
নবীণা,
চারিদিকে লাশের গন্ধ, স্বজনের আহাজারীতে স্থবির হয়ে আছে বিশ্বের জনজীবন । উদ্বেগ আর উৎকন্ঠায় ভীতিস্থ মানবকুল । লাশের সারি ক্রমাগতই বৃদ্ধি পেয়ে বৃহৎ থেকে বৃহৎতর হচ্ছে । সংকীর্ণ হচ্ছে মনের বল, সেবার ব্রত, শশ্রুষার মনোবৃত্তি । সামাজিক দুরত্ব বজায় রাখতে গিয়ে আমরা মানবিক দুরত্বে অবস্থান নিয়েছি । বৈশ্বিক সংকটে তুমিও অনেকটা কাতর হয়ে উঠেছো । পথের দুরত্ব থেকে মনের দুরত্বটাই বাড়িয়ে নিয়েছো বেশ । ভালবাসার আদলে, সংকট কালে, কাছে এসে পাশে থেকে জীবনের প্রাপ্তি গুলোর ছোঁয়া পেতে অভিলাষ টুকু পোষণ করোনি । বৈশ্বিক ক্রান্তিতে মনের ও ক্রান্তি প্রবাহ বিরাজ করবে, তা বিশ্বের কোন আবহাওয়া অফিস ই বার্তা নিবেদন করেনি । অবুও আশায় থাকি, প্রহর গুনে গুনে, ইতিবাচক স্বপ্ন বুনি বৈশ্বিক ও মনের সংকট দূরিকরণে । যতই সময় যায়, বুকের নিঃশ্বাস ভারী হয়ে উঠে, মৃতের খতিয়ানে সহস্রের অংক বাড়ে, আক্রান্তে কোঠায় লাখ ছাড়িয়ে যায় রাত প্রহরে।
ক্লান্ত হয়ে পড়ি, প্রিয় স্বজনদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া চিত্র দেখে, । সামাজিক দূরত্ব থেকে কিভাবে সম্পর্কের দূরত্বে চলে যায়, প্রিয় সেই মুখ গুলো । বিশ্ব নিখিলে করোনাই জানান দিয়ে গেলো, এক ঈশ্বর ব্যতিত কেউ কারো নয় ।
তিনি ই একমাত্র সহায় , সৃষ্টি ও পালন কর্তা ।
সৃষ্টি কর্তাই পারেন, করোনা করুণা দান করতে ।
মনের দুরত্ব নয়, সম্পর্কের দুরত্ব নয়, সামাজিক দুরত্ব নয়,
শুধু তিন ফিন শারীরিক দূরত্ব বজায় রেখে নিজেকে সাবধানে, ও নিরাপদে রেখো ।
আজ আর নয় ।
তোমার ই
সেকুল
রচনা কাল ঃ ১২/০৪/২০২০
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ চমৎকার হয়েছে চিঠি। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুক সবাই ঈশ্বরের কাছে এই প্রার্থনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ দিদি,
অনেক শুভ কামনা,
সুস্থ থাকুন, নিরাপদে থাকুন
নুরহোসেন
বৈশ্বিক ক্রান্তিতে মনের ও ক্রান্তি প্রবাহ বিরাজ করবে, তা বিশ্বের কোন আবহাওয়া অফিস ই বার্তা নিবেদন করেনি । অবুও আশায় থাকি, প্রহর গুনে গুনে, ইতিবাচক স্বপ্ন বুনি বৈশ্বিক ও মনের সংকট দূরিকরণে ।
-জ্বী ভাই, যখন আমাদের করার কিছুই থাকেনা তখন আমাদের স্বপ্ন দেখে বাঁচতে হয়।
কামরুল ইসলাম
ধন্যবাদ,
অনেক শুভ কামনা,
হালিম নজরুল
ভাল লিখেছেন ভাই।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
সুরাইয়া পারভীন
এক ঈশ্বর ব্যতিত কেউ কারো নয় ।
তিনি ই একমাত্র সহায় , সৃষ্টি ও পালন কর্তা ।
সৃষ্টি কর্তাই পারেন, করোনা করুণা দান করতে ।
একদম ঠিক বলেছেন।
একমাত্র তিনিই ভরসা আমাদের।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা,
আল্লাহ সহায় হোন ।
ফয়জুল মহী
মুগ্ধকর লিখনশৈলি ।
কামরুল ইসলাম
ধন্যবাদ
তৌহিদ
করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ঘরে থাকার বিকল্প নেই। স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক।
কামরুল ইসলাম
ধন্যবাদ