
মেয়েটা সুন্দর এটা বলতে আমরা কি বুঝি…!
মিনিমাম ফর্সা একটা মেয়ে…
আচ্ছা! সুন্দর তো হয় অরণ্যের গাঢ় সবুজ রং, ঘাস, গাছ, সবুজ ফল, সবুজের ছড়াছড়ি। যেখানে হারিয়ে যেতে ইচ্ছা করে একা একা, মন ভোলে যায় আপন সত্তাকে, সবুজের সমারোহে অজানা পথে মুখ লুকাই গাছের আড়ালে সৌন্দর্য বাড়ায় প্রকৃতির৷
আবার আকাশের ঐ-নীল রং,সাত রঙা রংধনু সেও অনেক সুন্দর, যেদিকে তাকাই মন উদার হয়ে যায় আকাশের নীল রং আকাশের বিশালতা দেখে আমারা মুগ্ধ হই৷
শিমুল বাগানে টকটকে লাল শিমুল ফুলের রক্তিম আভা তো অনেক সুন্দর যা প্রকৃতিতে নতুন রঙে সাজিয়ে তুলে৷ প্রকৃতির যত লাল রং সব আমাদের মোহিত করে বার বার হারিয়ে যেতে চাই প্রকৃতির মাঝে।
ভোরে সূর্যের রং সেটা তো আরো মুগ্ধকর, আরো মনোরম আভা ছড়িয়ে দেয়, আরো সুন্দর নদীর পানিতে সাগরের তীরে ভোরের সূর্যের আগমন,অস্ত যাওয়া দেখার জন্য প্রতিদিন সাগর তীরে নামে নানা দেশি,বিদেশী পর্যটকদের ভীড় সেটা তো আরো সুন্দর৷
চুলের ঘন কালো রং ও তো সুন্দর কত কবি লিখে গেছেন শত শত কবিতা নারীর কালো চুলে কত পুরুষ হারিয়েছে তার মন৷
পৃথিবীর মাঝে সবুজের ভিতরে এই কালো রং এর জায়গাটা দেখতে দারুন লাগে।
যেখানে রংধনুর সাত রঙেই আমাদের কাছে সুন্দর লাগে, যেখানে প্রকৃতির সাত রং আমাদের হৃদয় রাঙায়, আমাদের ভালো লাগায় মিশে আছে। সেখানে একজন মানুষকে কেন তার গায়ের রং ফর্সা কিনা সেটা দিয়ে ভালো লাগা…?
মানুষ তো সুন্দর তার কাজে, সৌন্দর্য তার ব্যবহারে, তার কর্ম গুনে, সুন্দর তার জ্ঞানে আর এসব কিছু সৃষ্টিকর্তার দান৷
আল্লাহর সকল সৃষ্টি সুন্দর, তাই কালো ফর্সা দিয়ে কারো বিচার করো না, কারন তুমি যার হাতে সৃষ্টি সেও একই আল্লাহর সৃষ্টি৷
ছবি নেট থেকে সংগ্রহকৃত।
২৬টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
সুন্দর মেয়েটার হাসিটা আরও সুন্দর
শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল দাদা ভাই।
সুন্দর মানুষের ব্যবহারে শরীরে না আমার বিশ্বাস, “সুন্দর মেয়েটার হাসিটা আরও সুন্দর” কথাটা ভালো লাগছে দাদা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল আপনার জন্য দাদা ভাই।
সুপর্ণা ফাল্গুনী
ফর্সা, লম্বা হলেই সবাই তার দিকে চেয়ে থাকে আর বলে, ‘আহা মেয়েটা কি সুন্দর!’ আপনার লেখায় প্রকৃতির সব সৌন্দর্য ধরা পড়লো । ভালো থাকবেন সবসময়
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল দিদি ভাই।
যেখানে রং ধনুর সাতটি রং আমাদের ভালো লাগে। সেখানে একজন মেয়েকে কেন শুধু মাত্র গায়ের রং ফর্সা কিনা সেই হিসাব করা হয়!!
এটা আমি মানতে পারি না!
