সাবিনা ইয়াসমিন এপ্রিল ১৯, ২০২০ at ৭:৫৪ অপরাহ্ন অবহেলায় অন্য ভাতে পুষ্টি খুঁজে নেয়া প্রেমিক নষ্ট হয়না। যে অবহেলা করতে পারে সেই এমন ব্যাখ্যা দ্বার করে। চলে যাবার পর, সব শেষ হয়ে যাবার পরেও যদি মায়া অবশিষ্ট থাকে, তাহলে কিছুই শেষ হয় না। ছোট লাইনে হয়তো অনেক বেশি কিছু বোঝাতে চেয়েছো। এর বেশি বুঝলাম না 🙂
নাজমুল হুদা এপ্রিল ১৯, ২০২০ at ৮:০০ অপরাহ্ন অনেক কিছু বুঝাতে চেয়েও অপুর্ণতা রয়ে গেছে। আমিও ততটুকু বুঝে নিয়েছি। ধন্যবাদ আপু 💕। ভালো থাকুন সবসময়।
কামাল উদ্দিন এপ্রিল ১৯, ২০২০ at ৮:০০ অপরাহ্ন “পরিচয়- ওরা তো দেহ চক্রের নষ্ট শ্রমিক উড়ালপথে গন্ধ মুছে তুমি প্রসিদ্ধ ধার্মিক ” ………বাস্তব বলেছেন ভাইজান, এা আমাদের সমাজে অতি স্বাভাবিক ভাবেই হচ্ছে, শুভ কামনা জানবেন।
সুরাইয়া পারভীন এপ্রিল ১৯, ২০২০ at ১১:০১ অপরাহ্ন মায়া পড়ে থাকলে তবে আর শেষ হলো কী? তিনটি অনু কবিতায় দারুণ লিখেছেন। ভালো থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী এপ্রিল ১৯, ২০২০ at ১১:২৫ অপরাহ্ন এতো ছোট করে এতো বিশদ কথাগুলো আমি না কিছুতেই বলতে পারি না। ধন্যবাদ প্রাপ্য আপনার। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
নাজমুল হুদা এপ্রিল ২০, ২০২০ at ৬:২৩ অপরাহ্ন আমরা সবাই এমন বড় করে লিখেও কখনও বলা হয় না আবার ছোট করেও লিখেও কখনও বলা হয় না। অপূর্ণতা যেন সব সময় থেকে যায়। ধন্যবাদ আপু 💕
জাকিয়া জেসমিন যূথী এপ্রিল ২০, ২০২০ at ১:১৫ পূর্বাহ্ন মায়াবৃত্ত .. বুঝে গেলে এত বুঝার কি আছে চলে গেলে এত কষ্টের কি আছে, দিনে দিনে সব সরে গেছে সে- মায়া পড়ে আছে। —এইটা খুব ভালো লেগেছে। মায়ার জন্যেই তো জীবন…
নাজমুল হুদা এপ্রিল ২০, ২০২০ at ৬:২৪ অপরাহ্ন মায়ার জন্যই জীবন গতিময়তা পায়। জীবন অনেক সুন্দর ভাবনার জগতে। ধন্যবাদ আপনাকে আপু 💕
জাকিয়া জেসমিন যূথী এপ্রিল ২০, ২০২০ at ৮:৫৮ অপরাহ্ন আপনাকেও ধন্যবাদ। নিয়ত লিখুন। আপনার লেখায় জীবনের জয়গান আছে।
২৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
অবহেলায় অন্য ভাতে পুষ্টি খুঁজে নেয়া প্রেমিক নষ্ট হয়না। যে অবহেলা করতে পারে সেই এমন ব্যাখ্যা দ্বার করে।
চলে যাবার পর, সব শেষ হয়ে যাবার পরেও যদি মায়া অবশিষ্ট থাকে, তাহলে কিছুই শেষ হয় না।
ছোট লাইনে হয়তো অনেক বেশি কিছু বোঝাতে চেয়েছো। এর বেশি বুঝলাম না 🙂
নাজমুল হুদা
অনেক কিছু বুঝাতে চেয়েও অপুর্ণতা রয়ে গেছে।
আমিও ততটুকু বুঝে নিয়েছি।
ধন্যবাদ আপু 💕। ভালো থাকুন সবসময়।
কামাল উদ্দিন
“পরিচয়- ওরা তো দেহ চক্রের নষ্ট শ্রমিক
উড়ালপথে গন্ধ মুছে তুমি প্রসিদ্ধ ধার্মিক ”
………বাস্তব বলেছেন ভাইজান, এা আমাদের সমাজে অতি স্বাভাবিক ভাবেই হচ্ছে, শুভ কামনা জানবেন।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
সুপায়ন বড়ুয়া
মায়া বৃত্তটা খুব ভাল লাগলো
শুভ কামনা।
নাজমুল হুদা
অনেক ধন্যবাদ দাদাভাই 💞
ফয়জুল মহী
পাঞ্জল শব্দের গাঁথুনি। লেখা পড়ে মোহিত হলাম।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
আকবর হোসেন রবিন
কবিতাগুলো ভালো লেগেছে।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
সুরাইয়া পারভীন
মায়া পড়ে থাকলে তবে আর শেষ হলো কী?
তিনটি অনু কবিতায় দারুণ লিখেছেন।
ভালো থাকবেন সবসময়
নাজমুল হুদা
মায়া আরো সামনে নিয়ে যায় প্রতিনিয়ত।
ধন্যবাদ আপু 💕।
সুপর্ণা ফাল্গুনী
এতো ছোট করে এতো বিশদ কথাগুলো আমি না কিছুতেই বলতে পারি না। ধন্যবাদ প্রাপ্য আপনার। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
নাজমুল হুদা
আমরা সবাই এমন বড় করে লিখেও কখনও বলা হয় না আবার ছোট করেও লিখেও কখনও বলা হয় না। অপূর্ণতা যেন সব সময় থেকে যায়।
ধন্যবাদ আপু 💕
জাকিয়া জেসমিন যূথী
মায়াবৃত্ত
..
বুঝে গেলে এত বুঝার কি আছে
চলে গেলে এত কষ্টের কি আছে,
দিনে দিনে সব
সরে গেছে সে- মায়া পড়ে আছে।
—এইটা খুব ভালো লেগেছে। মায়ার জন্যেই তো জীবন…
নাজমুল হুদা
মায়ার জন্যই জীবন গতিময়তা পায়। জীবন অনেক সুন্দর ভাবনার জগতে।
ধন্যবাদ আপনাকে আপু 💕
জাকিয়া জেসমিন যূথী
আপনাকেও ধন্যবাদ। নিয়ত লিখুন। আপনার লেখায় জীবনের জয়গান আছে।
মাহবুবুল আলম
কবিতা ভাল লেগেছে। শুভেচ্ছা জানবেন!
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
ভালো থাকবেন সবসময়।
জিসান শা ইকরাম
অনু কবিতা ভালো লেগেছে ছোট ভাই।
শুভ কামনা।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া😍
হালিম নজরুল
মায়া পড়ে থাকল
নাজমুল হুদা
মায়া পড়েই থাকুক।
ধন্যবাদ ভাইয়া 💞
তৌহিদ
অনুকবিতা ভালো লেগেছে নাজমুল।
নাজমুল হুদা
ধন্যবাদ প্রিয় ভাইয়া 💞
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