মহা সংকট

আতা স্বপন ২৩ মার্চ ২০২০, সোমবার, ১০:৩৫:১১পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

ঘোর অমানিষার নির্মম হানা
অসহায় অস্থির কষ্টের প্রহর
স্রষ্টার রহস্যময় জটিল ইমতেহান।

অস্থির অনাহুত সমস্যার জট
ক্ষনে ক্ষনে হতাশায় নিমজ্জিত অধর
তরপ্রবন দূর্বল পাপিষ্ঠ হয়রান পেরেশান।

খন্ড খন্ড পাপরাশীর বিক্রিয়ায়
অতিকায় বিস্ফোরণ
তেজসকৃয়তায় তরপায় দূরাচারি প্রতিবিম্ব যেনো।

নির্দয় নিষ্ঠুর কাহ্হার গুনবাচ্যে যেনো
প্রকাশে বিধাতার গোস্বা
পরিত্রান নাই কোনো।

নরক যন্ত্রনা
তন্ত্রে তন্ত্রে যেনো আজ
মহাসংকট রুপে শোভিত

স্রষ্টার গায়েবী ভ্রকুটিতে
পাপের সমাধী যেনো আজ
লেলিহান লাভায় প্লাবিত।

৫৫০জন ৪৭১জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