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল আপনার জন্য।
ছাইরাছ হেলাল
আপনার চোখ দিয়ে সবাই সৌন্দর্য দেখলে পৃথিবীর রং অন্য ভাবে ধরা দিতো
সবার কাছে, কিন্তু তা হচ্ছে কৈ!
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইয়া।
সুন্দর মানুষের ব্যবহারে, গুনে,কর্মে দেহের সৌন্দর্যের উপর নির্ভর করে না।
ভাইয়া আপনার কথার যুক্তি আছে! কিন্তু আমরা সৌন্দর্যের মানেই বুঝি না তাই হয়ত সৌন্দর্য বলতে ফর্সা বুঝি।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল আপনার জন্য।
ফজলে রাব্বী সোয়েব
আপনার লিখায় মুগ্ধ হলাম।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইা।
যেখানে রং ধনুর সাতটি রং আমাদের ভালো লাগে। সেখানে একজন মেয়েকে কেন শুধু মাত্র গায়ের রং ফর্সা কিনা সেই হিসাব করা হয়!!
এটা আমি মানতে পারি না! সেখান থেকেই মূলত লেখাটা।
সুন্দর মতামতে অনুপ্রাণিত হলাম ভাইয়া, সব সময় উৎসাহ্ দিয়ে পাশে থাকবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল আপনার জন্য।
সুরাইয়া পারভীন
এসব কল্পকথা কিংবা কবি কবিতায় শোভা পায়।
বাস্তবে একটা কালো রঙের মেয়ের পথচলা কতোটা যন্ত্রণার সেটা কালো মেয়েরাই ভালো জানে।
যা হোক চমৎকার লিখেছেন।
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল আপু।
যেখানে রং ধনুর সাতটি রং আমাদের ভালো লাগে। সেখানে একজন মেয়েকে কেন শুধু মাত্র গায়ের রং ফর্সা কিনা সেই হিসাব করা হয়!
কালো মেয়ে যদি শিক্ষিত হয়, কর্মশীল হয় তবে সে কালো না! মেয়েদের স্ববলম্বী হওয়া জরুরী।
আপু আপনার সুন্দর মতামতে অনুপ্রাণিত হলাম, কৃতজ্ঞতা রইল।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল আপনার জন্য।
তৌহিদ
আমার কাছে সুন্দর হচ্ছে – কাউকে প্রথম দেখলেই ভালো লাগা কাজ করে। গায়ের রঙ নয়। এটা বাহ্যিক। আর বাহ্যিক সৌন্দর্য দেখে জাজমেন্ট করা উচিত নয়। তাহলে নাইজেরিয়ারর সব মানুষ অসুন্দর বলতো সবাই। অথচ একজন বিশ্বসুন্দরী তিনি আফ্রিকান।
ভালো পোষ্ট লিখেছেন। ভালো থাকবেন আপু।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাইয়া।
আপনার সাথে আমিও একমত, খুব সুন্দর কথা বলছেন।
কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থার জন্য আমরা নিজেরাই দ্বায়ী, মেয়ে ফর্সা না হলে বিয়ে করবো না।
আসলে দেহের সৌন্দর্য ক্ষনস্থায়ী আর মনের সৌন্দর্য তার গুন যা চিরস্থায়ী এটা মনে রাখতে হবে।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল আপনার জন্য ভাইয়া।
ফজলে রাব্বী সোয়েব
শুভ কামনা আপনার জন্যও।
সাবিনা ইয়াসমিন
গায়ের রংকে যারা সৌন্দর্যের মাপকাঠি হিসেবে দেখে তাদের আসলে প্রকৃত সৌন্দর্য বোঝার মত সুন্দর মন নেই। সৃষ্টির সব কিছুই সুন্দর। কার চোখে কোনটা ভালো লাগবে তা শুধু তার উপরই নির্ভর করে।
ভালো লাগলো লেখাটি,
শুভ কামনা রইলো 🌹🌹
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল আপু।
যেখানে রং ধনুর সাতটি রং আমাদের ভালো লাগে। সেখানে একজন মেয়েকে কেন শুধু মাত্র গায়ের রং ফর্সা কিনা সেই হিসাব করা হয়! সৌন্দর্য মানুষের ব্যবহারে, কর্মে, গুনে সেখানে শরীরের গায়ের রং ফর্সা দেখে বর্তমানে সমাজ মেয়েদের মূল্যায়ন করে।
