*আপনি কাউকে তেমন পাত্তা দেন না?
*কারো ম্যাসেজের তেমন একটা রিপ্লাই দেন না?
*পৃথিবীর কোন গ্রুপ পিকে আপনি নেই?
*ফ্যামিলি,ইউনি বা স্কুলের কোন অকেশনে আপনি নেই?
*শুধু নিজেকে নিয়ে,নিজের ক্যারিয়ার নিয়ে ভাবছেন?
*সবাই আপনাকে স্বার্থপর, রুড ভাবছে?
তাহলে মনে রাখবেন, You are the best….
আপনার আশেপাশে যেসব মানুষগুলো ঘুরঘুর করছে। আপনি পাত্তা দিচ্ছেন না বলে মনে মনে আপনাকে স্বার্থপর বলে গালি দিচ্ছে,তাদের জাস্ট বুড়ো আঙুল দেখান। কারণ এরা আপনার থেকে হাজারগুণ বেশি স্বার্থপর। এরা ভাব দেখাবে, আপনাকে তার খুব পছন্দ কিংবা আপনার সাথে কথা বলতে না পেরে তারা খুব কষ্ট পাচ্ছে। এদের একটু পাত্তা দিন, কয়েকটা দিন তাদের সাথে মিশুন। সময় নষ্ট করুণ তাদের সাথে। তখন তাদের আসল রূপ বের হবে। আপনাকে তাদের খুব সস্তা মনে হবে।
আপনার দরকারে বেশির ভাগ সময় আপনি কাউকে পাশে পাবেন না। তারা তাদের মন খারাপের সময় আপনাকে ব্যবহার করবে। কিন্তু আপনার মন খারাপের সময় আপনি কাউকে পাশে পাবেন না।
জাস্ট স্বার্থপর হউন। আপনি ভাল থাকবেন। আপনার কোন কথায় কোন কাজে কে কষ্ট পেল তা নিয়ে ভাববার কোন প্রশ্নই উঠে না। কারণ এরা আপনার কোন কাজে লাগবে না। শুধুমাত্র যারা আপনার কাজে লাগতে পারে তাদের হাতে রাখুন। কাজ শেষে এদেরও বাদ দিন….ঠিক এতটাই স্বার্থপর হওয়ার চেষ্টা করুণ। আপনি ভাল থাকবেন। নিজের ভাল থাকাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ পৃথিবীতে কেউ কারো নয়। চারদিকে তাকিয়ে দেখুন। আপনি স্বার্থপরের সমুদ্রেই ভাসছেন।
বি:দ্র:নিজের আপনজনকে খুজে বার করুণ। আর ত্যাগ করুণ সবটুকু স্বার্থ, যাদের কাছে আপনি খুব গুরুত্বপূর্ণ।
১৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
স্বার্থপররাই আজকাল সুখী। খুব ভালো বলেছেন। চারিদিকে তাই শুধু স্বার্থপরদের ছড়াছড়ি। ভালো থাকুন শুভ কামনা রইলো
নাফিছা সুলতানা ইলমি
ধন্যবাদ
বন্যা লিপি
পৃথিবীতে হাজার রকম মানুষ আছে থাকবে। হাজার রকম মানসিকতার মানুষও আছে থাকবে। নিজেকে আত্মবিশ্বাসে মজবুত করা যেতেই পারে। তাই বলে লেখা অনুযায়ী যদি আমি আমাকে এই পর্য্য়ের স্বার্থপর করে ফেলি, আমার অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠতে বাধ্য।তবে এখানে সাসাজিক মাধ্যমের যে বিষয়টা উত্থাপিত হয়েছে, সেটা অবশ্যই সহমত যোগ্য।ফেসবুক এখন বিরম্বনার কারনও বটে।ইচ্ছে করলেই এসব এড়ানো সম্ভব। বাকি যা বলেছেন পুরোপুরি একমত হতে পারলাম না।
শুভ কামনা।
নাফিছা সুলতানা ইলমি
মূল্যবান মত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবা।
সাবিনা ইয়াসমিন
আপনজনদের খুঁজে বের করতে হলে আগে নিজ স্বার্থ ত্যাগ করতে হবে। স্বার্থপর মানুষের কোনো আপনজন থাকে না। সবাই যদি একই পথে হাটে তাহলে ” পৃথিবীতে কেউ কারো নয় ” এমনটাই মনে হবে।
শুভ কামনা 🌹🌹
নাফিছা সুলতানা ইলমি
মূল্যবান মত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ
কামাল উদ্দিন
ক্ষেত্র বিশেষে আপনার কথা ঠিক হতে পারে। অযথা সময় নষ্ট না করে নিজের কাজে সময় বেশী ব্যয় করতে হবে, সেক্ষেত্রে হয়তো অনেককেই সময় দেওয়া সম্ভব হয়ে উঠে না। ওটাকে স্বার্থপরতা যদি বলা হয় তাহলে ঠিক আছে। অন্যথায় সবাইকে উপেক্ষা করে জীবটা চলবে কিভাবে?!
নাফিছা সুলতানা ইলমি
একটু লক্ষ্য করলেই বুঝা যাবে,আপনজন ছাড়া যারা পাশে থাকে তারা কোন না কোন স্বার্থের জন্যই পাশে থাকে।আর যারা স্বার্থছাড়া পাশে থাকে তারাই আপনজন।
কামাল উদ্দিন
হুমম
সুপায়ন বড়ুয়া
“নিজের আপনজনকে খুজে বার করুণ। আর ত্যাগ করুণ সবটুকু স্বার্থ, যাদের কাছে আপনি খুব গুরুত্বপূর্ণ।”
সবশেষ লাইনটি বলেছেন যতার্থ।
কেউতো জানে না
কে কখন হয় আপন বা পর।
শুভ কামনা।
নাফিছা সুলতানা ইলমি
মূল্যবান মত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ
ফয়জুল মহী
সাবলীল উপস্থাপন । ভালো থাকুন
নাফিছা সুলতানা ইলমি
ধন্যবাদ।আপনিও খুব ভাল থাকুন।
আলমগীর সরকার লিটন
বেশ বোধময় প্রকাশ
অনেক শুভ কামনা রইল———-
নাফিছা সুলতানা ইলমি
অসংখ্য ধন্যবাদ।
নাফিছা সুলতানা ইলমি
মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
হালিম নজরুল
You are the best…
নাফিছা সুলতানা ইলমি
অসংখ্য ধন্যবাদ