
ইদানিং ভয় পেয়ে বসেছে আমার। প্রচণ্ড ভয়ে বুক কেঁপে ওঠে, শিউরে উঠি। পুরো শরীর শিরশির করে উঠে। গা ঝাঁকি দিয়ে উঠে। অকারণেই ছমছম করে আমার চারপাশ। এর কোনো যথার্থ কারণ আবিষ্কার করতে পারিনি। আবার মাঝে মাঝে মনে হয় কেউ আছে, হ্যাঁ আছে। আমি তাকে অনুভব করতে পারি। যখন নিস্তব্ধতা বিরাজ করে তখন মনে এই তো কেউ হেঁটে গেলো, আমি স্পষ্ট পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। যখন আমি একলা হাঁটি তখন মনে হয় কেউ আমার সাথে হাঁটছে। আবার কোনো একটা কাজ করার কথা ছিল কিন্তু করা হয়নি। যখন মনে হয় কাজটা তো করতে হবে তখন গিয়ে দেখি কাজটা অলরেডি হয়ে গেছে। অদ্ভুত না! আমারও অদ্ভুত লাগে। আমি জানিনা এসব মনের ভুল কি না? তবে এ গুলো সত্যি সত্যিই হয় আমার সাথে।
একবার রাতে ঢাকায় যাবো বলে বাসা থেকে বের হলাম। ১:৩০ মি. ট্রেনের টিকিট কাটা হয়েছিল। কারণ রাতে ট্রেন জার্নি আমার খুব ভালো লাগে। ১২:৩০ মি. পর আমরা বাসা থেকে বের হলাম। নির্জন নিস্তব্ধ শুনসান রাস্তা। একটাও রিক্সা, সিএনজি, অটোরিকশা কিছু ই নেই। অগত্যা হাঁটতে শুরু করলাম স্টেশনের দিকে। ওরা সামনে হাঁটছে আর আমি পিছনে। আপন মনে কতো কিছু ভাবছি আর হাঁটছি। হঠাৎ গা শিরশির করে ঝাঁকি দিয়ে উঠলো। প্রচণ্ড ভয় পেয়ে দ্রুত পা চালালাম। মনে হচ্ছে আরও কেউ আছে, যে আমার সাথে তাল মিলিয়ে দ্রুত হাঁটছে। এবার একটা অবয়ব চোখে পড়তেই চুমকে উঠলাম। থমকে দাঁড়ালাম। আবার হাঁটা শুরু করলাম। অবয়বটাও হাঁটছে। এবার মনে হলো কে পিছু নিয়েছে দেখতে হবে। পিছনে ঘুরলাম কাউকে দেখতে পেলাম না। এবার ভয় পেয়ে দিলাম দৌড়। এ কি! অবয়বটাও তো দৌড়াচ্ছে। একটু পর বিভিন্ন রকম অঙ্গভঙ্গি দ্বারা শিউর হলাম এ তো আমারই ছায়া। শুধু শুধু ভয় পাচ্ছিলাম। ধুর! নিজের নির্বুদ্ধিতার জন্য খুব হেসেছিলাম।
সেদিন দুপুরে যোহরের নামাজ শেষ করে আলমিরার আয়নার সামনে দাঁড়িয়ে মুখে লোশন দিচ্ছি আপন মনে। হঠাৎ চুমকে উঠলাম। আমার পিছনে কেউ আছে। আরে অস্পষ্ট দেখা যাচ্ছে কেউ একটা আছে। পিছনে ফিরে দেখলাম না কেউ নেই। আবার আয়নার দিকে তাকালাম। ঐ তো আবার দেখা যাচ্ছে। যাহ্ বাবা এতো আমারই মতো দেখতে। এবার একটু সাইট হয়ে দাঁড়ালাম। হা হা হা হা হা ….এটা তো আমিই।
আমার বেডরুমে আলমিরা আর ড্রেসিং টেবিল সামনাসামনি রাখা আছে। কেউ আলমিরার সামনে দাঁড়ালে ড্রেসিং টেবিলে তার পেছনটা দেখা যায়। আবার তা আলমিরার আয়নাতে়ও দেখা যায়। আর সেটাতে চোখ পড়তেই ভয়ে কেঁপে উঠেছিলাম।
এরকম অদ্ভুত সব ভাবনারা আমায় ঘিরে থাকে সবসময়। যেনো ঘোরেই কেটে যাচ্ছে দিনের পর দিন।
বিঃদ্রঃ ছবিটা কিন্তু আমারই। আমি শূন্যে ভাসতেও পারি।
২৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আপু খুব মজা পেয়েছি , রহস্যময়তা সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সুস্থ থাকুন
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সঞ্জয় মালাকার
পড়ে বেশ আনন্দ পেয়েছি, রহস্যময়তা সুন্দর উপস্থাপন করেছেন।
ভালো থাকবেন সব সময় শুভ কামনা দিদি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ফয়জুল মহী
অসাধারণ লেখা। খুবই ভালো লাগলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
ছবিটি কি আপনার সাথের ভূতের!
ভয় পাওয়ার কী আছে! রাম চিমটি বা ঘাড় তো মটকে দিচ্ছে না! সাথে সাথেই একটু থাকে মাত্র।
ভালুবাসাও তো হতে পারে, কবিতা শুনিয়ে ভাও করে ফেলুন, শুনেছি অরা নাকি কবিতা ল্যাক্তেও পারে!
