★ শুকতারা ★

মণি কাশফিতা ১৪ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ০৫:৪১:৩২অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

 

মনের আকাশ জুড়ে
শুকতারা হয়ে
যুগ যুগান্তর ধরে
তুমি রবে আমার
অন্তরে অন্তরে।

চাঁদ হয়ে জোৎসনা ছড়াও
মনের অন্ধকারে।

সূর্য্য হয়ে জেগে ওঠো
প্রেম অগ্নি নিয়ে।

কখনো বা ঝড়ো হাওয়ায় বয়ে
কালবৈশাখী আনবে নাকো ডেকে।

রংধনুর সাত রঙ্গে
সাজবে তুমি রঙ্গিন করে
রাঙ্গিয়ে দিও তুমি আমায়
ভালবাসার আবির হয়ে।

৭১৭জন ৬১৯জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