
দেশে যখন করোনা রোগে
নেমেছে দুর্যোগ ।
স্বার্থান্বেষীরা মনের সুখে
নিচ্ছে সে সুযোগ ।
সুযোগ বুঝে করছে মজুদ
যত পুঁজিবাদী ।
লক ডাউনের দুর্ভোগে পড়ে
কাঁদছে অনাবাদী ।
ধর্মান্ধরা সব ইচ্ছে মতো
ছাড়ছে ধর্ম বোল।
আমজনতা বাজাচ্ছে সব
শঙ্খ কাশি ঢোল ।
দেশবাসী সব নবাবজাদা
থাকছে উদাসীন।
ছোট্ট দেশের করছে তারা
ক্ষতি সীমাহীন ।
প্রতিদিন বাড়ছে কেবল
সংক্রমণের হার।
মহামারি নামলে পরে
পাবেনা নিস্তার।
সবাই কেন একটুখানি
হইনা সচেতন ।
গৃহবন্দী থাকবো ঘরে
এই করিনা পণ ।
নিজের সচেতন নিজে যদি
একবার হতে পারি।
থেমে যাবে করোনা ভাইরাস
হবেনা মহামারী।
প্রতিরোধ করতে হবে, নাই যার প্রতিকার।
কাঁধে কাঁধ মিলিয়ে বাঁধ
গড়ি করোনার।
১৫টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
নিজেকে নিজেই বাঁচাতে হবে এই মরনব্যাধী থেকে। ধন্যবাদ আপনাকে শুভ কামনা রইলো
নিরব সাগর
নিজেকে নিজে বাঁচাতে পারলেই অন্যজন বেঁচে যাবে।
সুপায়ন বড়ুয়া
“দেশে যখন করোনা রোগে
নেমেছে দুর্যোগ ।
স্বার্থান্বেষীরা মনের সুখে
নিচ্ছে সে সুযোগ ।”
ওদের রাখুন চিনে।
করোনা যাতে না আঘাত হানে।
সচেতনাতার বিকল্প নাই। শুভ কামনা।
নিরব সাগর
শুভ কামনা রএলো আপনার প্রতিও।
সাবিনা ইয়াসমিন
ব্যক্তিগত সচেতনতাই একমাত্র প্রতিকার। নিজে সচেতন হওয়ার পাশাপাশি বাকিদেরও উদ্বুদ্ধ করি।
শুভ কামনা 🌹🌹
নিরব সাগর
সবাই সচেতন হই
জিসান শা ইকরাম
যে যেমন পারছে সুযোগ নিচ্ছে।
সংকট এর সময় এরা সুযোগ নেয়।
নিরব সাগর
আমার পোষ্ট এতোক্ষণ পর্যবেক্ষনে রাখা হলো কেন বুঝলাম না।
সাবিনা ইয়াসমিন
আগের লেখাটি চব্বিশ ঘন্টার আগেই প্রকাশিত করেছিলেন। একারণে মডারেটর লেখাটিকে পর্যবেক্ষণে নিয়েছেন। চব্বিশ ব্লগের নীতিমালা অনুযায়ী চব্বিশ ঘণ্টা পরপর পোস্ট দিতে হয় 🙂
নিরব সাগর
মোটেই তা ছিলনা প্রিয় , আমার আগের পোষ্ট থেকে এই পোষ্টের ব্যাপ্তিকাল ২৪ঘন্টার বেশি ছিল।
নিরব সাগর
সমাজের কীট এরা
ফয়জুল মহী
ভালো লাগলো
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
হালিম নজরুল
প্রতিদিন বাড়ছে কেবল
সংক্রমণের হার।
মহামারি নামলে পরে
পাবেনা নিস্তার।
নিরব সাগর
কোন রক্ষা নেই