
বিধির বিধান
আইলো এক নিদান।
পৃথিবীর মানুষ আজ স্বেচ্ছা কারাবাসেই খুঁজে পেল;
বেঁচে থাকার অমোঘ বিধান।
অর্থ-বিত্তের বড়াই ছেড়ে
ক্ষমতা প্রতিপত্তির খোলস ঝেড়ে,
দাঁড়িয়ে সকলে; কাতারে কাতারে।
মাতম করছে আজ
বাঁচো রে, বাঁচারে।
হিংসা, প্রতিহিংসা
ক্রোধ আর ঘৃণা
সব ছেড়ে ছুঁড়ে
মানবিকতার দুয়ারে।
দাঁড়িয়েছে বিশ্ব আজ হাতে হাত রেখে।
হায়! করোনা,
কত নিধন করবে জানিনা।
তবুও স্যালুট তোমায়।
তোমার আগমনে,
পৃথিবীর বুকে বেড়ে ওঠা হানাহানি
দাঙ্গা-ফ্যাসাদ মারামারি
নিমিষে সকলই আজ
চলে গেছে উচ্ছনে।
তোমায় নিধন করতে
আর তোমা থেকে বাঁচতে।
দাঁড়িয়েছে বিশ্ব আজ হাতে হাত রেখে।
স্বেচ্ছা কারাবাসের আগল খুলতে
জাতি-ধর্ম নির্বিশেষে লেগে পড়েছে সকলে,
এ যেন পৃথিবী নামক এক মায়ের
এক গর্ভে জন্ম নেয়া
সকল সন্তানদের মহামিলন।
এ মহামিলন
মহাসশ্মান না হোক।
করোনা রে পর্যদুস্ত করেই ফিরুক এ পৃথিবী;
মানবতার জয় হোক।
মানবতার জয় নিয়েই নতুনরুপে
এ পৃথিবী ফিরে আসুক।
#রুবা
১৭/০৩/২০২০
১৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সহমত। করোনা সবাইকে অনেক খানি এককাতারে দাঁড় করিয়েছে। হানাহানি, বিদ্বেষ সব ভুলে গেছে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন শুভ কামনা রইলো
মারজানা ফেরদৌস রুবা
পৃথিবীর বাড়-বাড়ন্তকে নিয়ন্ত্রণে এ যেনো প্রকৃতিরই খেলা।
নিরব সাগর
সুন্দর
মারজানা ফেরদৌস রুবা
ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
মানবতার জয় হোক।
করোনার হোক বিনাশ।
শুভ কামনা।
মারজানা ফেরদৌস রুবা
মানব যখন মানবীয় হয়, তখন জয় অবশ্যম্ভাবী।
ঠিক একইভাবে মানব যখন বর্বরতা ধারণ করে তখন ধ্বংস অনিবার্য।
হালিম নজরুল
সুন্দর কথা বলেছেন।
মারজানা ফেরদৌস রুবা
ধন্যবাদ ভাই।
জিসান শা ইকরাম
খুবই আতংকে আছি।
মারজানা ফেরদৌস রুবা
আমি রাস্তায় পড়ে থাকা লাশের স্তুপ দেখতে চাইনা, এটাই আমার প্রার্থনা।
ফয়জুল মহী
ভালো ।
মারজানা ফেরদৌস রুবা
কী ভাল?
আলমগীর সরকার লিটন
বেশ লেখেছেন কবি আপু
অনেক শুভেচ্ছা রইল———–
মারজানা ফেরদৌস রুবা
এটা পড়ে আপনি কবি বলে দিলেন!
কবিতা কতখানি জানিনা, কিন্তু মনের ভেতর জেগে ওঠা চাপের বহিঃপ্রকাশ ঘটাতেই মাঝেমধ্যে এমন প্রকাশ।
ধন্যবাদ।