ে
কবিতা দুঃখী মেয়ে
কবিতার নেই কোন ঠিকানা
আজও সেই নামটি যে অজানা।
কবিতার বাড়ি নেই,
কবিতার ঘর নেই,
আছে শুধু একখানা ছন্দ,
সবদিকে পথ যেন বন্ধ।
কবিতারা ঝরে পড়ে অকালেই,
কবিতারা মরে যায় সকালেই।
২৩/০৫/২০
১৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
ছন্দের কবিতাটি ভালো হয়েছে খুব।
শুভ কামনা।
নীরা সাদীয়া
আপনার ভালো লেগেছে জেনে আমি আনন্দিত ।
একেকটা কবিতা একেকটা হৃদয়কে চিরে ফেঁড়ে বের হয় একেকটা কবিতা, আর তা উপভোগ করে সবাই!
সুপায়ন বড়ুয়া
সুন্দর তো হলো
“কবিতারা ঝরে পড়ে অকালেই,
কবিতারা মরে যায় সকালেই।”
কবিতারা জেগে উঠুক বিকালেই
কবিতার আলো ঝড়াক সকলেই।
ভাল লাগলো। শুভ কামনা।
নীরা সাদীয়া
লেখকই শুধু জানে তার কবিতা কতটা ক্রন্দিত, কতটা অসহায়। আর কেউ তা জানে না।
শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
আপু আপনার সাথে পুরোপুরি একমত। লেখার ভাষা, কান্না, কষ্ট এগুলো যে লিখে সেই বুঝে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
নীরা সাদীয়া
ঠিক বলেছেন। হৃদয়ের হাহাকার কবিতা হয়ে বের হয়।
শুভ কামনা জানবেন।
প্রদীপ চক্রবর্তী
কবিতারা ছন্দে,
সুর তোলে ‘নন্দে
একসময় থেমে যায় নিশ্চুপ
কবিতারা সত্যি অদ্ভুত।
.
সত্যিই কবিতার অদ্ভুত।
ভালো কাব্যকথন দিদি।
নীরা সাদীয়া
দিদি ডাকটা খুব মিষ্টি লাগে।
অনেক ধন্যবাদ।
ফয়জুল মহী
কবিতা থাকুক চিরকাল। অমর হোক কবিতা।
নীরা সাদীয়া
তাই হোক।
শুভ কামনা রইলো।
হালিম নজরুল
কবিতারা ঝরে পড়ে অকালেই,
কবিতারা মরে যায় সকালেই।
———–প্রার্থনা করি কবিতারা দীর্ঘজীবী হোক।
নীরা সাদীয়া
তা যদি হতো!
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
কবিতারা ঝরে পড়ে অকালেই,
কবিতারা মরে যায় সকালেই।
কবিতারা জেগে উঠুক আনন্দে
কবিতার সুর তুলো ছন্দে।
পড়ে বেশ ভালো লাগলো দিদিভাই,
শুভ কামনা রইলো।
নীরা সাদীয়া
তাই যেন হয়।
অনেক ধন্যবাদ।
ঈদ মোবারক।
সঞ্জয় মালাকার
আপনাকেও ঈদের শুভেচ্ছা দিদি।
ভালো থাকবেন সবসময়।
তৌহিদ
লেখার অনুভুতিগুলো লেখকের চেয়ে কে আর ভালো বোঝে! সুন্দর কবিতা আপু।
ঈদ মোবারক। ঈদের আনন্দে মুছে যাক সকল গ্লানি, সবার মাঝে ঈদ নিয়ে আসুক অনাবিল আনন্দ আর খুশির আমেজ।
ভালো থাকুন সবসময়।
নীরা সাদীয়া
সত্যি বলেছেন । অসংখ্য ধন্যবাদ।
ঈদ মোবারক।