
ডিসপেনসারির মালিক আমার সাথে হাত মেলাতে চাইল, গ্রামের ভাষায় ওদেরকে আমরা ডাক্তার বলেই ডাকি। আমি বললাম ডাক্তার আপাতত হাত মেলানো যাবে না। সে তার সুরমা মাখা চোখ তুলে আমার দিকে গভীরভাবে তাকিয়ে বললো আল্লাহকে ভয় করো, করোনাকে নয়। আমি বললাম তাহলে তো তোমার না খেয়ে থাকতে হবে, সবাই যদি আল্লাহকে ভয় করে মসজিদে গিয়ে আল্লাহর কাছেই সব সমাধান নিয়ে আসে তাহলে তুমি কাকে বলবা প্যারাসিটামল দুই বেলা। ডাক্তার তার বড় সুন্নতি চুলগুলো কানের পেছনে গুটিয়ে আরো কিছু বলতে চাইল, কিন্তু আমি পা চালালাম উল্টো দিকে।
তিনশত পঞ্চাশ টাকার এক প্যাকেট হ্যান্ড গ্লাভস্ গত সপ্তায় কিনেছিলাম পাঁচশত টাকায়। ওগুলো শেষ হয়ে যাওয়ার পর আবার কিনতে গিয়ে ভালোই হোচট খেলাম। ওর কাছে নাই, কিন্তু অন্য একটা ঠিকানা বলে জানিয়ে দিলো দাম পড়বে তেরশত টাকা। আর হেক্সিসল তো কোথাও পেলামই না। ভেবে দেখলাম করোনা সবার জন্য খারাপ খবর নিয়ে আসেনি।
২১টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, জবাব টা দারুণ দিয়েছেন। আমাদের দেশে এমন প্যারাসিটামলের ডাক্তারদের অভাব নেই। তারা ওষুধ বিক্রি করবে সাথে থানকুনি পাতার আঁটি কোথায় বিক্রি হয় তাও জানিয়ে দিবে।
করোনা কিন্তু আসলেই খারাপ খবর আনেনি, আপনার প্রতিদিনের পোস্ট লেখার সুযোগও করে দিয়েছে কামাল ভাই 🙂
শুভ কামনা 🌹🌹
কামাল উদ্দিন
ঠিক বলেছেন আপু, জাতির এই দুঃসময়ে আমার ভ্রমণ পোষ্টগুলো স্থগিত রেখে প্রতিদিনের বাস্তবতা নিয়ে কিছু লিখার চেষ্টা করছি……শুভ কামনা জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
দারুন লাগলো। এসব দুপাতা ওষুধের নাম মুখস্থ রাখা ডাক্তার রা খুব ডাক্তারি দেখায় আবার আল্লাহর ভয় ও দেখায় যেন ওষুধ না খেয়ে আল্লাহকে ডাকি। উভয় সংকটে পড়ে যাই এদের কাছে গেলে। হা হা হা। ধন্যবাদ ভাইয়া
কামাল উদ্দিন
নিজেকে খুব জ্ঞাণী গুণী ভাবে ওরা……শুভ কামনা জানবেন আপু।
ছাইরাছ হেলাল
ভালোই চান্স নিচ্ছেন, নিয়মিত লিখে হাত পাকিয়ে ফেলতেছেন।
আহা কোয়ারেন্টাইন, দুষ্ট-বাতাস কোথাও কোথাও।
কামাল উদ্দিন
হুমম, সুকুমার রায়ের কবিতায় যেন পড়েছিলাম
“হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে
জেঠামিতে পাকা ছেলে বেশী কথা কয় সে।”
ছাইরাছ হেলাল
হবে হবে!!! হচ্ছে হচ্ছে!!
কামাল উদ্দিন
হচ্ছেই তো, চুলে যথেষ্ট পরিমানে পাক ধরেছে 🙂
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন
করোনা সবার জন্য খারাপ খবর নিয়ে আসেনি।
সুবিধাভোগীরা বসে নাই
সচল চ্যানেল গুলো স্যাটালাইট ফি মওকুপ চায়।
বুঝেন ঠেলা।
শুভ কামনা।
কামাল উদ্দিন
করোনা থেকে অসুবিদা ছাড়া আর কিছুই পেলাম না, এমন কি আমি মহা অসুবিধায় পতিত হওয়ার শংকায় আছি দাদা।
সুপায়ন বড়ুয়া
মহা আশংকা মোকাবেলা করেই এগিয়ে যাব
এই কামনা। ভাল থাকবেন।
হালিম নজরুল
না জানি কবে পরিত্রান পাব।
কামাল উদ্দিন
হুমম, আমাদের তো করার কিছুই নাই শুধু সাবধানে থাকা ছাড়া।
ফয়জুল মহী
মরণের স্বাধীনতা চাই।
কামাল উদ্দিন
বলেন কি ভাই? সেটা কিভাবে চান!!
সুরাইয়া পারভীন
মোক্ষম জবাব।সত্যিই করোনা সবার জন্য দুঃসংবাদ নয় স্বার্থলোভী মানুষদের জন্য সুসংবাদ। হায়রে বাঙালি
কামাল উদ্দিন
আমরা ইদানিং খুবই সুযোগ সন্ধানী হয়ে পড়েছি, মানবতা আমাদের মধ্যে খুব কমই এখন দেখা যায়……ভালো থাকবেন আপু।
জিসান শা ইকরাম
আল্লাহকে ভয় করো, করোনাকে নয়। এই চিন্তা থেকেই দেশের ওলামা সমাজ বর্তমানে মসজিদে নামাজিদের অনুৎসাহী করতে রাজি হননি।
করোনা অনেকের আয়কে কয়েকগুন বৃদ্ধি করে দিয়েছে।
ভালোই লিখছেন।
শুভ কামনা।
কামাল উদ্দিন
হুমম, আমাদের মসজিদে মুসুল্লী এখন আগের চেয়ে অনেক বেড়ে গেছে। প্রথমত ছুটির কারণে লোকজন বাড়িতেই অবসর থাকছে, দ্বিতৃয়ত হুজুরদের প্ররোচনা হলো সবাই মিলে তওবা করতে হবে নামাজ পড়তে হবে। জামাতে নামাজের ছাওয়াব তো আর বাড়িতে পাওয়া যায় না।
এস.জেড বাবু
আল্লাহ কে ভয় করতে বলে আবার গ্লভস্ এর দাম বাড়তি রাখে
ভয় পাওয়া উচিত কার !
আমরা নিয়ম মেনে চলবো
শেষ রক্ষা আল্লাহ ই করবেন।
কামাল উদ্দিন
ওটাই তো বলতে চাই ভাইজান। সব সময় সব কথা বলা হয়ে উঠে না।