
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চীনের উহানের মতো রাজধানীর তেজগাঁওয়ে নিজেদের দুই বিঘা জমির ওপর বড় আকারের একটি হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছিল শিল্প গ্রুপ আকিজ। ৭/৮ দিনের মধ্যেই হাসপাতাল প্রস্তুত করার লক্ষ্যে আমাদের কাজ শুরু হয়েছিল। ইঞ্জিনিয়ার টিম ও আর্কিটেকরা কাজ শুরু করেছিল। হাসপাতালে আইসিইউসহ করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা থাকার কথা। এটি আকিজ গ্রুপের চ্যারিটি কাজের অংশ। চিকিৎসা দেওয়া হবে বিনামূল্যে এমন ঘোষণাও ছিল। কিন্তু কিছু রাজনীতিক ও স্থানীয় পাবলিক তাদের স্থাপনা ভেঙ্গে হাসপাতাল নির্মান বন্ধ করে দেয়। হাসপাতাল হলে আশাপাশে করোনা ছড়িয়ে পড়বে এই হলো তাদের অভিমত। আমি রবিন্দ্রনাথের কবিতার ভাষায় বলিঃ- “রেখেছ বাঙালী করে মানুষ করোনি”
বেতনের অর্ধেক টাকা করোনা তহবিলে দান করেছে জাতীয় দলের ক্রিকেটারা। ডেইলি স্টার, সমকাল “মিশন সেইভ বাংলাদেশ” ব্যানারে সুবিধা বঞ্চিত মানুষদের সাহায্য করতে কাজে নেমেছে, তাদের সাথে যোগ দিয়েছে সাকিবের ফাউন্ডেশনল। নিজস্ব তহবিল থেকে প্রায় বারশো দরিদ্র পরিবারকে খাদ্যের যোগান দিচ্ছে মাশরাফি। ব্যারিস্টার সুমন নিজের গাড়ি এলাকার হাসপাতালে কাজে ব্যবহারের জন্য দিয়েছে। অনেক বাড়িওয়ালা তাদের বাড়ি বাড়া মওকুফ কিংবা অর্ধেক করে দিয়াছে। হিরো আলম নিজ এলাকায় ত্রাণ দিচ্ছে। এলাকায় অনেকে জীবাণুনাশক ওষুধ ছিটাচ্ছে নিজ দায়িত্বে। আমি টিভিতে দেখেছি বঙ্গবন্ধু যেদিন স্বদের প্রত্যাবর্তন করেছিলেন সেদিনের জনসমুদ্রে তিনি কাঁদতে কাঁদতে রবিন্দ্রনাথের কবিতার উদ্ধৃতি করে বলেছিলেন, “সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে, মানুষ কর নি” কিন্তু আমার বাঙালি আজ মানুষ……….
জাতির এই দুঃসময়ে আসুন আমরা সবাই মানুষ হই, পাশের বাড়ির মানুষটির খোঁজ খবর নেই। সারা মাসের বাজার করে একা খাওয়াটা মানুষের কাজ হতে পারে না।
২১টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
ঘটনাটা টক অব দা কান্ট্রি ছিল।
যেমন ছিল দিয়া বাড়িতে কোয়ারাইন্টান করতে বাধা দেয়া টা।
সুখবর হচ্ছে অবশেষে সেখানে হাসপাতাল হচ্ছে
শুভ কামনা। ভাল থাকবেন।
কামাল উদ্দিন
যদি হয় তাহলে অবশ্যই ভালো খবর, শুভ কামনা জানবেন দাদা।
সুপায়ন বড়ুয়া
যদি হয় না, সত্যি ভাইজান,
আমার “আসুন নামি যুদ্ধে করোনার বিরুদ্বে” সব আছে কে কি করছে জানতে পারবেন।
মন্তব্য করেন।
ভাল থাকবেন। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আমার জানা মতে এখন সেখানে হাস্পাতাল হচ্ছে, আর জায়গাটি আকিজ গ্রুপের কিন্তু হাসপাতাল তৈরি
করে কাজ করবে গনস্বাস্থ, আসলে হুজুক প্রিয় জাতি কখন যে কী করে বসি নিজেরাও জানি না।
অনেকেই এগিয়ে এসেছে জাতোয় দুর্দিনে। ভাল থাকবেন।
লেখা চালু রাখতে হবে।
কামাল উদ্দিন
সত্যি বলতে কি বড় ভাই। আমি জীবনেও এতো লেখা লেখিনি। যা কিছু লেখার চেষ্টা করছি ভ্রমণ আর ছবি নিয়েই। এবারই চেষ্টা করে যাচ্ছি কিছুটা সমসাময়িক লেখা (আসলে অ-লেখা) লেখতে…….শুভ কামনা সব সময়।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আরো অনেক লেখা চাই। এখন ঘরে বন্দী নতুন অতিথি নিয়ে ও লিখুন। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
কামাল উদ্দিন
চেষ্টা করবো আপু, ধন্যবাদ।
ইসিয়াক
আপনার বর্তমান পোষ্ট গুলো পড়তে খুব ভালো লাগছে কামাল ভাই।
আরো লেখা চাই ..
