
পাগলনীটা মায়ের বাপের বাড়ির দূর সম্পর্কের আত্মীয় হয়। সৃষ্টি কর্তার প্রতি তার ক্ষোভ অনেক বেশী। সাইজে একটু ছোট বলে ওকে আমি আক্ষেপ করে বলতে দেখেছি মাটি যদি এতোই কম ছিলো আমাকে বানানোর দরকাটা কি ছিল। দেশের রাজনিতি সম্পর্কে জ্ঞান তার টনটনা। কখনো আসলে ওকে রাজনীতির খোচা দিলে মনে হয় আমিই বরং মুর্খ। অনেক দিন পর করোনা ছুটির দ্বিতীয় দিন ২৭ তারিখে আমাদের বাড়িতে এসে উপস্থিত। করোনা ভাইরাস যে গরিবদেরকে মেরে ফেলার জন্য আল্লাহর বিশেষ মতলব এটা তার কাছ থেকেই আমি জানতে পেরেছি। সে আমাদের বাড়িতে আসার পরই সবাই তো হায় হায় করে উঠলো, কোন ঘরে ঢুকার অনুমতি না পেয়ে বাহির থেকেই কিছু টাকা পয়সা নিয়ে খোদার চৌদ্দগুষ্টি উদ্ধার করতে করতে চলে গেল।
নাতনীর বয়স মাত্র চার দিন হলো। দেশে লক ডাউন নিয়ে সে জন্মগ্রহণ করেছে, এখনো ওর নাম রাখা হয়নি। তবে একেকজন একেক নাম নিয়ে দরবারে হাজির হচ্ছে। আমি ভাবছি লক ডাউন নামটাই রেখে দিলে কেমন হয়? আচ্ছা লক ডাউন শব্দটা কি পুংলিঙ্গ না স্ত্রীলিংগ? নাতনীর জন্য প্রয়োজনীয় কিছু জিনিসের ফর্দ হাতে ধরিয়ে ঘর থেকে বের করে দিয়েছে নাতনীর দাদী। কি আর উপায়? দেখেনই তো চারিদিকে মহিলাদের জয়জয়কার। মহিলারা আজকাল বৃদ্ধদেরও কান ধরে উঠবস করায় অথবা গভীর রাতে মোবাইল কোর্ট বসিয়ে সাংবাদিকদেরও কারাদন্ড দিয়ে দেয়। তো বেড়িয়ে পড়লাম করোনার ভয় ত্যাগ করে…….
২৫টি মন্তব্য
ইসিয়াক
দেখো আবার এমন কিছু করোনা নিজেই অপমানিত হও পাছে
*********************************************************
ইসিয়াক
******************************************************
লোকটি দুঃখী, হত দরিদ্র,
ঠিকমতো নাই চালচুলো।
অভাবে অনটনে কোনরকমে কাটে
গ্রীষ্ম, বর্ষা, শীতগুলো।
দরিদ্র লোকটি বোঝে না সবটুকু,
বোঝে সংসারের জ্বালা।
পেটের দায়ে পথে নামে,
নিয়ে তোমাদের অবহেলা।
তোমরা তো সুধীজন, বিবেকবান,
বোঝো কি দুঃখীর ব্যাথা।
দুঃখীরে তোমরা অপমানিত করো,
করো রস রসিকতা।
ভেবেছো কি এমন যদি হতো,
দুঃখীর স্থানে তোমার পিতা।
তখনও কি তুমি করতে এমন,
নিদারুণ রসিকতা।
দুঃখী তো বোঝে না ভাইরাস কি,
করোনা কোন সে জাতের বিষ।
না হয় তারে তুমি বুঝিয়ে দিতে,
এমন গ্লানি কেন তারে দিস!
দরিদ্ররাও মানুষ, মানুষের মর্যাদা,
দাবী রাখে তোমাদের কাছে।
দেখো আবার এমন কিছু করোনা
নিজেই অপমানিত হও পাছে।
কামাল উদ্দিন
সুন্দর লিখেছেন ভাই। বিবেক যাদের থাকেনা তাদের দ্বারা সব কিছুই সম্ভব……..শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
নাতনিটা ভাল থাক। সাথে আপনি ও
খুশীর দিনে দাম্ভীক মহিলার কথা নাই ভাবলাম।
শুভ কামনা।
কামাল উদ্দিন
ওকে নিয়ে বাড়ির ভেতরের সময়গুলো আমার বেশ কেটে যায় দাদা, ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
আপাতত নাতনীর দাদীকে রাগানো যাবেনা।কারন নাতনী হওয়ার আনন্দে আত্মহারা করোনাকে পাত্তা দিবে না এটাই স্বাভাবিক। ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নিয়ে
কামাল উদ্দিন
আপনি ঠিক ধরেছেন আপু, আমিও তাই ভদ্র ভাবেই থাকার চেষ্টা করি……শুভ কামনা জানবেন।
তৌহিদ
করোনা আতঙ্ক থাকলেও জরুরি প্রয়োজনে বের হতেই হবে। তবে প্রশাসনের লোকদের বাড়াবাড়ি অসহু লাগছে। কতকক্ষেত্রে সীমা ছাড়িয়ে যাচ্ছে। এসব দেখে লজ্জিত হতে হয়।
নাতনীর নাম প্রেরণা রাখতে পারেন। এই বিষন্ন সময়ে হাসিমাখা আলোকিত নিষ্পাপ মুখ আপনাদের জন্য বেঁচে থাকার প্রেরণাই নিয়ে এসেছেতো!!
