
মনের মধ্যে তীব্র অভিমান পুষে।
ভেবেছিলাম কথা বলবো না আর,
দেখা তো দুরের কথা!
মুছে দিলাম যত তোমার আমার
অর্ন্তজাল সংক্রান্ত কর্মকাণ্ড।
যতরকম যোগাযোগের উপায়।
যাক মুছে যাক চিরতরে।
কিন্তু আজ নিরালায় একাকী সময়ে,
কেন জানি,
তোমায় সান্নিধ্য ফিরে পেতে চাইছে এ মন।
বারবার মনের মাঝে এসে করছে ভীড়,
তুমি তোমার ও মুখখানি…..
তোমার যত স্মৃতিও অতীত কার্যক্রম ।
তুমিও দেখি ভীষণ মান অভিমানে
এমুখো আর হওনি একবারো।
নাওনি কোন খোঁজ প্রিয়তমা।
লক ডাউনের জেরে,
কি আশ্চর্য
তুমি হারিয়ে গেছো হঠাৎ, এই চেনা শহরের মাঝে।
কেমন আছো তুমি? ভালো আছো তো?
জানতে ইচ্ছা হয় খুব করে।
ভালো থেকো প্রিয়তমা,সাবধানে থেকো।
নিজেকে দুরে রেখো করোনা ভাইরাস হতে।
একদিন নিশ্চয় মুক্তি মিলবে মানবতার এই মহা
বিপর্যয় থেকে।
আবার মানুষ ফিরে পাবে তার হারানো প্রাণচাঞ্চল্য।
তখন দেখা হবে কথা হবে আবার আগের মতো।
শুধু ভরসা রেখো।
২১টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির প্রকাশ কবি দা
অনেক শুভেচ্ছা রইল————-
ইসিয়াক
ভালো থাকুন লিটন ভাই্
সুরাইয়া নার্গিস
দারুন চরনমালা, ভালোবাসায় মুগ্ধতা ছড়ানো। শুভ কামনা রইল
ইসিয়াক
ভালো থাকুন,সুস্থ থাকুন।
আপনজন নিয়ে সাবধানে থাকুন।
দোয়া রইলো।
সুপায়ন বড়ুয়া
“একদিন নিশ্চয় মুক্তি মিলবে মানবতার এই মহা
বিপর্যয় থেকে।
আবার মানুষ ফিরে পাবে তার হারানো প্রাণচাঞ্চল্য।”
আপনার আশা পূর্ণ হোক।
শুভ কামনা।
ইসিয়াক
ভালো থাকুন,সুস্থ থাকুন।
আপনজন নিয়ে সাবধানে থাকুন।
দোয়া রইলো।
সুপায়ন বড়ুয়া
অসংখ্য ধন্যবাদ
ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সব আশা পূর্ণ হোক। প্রেমিকা অপেক্ষা করুক মহামিলনের জন্য। শুভ কামনা রইলো
ইসিয়াক
ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো দিদি ভাই।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
সতর্ক থাকুন সবসময়।
ফয়জুল মহী
অসামান্য ভাবনায় নান্দনিক লেখনী
ইসিয়াক
মন্তব্যের জন্য ধন্যবাদ।
সৈকত দে
আবার দেখা হবে।
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
কামাল উদ্দিন
দেখা হবে সে যদি অভিমান ভেংগে ফিরে আসে। আর করোনা ওর নাগাল না পায়।
ইসিয়াক
চমৎকার মন্তেব্যে অনুপ্রাণিত হলাম কামাল ভাই।
ভালো থাকুন,সুস্থ থাকুন ।
আপনজন নিয়ে সাবধানে থাকুন।
দোয়া রইলো।
কামাল উদ্দিন
আপনার জন্যও শুভ কামনা সব সময়।
জিসান শা ইকরাম
অভিমান কমে গেলে আবার মনে চলে আসে প্রিয়জন।
ভাল লেগেছে।
শুভ কামনা।
ইসিয়াক
ভালো থাকুন,সুস্থ থাকুন ।
আপনজন নিয়ে সাবধানে থাকুন।
দোয়া রইলো।
হালিম নজরুল
ভালো থেকো প্রিয়তমা,সাবধানে থেকো।
নিজেকে দুরে রেখো করোনা ভাইরাস হতে।
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
সুরাইয়া পারভীন
একদিন নিশ্চয় মুক্তি মিলবে মানবতার এই মহা
বিপর্যয় থেকে।
আবার মানুষ ফিরে পাবে তার হারানো প্রাণচাঞ্চল্য।
তখন দেখা হবে কথা হবে আবার আগের মতো।
শুধু ভরসা রেখো।
আমরা আশাবাদী। তাই আশা নিয়েই বেঁচে থাকি।