শুভকামনা।
কামাল উদ্দিন
ধন্যবাদ ভাই, চেষ্টা থাকবে।
তৌহিদ
জাতির এই দুঃসময়ে আসুন আমরা সবাই মানুষ হই, পাশের বাড়ির মানুষটির খোঁজ খবর নেই। সারা মাসের বাজার করে একা খাওয়াটা মানুষের কাজ হতে পারে না…. এর বাইরে আর কিছুই নেই। আমাদের এখন সম্মিলিত ভাবে এগিয়ে যেতে হবে।
সবার বোধদয় হোক। সুন্দর লিখেছেন ভাই।
কামাল উদ্দিন
আমিও তাই বলি, আমাদের সবার বোধদয় হোক।
জিসান শা ইকরাম
ভাংচুর করে হাসপাতালের কাজ বন্ধ করা হয়েছে জেনে খুবই হতাশ হয়েছিলাম।
শিক্ষার হার যতই বৃদ্ধি পাক, আমরা আসলে মানুষই হতে পারব কিনা সন্দেহ আছে।
বিপরীত দিকে কিছু সাহায্য সহযোগিতার খবরে আশায় থাকি শুভ ক্ষণের।
ভালো লিখেছেন,
শুভ কামনা।
কামাল উদ্দিন
সবই হুজুগ, চিলের পেছনে দৌড়াই কানে হাত না দিয়াই। আর এর ফায়দা লুটে সুযোগ সন্ধ্যানি কিছু লোক….শুভ ামনা জানবেন ইকরাম ভাই।
এস.জেড বাবু
চরম সত্য একটা পোষ্ট লিখেছেন কামাল ভাই।
সালাম।
প্রশ্ন আছে- ( কৌতুহল)
ক্রিকেটারগণ তাদের বেতনের অর্ধেক দিয়েছে
মাসের না বছরের ? খোলাশা হয়নি।
সময় উপযোগি লিখা-
এ পর্যায়ে সরকার জেলাভিত্তিক একটি করে হাসপাতাল করোনা চিকিৎসার জন্য নির্ধারিত করতে পারেন। উপজেলা পর্যায়ে রোগ সনাক্ত করে শিউর হলে, জেলা পর্যায়ে চিকিৎসা দেয়া হলে ভালো হতো।
এজন্য স্বেচ্ছায় কাজ করতে ইচ্ছুক ডাক্তারদের সকল প্রকার সঠিক/ বিশ্বাস যোগ্য নিরাপত্তা দিয়ে একমাত্র সরকারই ওদের উদ্বুদ্ধ করতে পারে।
শুভেচ্ছা ভাই
কামাল উদ্দিন
যতদূর জেনেছি মাসের অর্ধেক বেতন দিয়াছে। বছরের অর্ধেক বেতন দিলে তো বলা হতো ছয় মাসের বেতন দিয়া দিয়াছে……ভালো থাকবেন বাবু ভাই।
এস.জেড বাবু
এটাই বা কম কিসে
অনেক বড় মনের পরিচয় দিয়েছে শুরুতেই।
আল্লাহ না করুক পরবর্তিতে প্রয়োজনে আবারও ওরা দিবে।
ধন্যবাদ ভাই
কামাল উদ্দিন
আপনার জন্য শুভ কামনা সব সময়
হালিম নজরুল
আমাদের মনেপ্রাণে মানুষ হওয়াটা খুব জরুরী
কামাল উদ্দিন
হুমম, আমিও তাই বলি নজরুল ভাই।
সুরাইয়া পারভীন
হুম হয়তো আমরা কতিপয় কিছু বাঙালিরা মানুষ হয়েছি।
চমৎকার লিখেছেন।
কামাল উদ্দিন
কোথায় আর হতে পেরেছি আপু, এই দুঃসময়েই আমরা ত্রাণ লোপাট করেই চলেছি