জ্বলছে চিতায় আমার নিতাই

নিরব সাগর ১৫ মার্চ ২০২০, রবিবার, ০৭:৩৬:৪২অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

তুই তো এখন সব কিছুতেই
অনেক ভালো থাকিস।
আমি কোথায় কেমন থাকি
তার কি খবর রাখিস ।
তুই তো এখন সব কিছুতেই
অনেক ভালো থাকিস ।

তোর তো এখনো নিশিত জুড়ে
বরের বুকে বাস।
ধুলায় গড়ি পথপাশে পরি
জীর্ণ শীর্ণ বাস।
তোর তো এখন নিষিদ্ধ জুড়ে
বরের বুকে বাস।

তোর তো এখন বরের বুকেও
থাকে বাহুর বাঁধন।
চোখে জল ভরি বদন গড়ে পরি
আমার হাসি কাঁদন।
তোর তো এখন বরের বুকেও
থাকে বাহুর বাঁধন।

তোর তো এখন দিন কেটে যায়
বিরাট ঘরের কোণ।
বিরহের তরে মন গুমড়ে মরে
একলা থাকার ক্ষণ।
তোর তো এখন দিন কেটে যায়
বিরাট ঘরের কোণ।

তোর তো এখন অট্টালিকা
আকাশচুম্বী বাড়ি।
শূন্য ঘরে ডুকরে মরে সব
আমার আহাজারি।
তোর তো এখন অট্টালিকা
আকাশচুম্বি বাড়ী।

তোর তো এখন বসন্তে দিন
শেষ হয় না ফাগুন।
যন্ত্রণায় মরি কি যে আমি করি
মনের বনে আগুন।
তোর তো এখন বসন্তে দিন
শেষ হয়না ফাগুন ।

তোর তো এখনো রঙের দুনিয়া
দৃষ্টি অনিমেষ।
জ্বলছে চিতা আমার নিতাই
পুড়ছে সবিশেষ।
তোর তো এখন রঙের দুনিয়া
দৃষ্টি অনিমেষ।

৬২৯জন ৫২২জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