কালো মেয়ে যদি শিক্ষিত হয়, কর্মশীল হয় তবে সে কালো না! মেয়েদের স্ববলম্বী হওয়া জরুরী।
আপু আপনার সুন্দর মতামতে অনুপ্রাণিত হলাম, কৃতজ্ঞতা রইল।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল আপনার জন্য।
ফয়জুল মহী
সুকোমল ভাবনার অনন্যসাধারণ লেখা। শুভেচ্ছা
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইয়া।
আপনার সুন্দর মতামতে অনুপ্রাণিত হলাম, সব সময় এভাবে উৎসাহ্ দিয়ে পাশে থাকবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল ভাইয়া আপনার জন্য।
হালিম নজরুল
দেখার চোখের উপর সৌন্দর্য নির্ভরশীল
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইয়া।
আপনার সুন্দর মতামতে অনুপ্রাণিত হলাম, সব সময় এভাবে উৎসাহ্ দিয়ে পাশে থাকবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল ভাইয়া আপনার জন্য।
আরজু মুক্তা
আমারও এটাই মনে হয়। কাকে যে কোনদিক থেকে ভালো লাগবে। বলা মুশকিল
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল আপু।
মানুষের সৌন্দর্য তার গুন, ব্যবহারে, কর্মে অথচ গায়ের রঙ ফর্সা হলেই আমরা তাকে সুন্দর বলি।
আপুর “আমারও এটাই মনে হয়। কাকে যে কোনদিক থেকে ভালো লাগ” বলা মুসকিল” কথাটা আমারও ভালো লেগেছে।
আপনার সাথে আমিও একমত।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
আপনার জন্য শুভ কামনা রইল।
জিসান শা ইকরাম
রং ফর্সা হলেই প্রচলিত ভাবে আমরা তাকে সুন্দর বলি। কালো বা শ্যামলা মেয়েকে আমরা সুন্দর বলিনা।
অবশ্য গায়ের রং সৌন্দর্যের মাপকাঠি হওয়া উচিত না।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইয়া।
সুন্দর মানুষের ব্যবহারে, গুনে,কর্মে দেহের সৌন্দর্যের উপর নির্ভর করে না।
যেখানে রঙ ধনুর সাতটি রঙ আমাদের ভালো লাগে, সেখানে শুধু মাত্র একজন মানুষের গায়ের রঙ ফর্সা কেন বিবেচনা করায়। আমরা সৌন্দর্যের মানেই বুঝি না তাই হয়ত সৌন্দর্য বলতে ফর্সা বুঝি।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল আপনার জন্য।
কামাল উদ্দিন
কিছু ফর্সা আছে একেবারে ধবল রোগীর মতো, ওদেরকে কেউ সুন্দর বলে না। সুন্দর হলো মানুষের দেহের সব অঙ্গের সুন্দর কম্বিনেশন। আর তার সাথে যদি দুধে আলতায় রং হয় তাহলে আমরা বলি সোনায় সোহাগা। অবশ্য কালো কিংবা শ্যমলা সুন্দরের ও অভাব নাই দেশে……..শুভ কামনা জানবেন আপু।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইয়া।
যেখানে রং ধনুর সাতটি রং আমাদের ভালো লাগে। সেখানে একজন মেয়েকে কেন শুধু মাত্র গায়ের রং ফর্সা কিনা সেই হিসাব করা হয়! ভাইয়া আজকাল গায়ের রং ফর্সা হলেই তাকে আমরা সুন্দর বলি ধবল রোগী হলেও বিয়ে করতে রাজি।
কালো মেয়ে যদি শিক্ষিত হয়, কর্মশীল হয় তবে সে কালো না! মেয়েদের স্ববলম্বী হওয়া জরুরী।
ভাইয়া আপনার সুন্দর মতামতে অনুপ্রাণিত হলাম, কৃতজ্ঞতা রইল।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল আপনার জন্য।
কামাল উদ্দিন
আপনার জন্যও শুভ কামনা সব সময় আপু।