ভালো থাকবেন ভাই।
কামাল উদ্দিন
সুন্দর একটা নাম দিয়াছেন ভাই। দরবারে উপস্থিত করে দেখি যদি লটারীতে লাইগা যায়।
তৌহিদ
আলহামদুলিল্লাহ!!
ফয়জুল মহী
দেশে ভাইরাসে আক্রান্ত রোগী ও মৃতের সঠিক সংখ্যা রাষ্ট এবং আল্লাহ জানে । তাই সাবধান থাকুন। ধর্য্য ধারণ করুণ পারলে আপনার পাশের অসহায়কে মানবতার হাত প্রসারিত করুণ।
কামাল উদ্দিন
হুমম, এখন আমাদের সবারই গরীব মানুষদের প্রতি সহায়তা দরকার।
সুরাইয়া নার্গিস
চমৎকার একটা লেখা পড়লাম, আপনার নাতনীর জন্য দোয়া রইল ভালো মানুষ হওক।
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, ভালো থাকুন সব সময়।
ছাইরাছ হেলাল
করোনা আপনার জন্য আশীর্বাদ বলেই মনে হচ্ছে।
কেটে যাক রূঢ় সময় নবজাতকের হাত ধরে
প্রকৃতির অপার বিস্ময়ে, ভালোবাসায়।
কামাল উদ্দিন
আশির্বাদ না ভাই। ব্যবসায়িক ভাবে আমি বিপর্যয়ের মুখোমুখি। খুব টেনশনে আছি।
এস.জেড বাবু
এমন ইংরেজি নামের দরকার নাই-
সুন্দর নাম চাই।
আপনার দিনকাল তো ভালই চলছে-
বাইরে সাবধানে যাবেন, মাস্ক/ গ্লভস্ সাথে নিয়ে যাবেন,
বাইরে থেকে এসে সোজা বাথরুমে-
একটা কাপড় ও যেন বাদ না পড়ে।
পারলে মোবাইল- মানিব্যাগ মুছে নিয়েন, কি সুন্দর রোদ- শুকিয়ে যাবে।
ভালো থাকবেন ভাই।
কামাল উদ্দিন
দিনকাল এখন কারোরই ভালো বলে মনে হচ্ছে না ভাই। সবাই আমরা বিপদগ্রস্থ।
এস.জেড বাবু
বিপদের মধ্যে যতটা ভাল থাকা যায়-
আলহামদুলিল্লাহ-
মানষিক শক্তি রক্ষা করা মানেই এই আপদকালীন সময়ে ভালো থাকা।
সবার জন্য দোয়া করবেন ভাইজান-
কামাল উদ্দিন
ধন্যবাদ বাবু ভাই, আপনার জন্যও শুভ কামনা সব সময়।
হালিম নজরুল
লক ডাউন নামটা আমার পছন্দ। একটা ইতিহাস হোক।
কামাল উদ্দিন
হে হে হে, কম খারাপ বলেন নি নজরুল ভাই
জিসান শা ইকরাম
পাগলরাও অনেক সময় হঠাৎ করে অতি বাস্তব কথা বলে ফেলে।
নাম বিরম্বনায় পড়েছেন তাহলে !
করোনা সময় ভাল কাঠুক।
কামাল উদ্দিন
আমি একটা কথা সব সময় বলি যে টাকা চিনে সে কখনো পাগল হতে পারে না, আমার পাগল টাকা চিনে…….শুভ কামনা জানবেন ভাইজান।
সুরাইয়া পারভীন
উচ্চপদস্থ কর্মকর্তাদের এমন আচরণ সত্যিই মর্মাহিত করে। নাতনির জন্য রইলো অনেক শুভকামনা
কামাল উদ্দিন
ওনার ভালো একটা বিচার হওয়া উচিৎ