
একদিন তুমি বলেছিলে,
তোমায় নিয়ে কবিতা হয়না কেন?
আশ্বাস দিয়েছিলেম হবে।
কবিতা হবে তোমাকে নিয়ে,
তোমার কালো চোখ নিয়ে,
কালো অবয়ব নিয়ে,
ছোট কালো কেশ নিয়ে।
কবিতারা ছুটোছুটি করবে
তোমার প্রশ্বস্ত বুকে,
আর চওড়া কাঁধে।
কবিতারা ছন্দ লুকোবে
তোমার বুক পকেটে।
কবিতারা ছবি আঁকবে
তোমার খোঁচা খোঁচা দাড়ি গোঁফে!
ছন্দের গাঁথা মালা ঘুমিয়ে পড়বে
তোমার হাতের মুঠোয়।
নানান রঙে স্বপ্ন আঁকবে
তোমার বুকে মাথা রেখে।
তারা জেগে ওঠবে
তোমার উষ্ণ ছোঁয়ায়।
যখন তুমি ডাকবে
ঐ নামটি ধরে,
কবিতারা পাখা মেলবে
ছুটে আসবে তোমার পানে।
তোমায় নিয়ে লেখা হবে
নির্ভুল,নির্ঘুম কবিতা-
যতক্ষণ তুমি মনুষত্বের সংজ্ঞায়
সীমারেখায় অটুট থাকবে।
সাদীয়া নীরা
১০.০৩.১৫
পাঁচ বছর আগের লেখা একটি অকবিতা…
২৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্। কবিতায় পুরুষের বর্ণনা খুব ভালো লাগলো। বুক পকেটে কবিতারা ছন্দ লুকাবে! দারুন। ধন্যবাদ আপনাকে। শুভ রাত্রি
নীরা সাদীয়া
হুম, পুরুষ যদি মানুষ হয়, তখন তাকে এভাবেই পেতে চাইবে একজন নারী।
শুভ কামনা রইলো।
সুপায়ন বড়ুয়া
“তোমায় নিয়ে লেখা হবে
নির্ভুল,নির্ঘুম কবিতা-
যতক্ষণ তুমি মনুষত্বের সংজ্ঞায়
সীমারেখায় অটুট থাকবে।”
প্রিয় জনরা যখন ভালবাসার মানুষ হয়
তখন নির্ঘুম কবিতা লেখা হয়।
ভালই লাগলো আপু। শুভ কামনা।
নীরা সাদীয়া
যতক্ষণ সে মানুষ থাকে ততক্ষণ সে প্রিয়জন হয়ে থাকতে পারে।
অনেক ধন্যবাদ।
সামশুল মাওলা হৃদয়
সুন্দর হয়ছে
নীরা সাদীয়া
ধন্যবাদ আপনাকে।
সুরাইয়া পারভীন
হ্যাঁ নির্ভুল নির্ঘুম কবিতার সৃষ্টি হবে শুধু তোমার জন্য।
শুধু তার জন্যই হবে অজস্র কবিতার সৃষ্টি।
দারুণ লিখেছেন আপু। অনেক অনেক শুভকামনা রইলো
নীরা সাদীয়া
তাইতো হওয়া উচিত।
কি বলেন?
অনেক শুভ কামনা জানবেন।
ফয়জুল মহী
সৃজনশীল লেখা।
নীরা সাদীয়া
ধন্যবাদ আপনাকে ।
সাবিনা ইয়াসমিন
যতদিন মনুষ্যত্ব থাকবে ততদিন কবিতা হবে, আসবে। মনুষ্যত্ব হারিয়ে গেলে তাকে দিয়ে আর কবিতা হয় না।
ভালো লাগলো।
সালমান শাহর ছবি দেখে কিছুক্ষণের জন্য থমকে গেছি। প্রিয় নায়কের আত্মার শান্তি কামনা করি।
শুভ কামনা 🌹🌹
নীরা সাদীয়া
একদম ঠিক বলেছেন। মনুষ্যত্ব হারিয়ে গেলে কবিতারাও হারিয়ে যাবে।
সালমান শাহ্ আমারও প্রিয় নায়ক।
অনেক শুভ কামনা রইলো।
আরজু মুক্তা
প্রিয় নায়ক আমার।
আর অকবিতা ভালো হয়েছে।
নীরা সাদীয়া
আমারও প্রিয় নায়ক।
ধন্যবাদ আপনাকে।
সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।
ইঞ্জা
কবিতারা ছবি আঁকবে
তোমার খোঁচা খোঁচা দাড়ি গোঁফে!
ছন্দের গাঁথা মালা ঘুমিয়ে পড়বে
তোমার হাতের মুঠোয়।
নানান রঙে স্বপ্ন আঁকবে
তোমার বুকে মাথা রেখে।
তারা জেগে ওঠবে
তোমার উষ্ণ ছোঁয়ায়।
চমৎকার লিখেছেন আপু।
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ ভাই।
আপনাদের ভালো লাগছে জানতে পারলে উৎসাহ পাই।
শুভ কামনা জানবেন।
হালিম নজরুল
নানান রঙে স্বপ্ন আঁকবে
তোমার বুকে মাথা রেখে।
তারা জেগে ওঠবে
তোমার উষ্ণ ছোঁয়ায়।
——–বাহ
নীরা সাদীয়া
হুম, প্রেমিকারা তার প্রেমিকের কাছে এগুলোই চায়।
অনেক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
ভালোই লেগেছে এই কবিতাটি,
শুভ কামনা।
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ আপনাকে।
তৌহিদ
মনুষ্যত্বহহীন কাউকে ভালোবাসাও যায়না, কবিতাও লেখা যায়না। এটিই সত্য।
সুন্দর কবিতা লেখেন আপনি।
নীরা সাদীয়া
ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
সঞ্জয় মালাকার
নানান রঙে স্বপ্ন আঁকবে
তোমার বুকে মাথা রেখে।
তারা জেগে ওঠবে
তোমার উষ্ণ ছোঁয়ায়।
নীরা সাদীয়া
শুভ কামনা জানবেন।