
* আমরা কি ভেবেছি, কোভিড ১৯ নামক ভাইরাস নামটি শুনবো?
* আমরা কি ভেবেছি, এই ভাইরাস সারা বিশ্বকে স্তমিত করে দিবে?
* আমরা কি ভেবেছি, বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা করোনার ভেসকিন আবিস্কারে সময় নিবে?
* আমরা কি ভেবেছি, করোনা আক্রান্ত কোন রোগীকে চিকিৎসা সেবা দিতে ডাক্তাররা ভীত সন্ত্রস্ত হবে?
* আমরা কি ভেবেছি, যে চিকিৎসক রোগের চিকিৎসা করবেন তিনি নিজেই সেই রোগের মৃত্যুর কারন হবেন?
* আমরা কি ভেবেছি, উন্নত দেশগুলির জনগন করোনার ভয়ে সকল কর্মকান্ড গুটিয়ে নিবে? রাষ্ট্রপ্রধান থেকে শুরু কর সাধারন জনগণ ঘরে বন্দী হয়ে থাকবে?
* আমরা কি ভেবেছি, কোয়ারেন্টাইন ও আইসোলেশন শব্দটির সাথে পরিচিত হবো?
* আমরা কি ভেবেছি, সকল অঙ্গ প্রতঙ্গ সচল থাকার পরও হুইল চেয়ারের মতন জীবন যাপন করতে হবে?
* আমরা কি ভেবেছি, বিশ্বের ব্যাস্ততম ও যান ঠাসা নগরীগুলো জনশূণ্য হয়ে পড়বে?
* আমরা কি ভেবেছি, নিজের আত্মীয়-স্বজন ও ভাই-বোন থেকে দূরে থাকবো? ইচ্ছা থাকা সত্ত্বেও সমানে বসিয়ে একমুঠো ভাত দিতে পারবো না?
* আমরা কি ভেবেছি, গরুর মুখের ঠোয়ার মতন মাস্ক পড়ে ঘর থেকে বের হবো? হ্যান্ড সেনিটাইজার নামক রাসায়নিক দ্রব্যের জন্য অতিরিক্ত টাকা খরচ করবো?
* আমরা কি ভেবেছি, হাতে প্রচুর টাকা থাকা সত্ত্বেও ছুটির দিনগুলিতে নামকরা রেস্তরায় খেতে যেতে পারবো না?
* আমরা কি ভেবেছি, করোনায় মৃত ব্যাক্তির সৎকার্যের জন্য আপন ভাই,ছেলে বা বাবা তার পাশে থাকবে না?
* আমরা কি ভেবেছি, ঘরের কাজের বুয়া ছাড়া নিজেরাই কাজ করবো?
* আমরা কি ভেবেছি, ২৪ ঘন্টা পরিবারের সাথে থাকবো? এ ঘন্টার জন্যও বিচ্ছিন্ন হবো না?
* আমরা কি ভেবেছি, পৃথিবী থেকে বিদায় না নেবার জন্য বার বার সাবান দিয়ে হাত ধৌত করবো?
এমন অনেক ভাবনাই আছে যা আমরা কোনদিন ভাবিনি। করোনা যে শিক্ষা আমাদের দিয়ে যাবে তা যেন, করোনা পরবর্তী সময়ে এই
অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেরা সংশোধন হতে পারি। করোনা যেন সুন্দর জীবন ও সহানুভুতির একটি ম্যাসেজ হয়ে থাকে বিশ্বের বুকে।
২১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন ভাইয়া। এই শিক্ষায় আমরা যেন অভ্যস্ত থাকি আমৃত্যু। তাতেই আমাদের মঙ্গল, বিশ্বের মঙ্গল। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
শামীম চৌধুরী
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে করোনার প্রভাব চলে যাবার পর আমরা সব ভুলে যাবো আপু।
এস.জেড বাবু
কোটি কোটি এমন প্রশ্ন আছে / আসবে যা আমরা কখনো ভাবিনি- ভাববার প্রয়োজন হয়নি।
সময়ের ব্যাবধানে আজ যেসব শব্দ শুনছি / যে অকাল দেখছি / যে দুশ্চিন্তায় আছি তার কোনটাই কোনদিন ভাবিনাই।
