
জীবন জুড়ে লেগে থাকা,
অমানিশার ঘোর অন্ধকার কেটে-
মৃত্যুঞ্জয়ী সঞ্জীবনী শক্তি উদিত হবে একদিন।
সেই শক্তির প্রভাবে পৃথিবীর সমস্ত-
মরণঘাতী মহামারী ধূলিসাৎ হবে।
ধরিত্রীর কোলে আশ্রয় নেওয়া সমস্ত সৃষ্টি,
নব উদ্যমে ফিরে পাবে তাদের প্রাণ।
অচল বসুন্ধরা আবার সচল হবে,
কোলাহল মুখর জনাকীর্ণে ভরে উঠবে বসুমতী।
কবে আসবে সেদিন?
কবে আসবে সে সময়?
কবে আঁধারের বুক চিড়ে বেড়িয়ে আসবে আলো?
কবে সেই আলোয় আলোকিত হবে বসুধার বুক?
চার দেয়ালের বদ্ধ ঘরে আবদ্ধ থেকে-
আর কত স্বপ্ন আঁকবো দুচোখ জুড়ে?
সুদিনের আশায় আর কতকাল থাকবো অপেক্ষায়?
২২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অপেক্ষা খুব কষ্টের আর এই করোনার মহামারীতে সবাই বন্দী । কবে যে সেই সুদিন আসবে। চমৎকার লিখেছেন। ধন্যবাদ আপু 💓🌹
সুরাইয়া পারভীন
সুদিন আসবে আসবেই দিদি
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
রাত্রী যতোই দীর্ঘ হোক, এর শেষ আছে। ভোরেই পুবের আকাশে উদিত হবে নতুন সূর্য। কবির ভাষায় বললে বলতে হয়
“মেঘ দেখে কেউ করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে”।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন ভাইয়া
আশায় বেঁচে আছে শত সহস্র প্রাণ
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
মৃত্যুঞ্জয়ী সঞ্জীবনী শক্তি উদিত হবে একদিন।
এ সঞ্জীবনীর অপেক্ষায় আমরা।
ভালো লাগলো দিদি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সাবিনা ইয়াসমিন
কোন অন্ধকার বেশি সময় থাকে না, আবার আলোও।
আলো-আধারের মাঝেই চলমান আমাদের এই বসুন্ধরা। অপেক্ষা ফুরিয়ে সুন্দর দিনের সূর্য একদিন ঠিকই আকাশে উদয় হবে। রাতের অন্ধকার আরও মায়াবী হবে জোসনা-মুগ্ধ কবির কবিতায়।
সেই সুন্দর মূহুর্তের অপেক্ষায় আছি আমরাও।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
আমীন
আমীন
দুর্দান্ত মন্তব্যের যোগ্য জবাব কই যে পাই
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু।
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়😘😘
তৌহিদ
অমানিশারর ঘোর অন্ধকার কেটে সুদিন আসবেই। ভালো লিখেছেন আপু।
সুরাইয়া পারভীন
ইনশাআল্লাহ
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সঞ্জয় মালাকার
চমৎকার লিখেছে দিদি,
অমানিশার ঘোর অন্ধকার কেটে-
মৃত্যুঞ্জয়ী সঞ্জীবনী শক্তি উদিত হবে একদিন।
ভালো থাকবেনা সব সময় শুভ কামনা রইলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
“জীবন জুড়ে লেগে থাকা,
অমানিশার ঘোর অন্ধকার কেটে-
মৃত্যুঞ্জয়ী সঞ্জীবনী শক্তি উদিত হবে একদিন।”
আমরা সেদিনের প্রতীক্ষায় আছি আপু।
হয়ত সেদিন বেশী দুরে নয়।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
হয়তো ঠিকই বলেছেন দাদা
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
এই চরম নিশ্চয়তা নিয়েই আমাদের অপেক্ষা করে যেতে হবে।
এটি-ই নিয়তি, মানি বা না-মানি।
সুরাইয়া পারভীন
নিয়তিকে অস্বীকার করা যায় না বলেই বাধ্য হয়ে মেনে নিতেই হয় সবটা।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
কবে যে দেশের সুখবর পাবো। সুখবর পেলে মন ভালো লাগে ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
আঁধার চলে গিয়ে আলো একদিন আসবেই আপু।
করোনা আমাদের আশা করতেও ভয় পাইয়ে দিচ্ছে।
সব কিছু আবার স্বাভাবিক হবে।
সেদিনের অপেক্ষা করব আমরা।
খুব সুন্দর লিখেছেন আপু।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
সুদিন আসবেই।
সুরাইয়া পারভীন
ইনশাআল্লাহ
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়