
মনের আকাশ জুড়ে
শুকতারা হয়ে
যুগ যুগান্তর ধরে
তুমি রবে আমার
অন্তরে অন্তরে।
চাঁদ হয়ে জোৎসনা ছড়াও
মনের অন্ধকারে।
সূর্য্য হয়ে জেগে ওঠো
প্রেম অগ্নি নিয়ে।
কখনো বা ঝড়ো হাওয়ায় বয়ে
কালবৈশাখী আনবে নাকো ডেকে।
রংধনুর সাত রঙ্গে
সাজবে তুমি রঙ্গিন করে
রাঙ্গিয়ে দিও তুমি আমায়
ভালবাসার আবির হয়ে।
২৩টি মন্তব্য
কামাল উদ্দিন
ভালোবাসার মানুষেরা এমন হোক এটা আমাদের সবারই প্রত্যাশা………শুভ নববর্ষ
মণি কাশফিতা
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ নববর্ষ।
সুরাইয়া নার্গিস
চমৎকার কবিতা আপু।
ভালোবাসা, ভালো লাগার কথা হৃদয় ছুঁয়ে গেল।
শুভ কামনা রইল।
মণি কাশফিতা
অসংখ্য ধন্যবাদ আপু। ভালবাসা রইলো। শুভ নববর্ষ।
হালিম নজরুল
মনের আশা পূর্ণ হোক।
মণি কাশফিতা
আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার দোয়া কবুল করুক, আমিন।
সুপায়ন বড়ুয়া
চাঁদ হয়ে জোৎসনা ছড়াও
মনের অন্ধকারে।
জোৎসনা আলোয় তোমায় পেয়ে
প্রাণ গেল জুড়ে।
ভাল লাগলো। শুভ নববর্ষ।
মণি কাশফিতা
অসংখ্য ধন্যবাদ দাদা। শুভ নববর্ষ।
সুরাইয়া পারভীন
এ নিয়ে তিনবার পড়া হলো আপনার শুকতারাকে।
নববর্ষের শুভেচ্ছা রইলো আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
মণি কাশফিতা
ভালবাসা রইলো আপু।
সুপর্ণা ফাল্গুনী
“চাঁদ হয়ে জোৎসনা ছড়াও
মনের অন্ধকারে।
সূর্য্য হয়ে জেগে ওঠো
প্রেম অগ্নি নিয়ে।”- খুব ভালো লেগেছে কথা গুলো। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো যেন সব আশা পূরণ হয়
মণি কাশফিতা
অনেক ধন্যবাদ আপ। শুভ কামনা ও ভালবাসা রইলো।
তৌহিদ
বাহ! প্রেমময় আবেগীয় কবিতা ভালো লেগেছে আপু। আপনি নিয়মিত লেখেননা কেন ব্লগে?
পরের লেখা তাড়াতাড়ি দিন।
ভালো থাকবেন। নববর্ষের শুভেচ্ছা রইলো।
মণি কাশফিতা
অনেক ধন্যবাদ ভাইয়া। লিখবো এখন থেকে ইনশাআল্লা।
মণি কাশফিতা
অসংখ্য ধন্যবাদ আপু। ভালবাসা রইলো। শুভ নববর্ষ।
জিসান শা ইকরাম
সুন্দর কবিতা।
আশা পুর্ন হোক।
নববর্ষের শুভেচ্ছা জেনো।
মণি কাশফিতা
ধন্যবাদ ভাইয়া, ভালবাসা অফুরা।
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
অনবদ্য কাব্যকথন।
শুভ নববর্ষ।
শতশত শুভেচ্ছা…
মণি কাশফিতা
অনেক অনেক ভালবাসা রইলো।
নৃ মাসুদ রানা
সূর্য্য হয়ে জেগে ওঠো
প্রেম অগ্নি নিয়ে।
মণি কাশফিতা
অনেক অনেক ভালবাসা রইলো।
রেহানা বীথি
ভালো লাগলো আপনার কবিতা। মনের আকাশে শুকতারা হয়ে জ্বলুক ভালোবাসা।
ভালো থাকবেন সবসময়।
মণি কাশফিতা
অনেক অনেক ভালবাসা রইলো আপু।