পরিচ্ছন্ন থাকা / বিধাতার কাছে পরিত্রান চাওয়া এই দুটো জিনিষ কে আমরা অভ্যাসে পরিণত করতে পারি।
হয়ত বদলে যাবে আসছে আগামীর পরিবেশ।
চমৎকার লিখেছেন।
শামীম চৌধুরী
ধন্যবাদ বাবু ভাই।
সুপায়ন বড়ুয়া
এমন অনেক ভাবনা
থেকে যায় অজানা
সময়ের সাথে আজ
ভাল কিছু হোক না।
তাই হোক বন্ধু
এই শুধু কামনা।
শামীম চৌধুরী
তাই হোক বন্ধু
সবার হোক এই শুধু কামনা।
হালিম নজরুল
এমন অনেক ভাবনাই আছে যা আমরা কোনদিন ভাবিনি। করোনা যে শিক্ষা আমাদের দিয়ে যাবে তা যেন, করোনা পরবর্তী সময়ে এই
অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেরা সংশোধন হতে পারি।
————ভাল লাগল ভাই।
শামীম চৌধুরী
অতীত থেকে শিক্ষা নিলেই আগামীতে কোন বিপদ আমাদের কাবু করতে পারবে না।
সুরাইয়া পারভীন
আমরা যা ভাবতে পারি না সৃষ্টিকর্তা তা ঘটিয়ে তাঁর বান্দা-বান্দীদের সঠিক পথে ফিরাতে পারেন। তিনি চাইলে মেরেও বাঁচিয়ে রাখতে পারেন তাঁর সমস্ত সৃষ্টিকে।
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
শামীম চৌধুরী
ভালো থাকুক পুরা বিশ্ব।
ছাইরাছ হেলাল
আসলে আমাদের ভাবনার তোয়াক্কা ঈশ্বর করে না,
তবে এ থেকে আমাদের শিক্ষা আমরা যেন ভুলে না যাই।
অনেকদিন পর আপনাকে পেয়ে ভালো লাগলো।
ভাল থাকুন, নিরাপদে থাকুন।
শামীম চৌধুরী
আপনিও ভালো থাকুন নিরাপদে থাকুন। সবাই যেন করোন থেকে মুক্ত থাকে এই দোয়াই করি।
তৌহিদ
আপনার ব্যতিক্রমী লেখাটি মুগ্ধ করলো ভাই। করোনা আমাদের শিখিয়ে দিয়ে গেলো অনেক কিছুই। মানবতার ছায়াতলে মানুষকে শিখিয়ে দিলো জীবন ধারনের মূলমন্ত্র।
ভালো থাকবেন ভাই।
শামীম চৌধুরী
তোমরাও ভাালো থেকো। নিরাপদে থাকো। আর যেন ঘরে ঢুকতে হলে ভাবী দুর থেকে পানির পাত্র না এনে দেন। মা যেন খাবারের আগে না বলেন নামাজটা পড়ে নে বাবা। আল্লাহকে ডাক। আল্লাহকে অবশ্যই আমরা স্মরন করবো যা আল্লাহর হুকুম।
তৌহিদ
আপনিও ভালো থাকবেন ভাইজান।
জিসান শা ইকরাম
এসব আমরা ভাবিনি কখনো।
অতি ব্যাস্ত মানুষও আজ ব্যাস্ততা ভুলে বাসায় আশ্রয় নিয়েছে।
করোনার এই অভিজ্ঞতা পরবর্তি সময়ে কাজে লাগান যায়।
বুয়ার উপর নির্ভরতা কমান যায় আসলে।
পারিবারিক বন্ধন এমনি রাখা যায়।
ভাল থাকুন প্রিয় ভাই।
শামীম চৌধুরী
আপনিও সুস্থ্য থাকুন নিরাপদে থাকুন। করোনা মুক্ত যেন আমরা সবাই থাকি। এই দোয়াই করি।
ফয়জুল মহী
সাবধান থাকবেন। গুজব এড়িয়ে চলবেন। ধর্মকর্ম পালন করেন। ভালোবাসা রহিল আপনার প্রতি এবং আপনার পরিবারের প্রতি। আল্লাহর পর রাষ্টই আমাদের অভিভাবক । ভয় পাবেন না।
শামীম চৌধুরী
ঈমান ও আমল সঠিক থাকলে ভয় পাবার কোন কারনই নেই আামদের।
সুরাইয়া নার্গিস
সুন্দর পোষ্ট।
আল্লাহ্ পৃথিবীর সকল মানুষকে করোনা থেকে রক্ষা করুন।
শামীম চৌধুরী
আমীন।