
পার্থিব পৃথিবীতে পা রাখার আগেই চুক্তি হয়ে যায় গর্ভধারিণীর সাথে,
চোখ মেলার পর প্রথম কৃতজ্ঞতার দৃষ্টিতে দেখে নিই জন্মদাতার মুখ,
তারপর থেকে শুরু হয় চুক্তিবদ্ধ জীবন।
এক-এক করে যুক্ত হতে থাকি নিত্ত-নতুন চুক্তিতে।
সম্পর্কের অধিকারে
এড়িয়ে যাওয়ার অজুহাতে
কখনো দ্বায় নিয়ে
যুক্তির সাথে- বিনা যুক্তিতে
মেনে নিয়েছি চুক্তিবদ্ধ জীবন।
আসলেই কি মেনে নিই? মেনে নেয়ার স্বাধীনতা বা অস্বীকার করার স্পর্ধা আমাদের আছে? যদি থাকে তাহলে কেন একই বৃত্তে আটকে থাকা?
সৃষ্টিকর্তা পাঠিয়েছেন চুক্তি দিয়ে,
– জন্মিলে ফিরে যেতে হবে তারই কাছে –
আমরা চুক্তি করেছি সৃষ্টিকর্তার সাথে, ফিরে যাবার।
জন্ম-জীবন-বেঁচে থাকার উপর আমাদের নিয়ন্ত্রণ কোথায়? অস্থির সময়,অস্থির দিন, সব কিছু ঠিক হয়ে যায়।
সময় আটকে থাকেনা। বদল হয় চুক্তি-চুক্তিকারী..
২০টি মন্তব্য
ফয়জুল মহী
পৃথিবী এখন অনেকটা সুখী । ফিরিয়ে দিচ্ছে তার উপর করা অত্যাচার ।
সাবিনা ইয়াসমিন
কিছু দিলে তার প্রতিদান ভোগ করতে হয়। আমরা পৃথিবীকে অত্যাচার করেছি, তাই সেও পাল্টা জবাব দিচ্ছে। এটাও একটা চুক্তি 🙂
ধন্যবাদ মহী ভাই 🌹🌹
সুরাইয়া পারভীন
চুক্তি নিয়েই জীবন শুরু
চুক্তি দিয়েই জীবন শেষ
আমরা শুধু কলের পুতুল
চুক্তি দাতার চুক্তিতেই আবদ্ধ
এর বাইরে কিচ্ছু করার ক্ষমতা নেই আমাদের।
দারুণ লিখেছেন আপু 💜💜
ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে
সাবিনা ইয়াসমিন
লিখিত অলিখিত চুক্তি দিয়েই আমাদের জীবন গড়ে দেয়া হয়েছে। এর বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের নেই।
ধন্যবাদ ও শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
আমরা এ চুক্তি রাখতে পারি না!
সম্পর্কের অধিকারে
এড়িয়ে যাওয়ার অজুহাতে
কখনো দ্বায় নিয়ে
যুক্তির সাথে- বিনা যুক্তিতে
মেনে নিয়েছি চুক্তিবদ্ধ জীবন।
তবুও যে মেনে নিতে হয়।
.
ভালো প্রকাশ দিদি।
সাবিনা ইয়াসমিন
সব মেনে নিতে হবে, এটাই হয়তো চুক্তির প্রথম শর্ত থাকে।
ধন্যবাদ প্রদীপ 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
বিধাতার দেয়া চুক্তি আমরা কখনোই মেনে নেয়নি। পৃথিবীর আলো দেখার আগেই আমাদের সব হিসাব নিকাশ করা থাকে। তার কাছে ফিরে যাওয়ার যে চুক্তি তা আমরা ভুলে যাই, পৃথিবীর মায়ায় জড়িয়ে আটকে ফেলি মনটাকে, একই বৃত্তে ঘুরপাক খাই।যেতে চাইনা ফিরে আসল ঠিকানায়। কঠিন সত্য টাকে তুলে ধরলেন। ধন্যবাদ আপু। শুভ সকাল
সাবিনা ইয়াসমিন
আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
সত্যিইতো আমরা সবাই অধীন
জন্ম থেকে মৃত্যু অবধি।
এটা তো ভাবিনি আগে
নতুন করে ভাবতে বসি
সুর্য উঠার আগে।
ভাল লাগলো। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ দাদা,
শুভ কামনা রইলো 🌹🌹
নাজমুল হুদা
তবুও আমরা চুক্তির শেষরেখা পর্যন্ত যাই।
এতটুকুই জীবনের চরম স্বার্থকতা।
আপু ভালো থাকুন সবসময়।
সাবিনা ইয়াসমিন
চুক্তির শেষ রেখা পর্যন্ত আমাদের যেতে হয়। এটাই নিয়ম।
ধন্যবাদ নাজমুল 🌹🌹
ছাইরাছ হেলাল
জন্মদাত্রীও চুক্তি অনুসারেই কার্যপ্রনালী জারি রাখেন।
আমারা সবাই পুতুল নাচের আংশিক-সাময়িক চরিত্র মাত্র।
এতো সুফিবাদি বার্তা!
সাবিনা ইয়াসমিন
সুফিবাদ আমাদের সবার ভেতরেই একটু আধটু থাকে মহারাজ। হঠাৎ হঠাৎ এসব উপলব্ধে আসে।
ভালো থাকবেন,
শুভ কামনা 🌹🌹
মাহবুবুল আলম
আসলে জন্ম থেকেই আমরা নানান যুক্তি ও চুক্তিতে দায়বদ্ধ। এ এক কঠিন দর্শন।
শুভেচ্ছা জানবেন প্রিয়জন।
সাবিনা ইয়াসমিন
আপনার জন্যেও শুভেচ্ছা শুভ কামনা রইলো প্রফেসর সাহেব। ভালো থাকুন সব সময় 🌹🌹
জিসান শা ইকরাম
বৃত্ত বন্দী জীবন আমাদের,
চুক্তিও এক ধরনের বৃত্ত, এর বাইরে যাবার উপায় নেই।
সময়ের সাথে সাথে বদলে যেতে পারে চুক্তি ও চুক্তি কারী, তাও তো চুক্তি।
আবদ্ধ ভাবনা প্রকাশিত হতে দেখে ভালো লাগলো।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
মতামতের জন্য ধন্যবাদ।
আগামীর জন্যে শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
ভাল লাগল।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাই,
ভালো থাকুন, শুভ কামনা রইলো 🌹🌹