সুপর্ণা ফাল্গুনী
🤣🤣🤣🤣। ভালুবাসাও তো হতে পারে, কবিতা শুনিয়ে ভাও করে ফেলুন, শুনেছি অরা নাকি কবিতা ল্যাক্তেও পারে! দারুন মজা। আপনি মনে হয় এভাবেই ভূতদের বশ করেন! ভালো থাকবেন শুভ সকাল
সুরাইয়া পারভীন
ভাবা যায় দিদি! তেনারা কবিতাও ল্যাক্তে পারে। বুঝছি তাদের দিয়ে কারো ঘাড় মটকে দিতে চাইলে আগে বল করতে হবে। হা হা হা হা হা
সুরাইয়া পারভীন
ভূতের সাথে কি না জানি না
তবে ছবিটা আমারই মাঝরাতে বাইরে বের হয়ে
জনশূন্য স্থানে তোলা ছবি।
সেটাই তো সাথে সাথে ই না হয় থাকে। তা বলে তেনাদের ভয় পেতে হবে😛
ভাবছি আর ভয় নয় বশ করে নেবো😏
হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
রহস্যময় উপস্থাপন।
প্রথমে আপনার ছবি দেখে ভয় পেয়েছিলাম।
মাঝেমধ্যে মনের মধ্যে অদ্ভুত ভাবনা ঘুরপাক খাওয়া ভালো।
শুভকামনা দিদি।
সুরাইয়া পারভীন
এ গুলো শুধু ভাবনা নয় দাদা
এগুলো হয় আমার সাথে
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
ছায়া দেখে ভয়ে দৌড়ানোর কথা বলায় মনে পড়ে গেল একটা গল্প। এক বোকা মিষ্টির হাড়ি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিল, রাস্তায় চলার সময় নিজের ছায়া দেখে ভাবলো অন্য কেউ তার সাথে রওয়ানা হয়েছে। ওকে অনেক অনুনয়-বিনয় করেও তাকে তাড়াতে না পেরে প্রথমে মিষ্টির হাড়ি, ছাতা সব দিয়ে এক সময় সকল কাপড় চোপড়ও খুলে দিয়ে দিলো। সেই অবস্থায় শ্বশুর বাড়ি যাওয়া তো এক ভয়াবহ ইতিহাস 😀
সুরাইয়া পারভীন
🙈🙈🙈
এতোটাও সিরিয়াস ব্যাপার ছিল না কিন্তু হা হা হা হা হা হা।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, আপনিও ভালো থাকুন সব সময়
সুরাইয়া নার্গিস
চমৎকার লেখশৈলী আপু, পড়ে বেশ ভালো লাগছে। দারুন উপস্থাপনা পড়তে পড়তে মনে হইছিলো আমার সাথেই এগুলো হচ্ছে!! কিছুটা ভয় কাজ করছিলো তারপর সবটা পড়ে স্থির হলাম।
লেখাটা কিন্তু অসাধারন হয়েছে আপু।
ভালো থাকবেন,শুভ কামনা রইল।
সুরাইয়া পারভীন
চমৎকার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আপনার জন্যও শুভকামনা রইলো
সুরাইয়া নার্গিস
স্বাগতম আপু, আপনিও ভালো থাকবেন।
সুপায়ন বড়ুয়া
সুন্দরতো। রহস্যময়তাটা ভালো করেই
তুলে এনেছেন।
ভাল থাকবেন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
আমিও বেশ কয়েকবার ছায়াবিড়ম্বনায় পড়েছি।
সুরাইয়া পারভীন
ছায়া বিড়ম্বনা, যতটা না বিড়ম্বনা
তার চেয়ে বেশি হাস্যরসের স্রষ্টা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সাবিনা ইয়াসমিন
আপনার রহস্য সিরিজ গুলো যতই পড়ছি, অবাক হচ্ছি। বিশেষ করে যখন শেষ দিকে লেখেন এগুলো আপনার সাথেই ঘটেছে / ঘটছে!
একজন স্বাভাবিক মানুষের জীবনে এত রহস্যময় ঘটনা কিভাবে ঘটে এটাই আমার কাছে রহস্যজনক ব্যাপার মনে হয়।
ইয়ে,,, মানে আপনি কি আসলেই মানবী! নাকি আগামীতে আপনাকে নিয়েই আমাদের লিখতে হবে??
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা….আপু!
মানবী নাকি দানবী এটা ঠিক বলা মুসকিল😛
তবে এগুলো আমার সাথে ঘটে যাওয়া আংশিক ঘটনা মাত্র😏
আমাকে নিয়ে লিখতে হলে বিশাল ইতিহাস গড়তে হবে বৈকি🙈
না মানে ইয়ে ইতিহাসটা যেনো কি!😛
সুরাইয়া পারভীন
অনেক দিন বাদে প্রচুর হেসেছি আপনার অমন রম্য মন্তব্যে।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় 💜💜
জিসান শা ইকরাম
আপনি অনেক ভাবেন, যা সাধারন মানুষ ভাবেনা, তাও আপনি ভাবেন। আর আপনার ভাবনার জগত এত সুক্ষ্ণ যে তা সাধারন মানুষ এর ভাবনা ঐ স্তরে পৌছাতে পারেনা।
আপনার কয়েকটি লেখা পড়ে আমার এই ধারনা হলো।
লিখতে থাকুন, ভালো লাগছে পড়তে।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
সবটাই কী ভাবনা!
কী জানি হতে পারে
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
এরকম হয় মাঝেমধ্যে আমারও। মনে হয় পিছনে কে যেন আছে, অনুভব করি কিন্তু দেখা যায়না। গা শিউড়ে ওঠে আমার।
ভালো থাকবেন আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়