
শিশির স্নিগ্ধতা তন্বির তনুতে
প্রস্ফুটিত পুষ্প মঞ্জুরী
ধরিত্রি হুরবালা।
কামাতুর কথনে হাসির পস্রবন
আজম্ম ললায়িত অভিলাসে
উম্মুক্ত অগ্নিগীরির জ্বালা।
মুগ্ধ নয়ন অনাবিল আবেসে আত্মহারা
অপসরি স্বর্গের দার খোল
তৃষিত আত্মার ক্রন্দন পালা।
বায়ুর ঘুর্নিতে খাবিখায় কর্পুর বাসনা
স্বপ্নীল ঘোরে উত্তপ্ত বিচরন
বহ্নির বদনের ভাজে ঝংকারে প্রেমলিলা।
ব্যকুল হৃদয় হাহাকার বিরানভুমি
মাদকতায় লাবন্যময়ির হাতছানি
সুপ্ত কামনা মাঝে আলো ছায়ার খেলা।
১৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
দারুন দারুন। খুব ভালো লেগেছে। লাবণ্যময়ীর হাতছানিতে ধরা খেলেন!! ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা
আতা স্বপন
ধরাতো খেয়েছি কোন এক জোছনায়
চাঁদনী পসর রাতের মুগ্ধতায়
কামেনীর কোমল বাহুডোরেে
স্নিগ্ধপ্রেমলিলায় বর্ণালী ঘোরে।
…………………………………………ধন্যবাদ
প্রদীপ চক্রবর্তী
অনবদ্য কাব্যকথন দাদা,
লাবণ্যময়ীর হাতছানি অটুট থাকুক বন্ধনন।
আতা স্বপন
ধন্যবাদ
ফয়জুল মহী
অত্যন্ত মনোমুগ্ধকর
আতা স্বপন
ধন্যবাদ
কামাল উদ্দিন
কঠিন লাগলো আপনার কবিতাখানি
আতা স্বপন
ধন্যবাদ
হালিম নজরুল
শুভকামনা রইল।
আতা স্বপন
ধন্যবাদ ।
শামীম চৌধুরী
দারুন দারুন। শুভেচ্ছা জানবেন।
আতা স্বপন
ধন্যবাদ
জিসান শা ইকরাম
লাবন্যময়ির হাতছানি উপেক্ষা করা কঠিন।
ভালো কবিতা,
শুভ কামনা।
আতা স্বপন
ধন্যবাদ।