
মনে কি করেছো, মেনে নিয়েছি হার ~
আমিও ছুঁতে পারি আকাশ ~
উত্তাল তরঙ্গে পাড়ি দিতে পাড়ি সাগরের জলধার ~
বুক ফুলিয়ে নিতে পারি প্রকৃতির নির্মল নির্যাস ।।
হামাগুড়ি দিয়ে চলতে শিখিনি ~
মেরুদন্ড শক্ত, সুনিপুণ সুঠাম ~
প্রয়োজনে ভাঙি, তবুও মচকাতে নেই ~
চাপে কাতর নয়, ডাম বাম ।।
ভালবাসতেই এসেছি, আজন্ম কাল ~
ছলনা বা হটকারীতা নয় ~
কি পেলাম, কি হারালাম হিসাবের ছলে ~
বিলিয়ে দেই সমুদয় প্রণয় ।।
হিংসা, লোভ, ক্রোধের বিসর্জনে ~
প্রতিদিনের পথ চলা ~
অন্তরাত্মার গহিনে স্বপ্ন ফুটে ~
হাজারো কথা না বলা ।।
যেমন আছি, তেমন রই, থাকবো ও তাই ~
মনের রাজা তো বটে ~
বিন্দু সম কাতর নই, নিখিল ভূবনে ~
যা কিছু যায় ঘটে ।।
~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ১০/০৩/২০
ঢাকা
১২টি মন্তব্য
ত্রিস্তান
বাহ অসম্ভব দারুন একটা প্রতিজ্ঞা। ভালো লাগলো খুব।
কামরুল ইসলাম
ধন্যবাদ দাদা
আলমগীর সরকার লিটন
কি পেলাম, কি হারালাম হিসাবের ছলে ~
বিলিয়ে দেই সমুদয় প্রণয় ।।———অসাধারণ এক ভাবনা কবি দা
অনেক শুভেচ্ছা রইল————-
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাইয়া,
অনেক শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
এমন দৃঢ়প্রতিজ্ঞ প্রেম দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন শুভ কামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা
ইঞ্জা
হিংসা, লোভ, ক্রোধের বিসর্জনে ~
প্রতিদিনের পথ চলা ~
অন্তরাত্মার গহিনে স্বপ্ন ফুটে ~
হাজারো কথা না বলা ।।
যেমন আছি, তেমন রই, থাকবো ও তাই ~
মনের রাজা তো বটে ~
বিন্দু সম কাতর নই, নিখিল ভূবনে ~
যা কিছু যায় ঘটে ।।
অসাধারণ প্রকাশ, বিমোহিত হলাম।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা সহ শুভেচ্ছা
ইঞ্জা
শুভেচ্ছা অবিরত।
হালিম নজরুল
কি পেলাম, কি হারালাম হিসাবের ছলে ~
বিলিয়ে দেই সমুদয় প্রণয় ।।
ফয়জুল মহী
মনোমুগ্ধকর লিখনশৈলি ।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা