
আকাশ ভরা জোছনার আলো,
আজ আলোর জোয়ার এসেছে।
দক্ষিনে সুসংবাদবাহী বাতাস বইছে,
পৃথিবী তখনও অনিশ্চয়তার ঘুমে।
রাতের নিস্তব্ধতাকে উপেক্ষা করে,
একটি দুটি নাম না জানা পাখি,
শূন্যে ভেসে বেড়াচ্ছে!
বাড়ির এক কোণে
জরো সরো হয়ে দাড়িয়ে আছে,
অল্পবয়সী চঞ্চলা বালিকারা।
কি যেন দূর্ভাবনায় গুমড়ে আছে,
মুখে টু শব্দটি পর্যন্ত নেই।
মুখের হাসি!
সে তো বহু আগেই বিলীন হয়ে গেছে,
রাক্ষস ক্ষোক্ষসের ভয়ে।
বাড়ির আরেক কোণে,
অপেক্ষার প্রহর গুণছে,
মূর্দা বহনকারী একটি
কাঠের নতুন খাটিয়া!
অত:পর হযরত নামাজে দন্ডায়মান হলেন,
তার পিছনে যুবক হাসান আর হোসেইন।
তারাও আজ নিরব নিশ্চুপ,
নানার কাছে তাদের কোন আবদার নেই,
লাল ঘোড়া আর সবুজ জামার।
জোছনার আলো,
দক্ষিনা বাতাস,
পাখির কলোরব,
আজীবন বহমান থাকবে।
যতদিন পৃথিবী জপবে,
আপন স্রষ্টার নাম তার হৃদয় গহীনে।
২৩টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সব আজ কেমন যেন হয়ে গেল। সবকিছুই ওলোটপালোট। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
মুক্তা মৃণালিনী
অশেষ ধন্যবাদ দিদি। আপনিও ভালো থাকুন। অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
সুরাইয়া পারভীন
একদিন অপেক্ষার অবসান ঘটবে। আড় ভেঙ্গে চঞ্চল বালিকারা বেড়িয়ে পড়বে সবাই নতুন সকালে। নিস্তব্ধতা ভেঙে আবার কলকাকলিতে মুখরিত হবে পৃথিবী।
ভালো লিখেছেন আপু। ভালো থাকুন সুস্থ থাকুন সাবধান থাকুন।
মুক্তা মৃণালিনী
অনেক ধান্যবাদ আপু। তুমিও ভালো থেকো আপু।
হালিম নজরুল
শব্দ ও বাক্যের গাঁথুনি চমৎকার,
সুন্দর কবিতা হোক
মুক্তা মৃণালিনী
অশেষ ধন্যবাদ ভাইয়া।
সঞ্জয় মালাকার
একদিন অপেক্ষার অবসান ঘটবে।
শব্দ ও বাক্যের গাঁথুনি চমৎকার,
শুভ কামনা দিদি।
মুক্তা মৃণালিনী
অশেষ ধন্যবাদ দাদা। ভালো থাকুন।
নীরা সাদীয়া
শেষ অংশে চমক দিলেন। ১মটা পড়ে বোঝাই যায়নি যে শেষে নবী সাঃ চলে আসবেন। অন্য রকম কবিতা।
মুক্তা মৃণালিনী
অনেক ধন্যবাদ আপু।
ফয়জুল মহী
নান্দনিক লেখনী । মানুষ মানুষের জন্য। জয় হবেই মানবতার l
মুক্তা মৃণালিনী
অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন। সুস্থ ও নিরাপদে থাকুন।
ইঞ্জা
চমৎকার এক লেখা দিলেন আপু, বিমোহিত হলাম।
মুক্তা মৃণালিনী
অশেষ ধন্যবাদ ভাইয়া।
ইঞ্জা
শুভেচ্ছা সবসময়
সুপায়ন বড়ুয়া
“বাড়ির আরেক কোণে,
অপেক্ষার প্রহর গুণছে,
মূর্দা বহনকারী একটি
কাঠের নতুন খাটিয়া!”
ভালো লাগলো। শুভ কামনা।
মুক্তা মৃণালিনী
ধন্যবাদ দাদা।
জিসান শা ইকরাম
কবিতা সুন্দর হয়েছে ছোটাপু ,
শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
অসাধারন কবিতা পড়ে মুগ্ধ হলাম আপু।
এস.জেড বাবু
চরম সুন্দর লিখেছেন আপু
///মুখের হাসি!
সে তো বহু আগেই বিলীন হয়ে গেছে,
রাক্ষস ক্ষোক্ষসের ভয়ে।
মুক্তা মৃণালিনী
অনেক ধন্যবাদ ভাইয়া।
তৌহিদ
কবিতার ছন্দে একান্ত অনুভূতি ভালো লেগেছে। স্রষ্টাই শেষ পর্যন্ত সহায়। সবুজ পৃথিবী ধরে রাখতে তিনি নিশ্চই দয়াবান।
ভালো থাকবেন আপু।
মুক্তা মৃণালিনী
ধন্যবাদ ভাইয়া।