জীবন টাই মাটি

সঞ্জয় মালাকার ২১ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ০৬:৫৩:৪৬অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

জীবন’টাই মাটি………

অশ্রু জলে ভাসে বুক…..
আনন্দ হয় মাটি,
মালাটা বিক্রি করতে
দিন’টাই পরিপাটি!
মায়া বন্দী কায়া বন্দী
অচল নিয়তি,
বন্দী আমার জীবন বন্দী
শ্রষ্ঠার পিরীতি!
তুমি আমি বন্দী সবাই
সত্য মিথ্যে কাজে
যে মানুষটা মরছে রোজ
সংসার বাচাতে!
পায়নি তো স্বাধীনতা
তবুও সেই বাঁচা মরা,
মরণ তো ঐ মালায় ঝুলে
অশ্রু জলে বইছে দ্বারা।

ক্ষধার্ত শরীর/ শূন্য পথ, অশ্রু জলে হয় ধন্য

১১৬৮জন ১০৪১জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