:হ্যালো, মিস মীরা বলছেন?
: জ্বী, বলুন।
: আপনি কি চাকরির জন্য ★গ্রুপে সিভি এবং ছবি পাঠিয়েছিলেন?
: হুম।
:আমরা আপনাকে সিলেক্ট করেছি। এখন আপনার আইডি কার্ড বানাতে এবং আরও কিছু কাজে ১৫৫০/- লাগবে। আমাদের বিকাশ নাম্বার দিচ্ছি, পাঠিয়ে দিন। সামনের শনিবার থেকে জয়েন করবেন।
:আমার কাছে তো অত টাকা নেই।
:কত আছে?
:কোন টাকাই নেই।
:ফাজলামো পেয়েছেন?টাকা না দিলে আপনার ছবি আমরা পর্নো সাইটে দিয়ে দিব। সাথে বিস্তারিত তথ্যও দিব।
…….——–………——-………——–……..——–…..…..—-
একটু চিন্তা ভাবনা করার পর মীরা হো হো করে হেসে উঠলো! হাসির শব্দ শুনতে পেয়ে ঐ পাশ থেকে কেটে দিলো। সন্ধ্যায় আবার কল করলো। ফোন ধরে মীরা আবার কতক্ষণ হাসলো।
:হোহোহোঃ
:পাগল নাকি? হাসছেন কেন? আমরা আপনার ছবি…
:যা মন চায় করেন। ঐটা আমার ছবি না।
:কার ছবি?
:আমি জানতাম আপনারা ফেইক। তাই আমিও দিয়েছিলাম আমার এক্স গার্লফ্রেন্ডের ছবি! আর আমি আসলে মেয়ে নই, আমি ছেলে। আমার কন্ঠটা মেয়েদের মত, তাই আমাকে কোন মেয়ে পাত্তা দেয় না। যাও একটা গার্লফ্রেন্ড ছিলো, তাও আবার ছেড়ে চলে গেছে। সেই জেদ মেটাতেই ছবিটা আপনাদেরকে দিয়েছি! আমিও চাই ওটা দিয়ে আপনাদের যা খুশি তা করুন। মাঝখান থেকে কাজটাও হয়ে গেলো, আর দোষটাও আমার ঘাড়ে পরলো না!
:ভন্ডামী করেন?
:কি বললেন?
:টাকা পাঠান বলছি।
:টাকা আপনি পাঠান। কারন এতক্ষণ যা যা কথা বলেছেন সব রেকর্ড করেছি। এবার এসব তথ্য প্রমাণ নিয়ে যাব থানায় জিডি করতে।
:পুলিশ আমাদের কিছুই করতে পারবে না।
:কি পারবে না পারবে তা দেখা যাবে। যদি প্রতি সপ্তাহে আমাকে ১০০/- ফ্লেক্সি দেন, তাহলে আপনার বিরুদ্ধে থানা পুলিশ করব না। আর নয়ত…
অতপর প্রতি সপ্তাহে মীরা ১০০ টাকা ফ্লেক্সিলোড পাচ্ছে! ঘরে বসে আয়! সুন্দর নাহ্?
১৭টি মন্তব্য
ফয়জুল মহী
সাবলীল সুন্দর , ভালো থাকুন।
নীরা সাদীয়া
ধন্যবাদ। আপনিও ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
হা হা হা । অ-নে-ক মজার ব্যাপার হলো। যেমন কুকুর তেমন মুগুর। চমৎকার উপস্থাপনা করেছেন। ভালো থাকুন সুস্থ থাকুন
নীরা সাদীয়া
আপনার ভালো লেগেছে জেনে আমি আনন্দিত । আপনিও সাবধানে থাকুন, সুস্থ থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
আমি ও আনন্দিত এমন একটি লেখা পড়ে।
শামীম চৌধুরী
বাহ। একেই বলে চোরের উপর বাটপারি। মীরা মেয়েলী সুরেলা হলেও মুগুর দিতে জানে। সমাজের বাস্তব চিত্র ফুটে উঠেছে আপনার লেখায়।
নীরা সাদীয়া
সত্যি এমনটা আমার সাথেও ঘটেছে। তারা চাকরী দেবে এই বলে উল্টো টাকা চায়। ধান্দাবাজী…
যাই হোক, আমরা সবাই যেন এমন প্রতারণার ফাঁদে পা না বাড়াই।
ধন্যবাদ, শুভ কামনা জানবেন।
হালিম নজরুল
আপনিও প্রতি সপ্তাহে ব্লগে এরকম একটি গল্প ফ্লেক্সি দিবেন। না দিলে কিন্তু সবাইকে বলে দেব এই সুন্দর গল্পটি আপনি লিখেছেন।
নীরা সাদীয়া
হাহাহাঃ খুব মজা পেলাম আপনার কমেন্ট পড়ে।
শুভ কামনা জানবেন।
কামাল উদ্দিন
দুর্দান্ত আয় করার পলিসি, একেই মনে হয় বলে চোরের উপর বাটপারি।
নীরা সাদীয়া
চোর যদি এমন হয়, তাহলে তো তাকে এভাবেই ধরতে হয়!
শুভ কামনা জানবেন।
সুপায়ন বড়ুয়া
সুন্দর তো! প্রতারনার নতুন ফাঁদ
সেয়ানে সেয়ানে লড়াই।
ভাল লাগলো। শুভ কামনা।
নীরা সাদীয়া
এভাবে একটি চক্র বেকারদের জন্য প্রতারণার ফাঁদ তৈরি করে আসছে। তাদেরকে শিক্ষা দিতে না পেরেই মনের ঝাল গল্পে মেটালাম।
শুভ কামনা জানবেন।
আরজু মুক্তা
চোরের উপর বাটপারি।
এমনি হতে হয় সবাইকে
নীরা সাদীয়া
তাইতো। এমন না হলে উপায় আছে?
শুভ কামনা জানবেন।
তৌহিদ
মীরার কি বুদ্ধি!! বাস্তবে এরকম হলে মীরার মত মেয়ে প্রত্যেক পরিবারেই হোক এটাই কাম্য।
যেমন কুকুর তেমন মুগুর! একদম উচিতকাজ হয়েছে। রম্য ভালো লেগেছে। ভালো থাকুন সর্বদা।
নীরা সাদীয়া
যাক, মীরা চরিত্রটা আপনাদের ভালো লেগেছে জেনে আমি আনন্দিত।
অনেক শুভ কামনা রইলো।