মহামারী

রেজওয়ান ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার, ০১:২৮:৩৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

এই মহামারী থেকে বাঁচার কি উপায় সেটা এখনো খোলাসা নয়। তাই নিজ নিজ অবস্থান থেকেই আমাদের কাজ করা উচিৎ। অন্যের খারাপ অবস্থা দেখে মজা করবেন না, সেটা যেকোনো সময়ই নিজের ঘাড়ে চেপে বসতে পারে। ” যারা বলেছিলেন চাইনিজদের উপর গজব পরেছে তাদের বলছি karma is a boomerang do not forget!”

সাজেশনঃ
★দয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন সবাই। শাবান, সেনিটাইজার ব্যাবহার করবেন।
★ক্রাউড এরিয়া এড়িয়ে চলুন।
★সবাই মাস্ক ব্যাবহার করুণ।
★সাবান, সেনিটাইজার বিক্রেতারা এই সুযোগে দয়া করে নিজের পকেট ভারি না করে মানবতার সেবায় এগিয়ে আসুন। এগুলোর দাম কমান। সম্ভব হলে নামমাত্র লাভে সাপ্লাই দেন। মানবতার সেবায় এগিয়ে আসুন।
★যতটা সম্ভব দ্রব্যমূল্য সীমিত রাখুন।
★বাসায় সেনিটাইজার, হ্যান্ডওয়াশ, সাবান রাখুন।
★যেকোনো সময় কান্ট্রি লকডাউন হতে পারে, বাসায় শুকনা খাবার রাখুন।
★নিম বা কাঁচা হলুদ পানিতে মিশিয়ে গোসল করুন।(চিকেন পক্স হলে যেভাবে গোসল করানো হয় অনেকটা সেভাবেই)
★ঠান্ডা জাতীয় খাবার একদম এড়িয়ে চলুন!(আইসক্রিম)
★পর্যপ্ত পরিমানে গরম পানি পান করুন।
★ভিটামিন সি জাতীয় ফল খান বেশি বেশি। (আমলকি খেতে পারেন)
★স্মোকিং কমান। পারলে ছেড়ে দিন।

🚫উপাসনা,প্রার্থনা, পূজা, নামাজ বা মাঠে জড়ো হয়ে এক সাথে দোয়া করার নামে প্লিজ কোনো ক্রাউড তৈরি করবেন না দয়া করে। বিশ্বের অনেক মসজিদের জুম্মার নামাজ বাতিল করা হয়েছে। সৌদিতেও ওমরাহ বন্ধ।
আপনার উপসনা আপনার বাসায় করুন। এতে আপনারই মঙ্গল!! (মুমীনগন না বুঝেই নাস্তিক নাস্তিক বলে চিল্লায়া উইঠেন না কিন্তু..)

পরিস্থিতি যে কি পরিমান ভয়াবহ হবে চিন্তা করতে পারছি না.. সবাই সাবধানে থাকবেন দয়া করে!

৮৪৮জন ৭৫৩জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