
চারিদিকে শুন্যতার পাকা দেয়াল!
মাঝখানে তুমি, আমি ও আমরা সবাই!
তার মধ্যেই আবার খুঁজে বেড়াই, স্নিগ্ধতা,
সৌন্দর্যতা, ভালবাসা ও সফলতা!!
গড়ে তুলি চাহিদার বাজার।
চাওয়া এবং পাওয়ার মধ্যে পার্থক্যটা স্পষ্ঠ!
একটা শুন্য আর শুভ্র।
অন্যটা সমাহার চাহিদায়, স্বার্থপরতায়,
হীন কপটতায়, প্রনয় আর বঞ্চনায়।
এখানে,
কখনো শান্তির নামে অশান্তির ত্রাস।
কখনো দুর্বলচেতার উপর নিপীড়নের জলোচ্ছাস
কখনো বিবর্ণ সম্ভ্রম শান্তির পয়গাম নিয়ে আসে
বুঝিনা, এত পাপিষ্ঠের শান্তি কি করে আসে?
তাই,
আকাশের দিকে চেয়ে খুঁজি সুখ
মাঝে মাঝে নিঃশ্বাস নেবার চেষ্টা,
শেষে শুন্যতায় ভাসাই দেহ,
বসে থাকা আশা নিয়ে ভাবি,
উপরে যদি থাকে কেহ,
“নিয়ে যাও প্রান যা করেছিলে দান
একদা হে ইশ্বর,
তোমার ভূবনে শান্তির বাগানে
অশান্তির যত চর।
১৮টি মন্তব্য
আরজু মুক্তা
আসলেই শান্তির মা মরে গেছে।
সিকদার সাদ রহমান
কীন যায়গায় কবর দেছে কইতারেন? যাইয়া উঠাইয়া নিয়া আসি।
আলমগীর সরকার লিটন
বাস্তবতা খুব কঠিন কবি দা
অনেক শুভ কামনা জানাই
সিকদার সাদ রহমান
লিটন ভাই ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
আর শান্তি হবেনা । বাস্তবতা যে এটাই। ভালো থাকতে দিচ্ছে না কেউ কাউকে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সিকদার সাদ রহমান
খুব দুশ্চিন্তায় রয়েছি
হালিম নজরুল
চাওয়া এবং পাওয়ার মধ্যে পার্থক্যটা স্পষ্ঠ!
একটা শুন্য আর শুভ্র।
অন্যটা সমাহার চাহিদায়, স্বার্থপরতায়,
হীন কপটতায়, প্রনয় আর বঞ্চনায়।
—————–আমার কাছে চুম্বক অংশ
সিকদার সাদ রহমান
নজরুল ভাই অনেক শুভকামনা
নাজমুল হুদা
দিনশেষে এমন ভাবনায় ভাবতে হয় প্রত্যেক মানুষের।
সকল ভাবনার জয় হোক 💕
সিকদার সাদ রহমান
জয় হোক
সুপায়ন বড়ুয়া
“নিয়ে যাও প্রান যা করেছিলে দান
একদা হে ইশ্বর,
তোমার ভূবনে শান্তির বাগানে
অশান্তির যত চর।”
ভাল লাগলো। কবির জন্য শুভ কামনা।
সিকদার সাদ রহমান
অনেক ধন্যবাদ দাদা
ফয়জুল মহী
সুশোভন ও শ্রুতিমধুর লেখা।
সিকদার সাদ রহমান
ধন্যবাদ মহী ভাই
কামাল উদ্দিন
অশান্তির বাগানে শান্তির বার্তা বয়ে আসুক আমাদের সবার জীবনে।
সিকদার সাদ রহমান
আমিন,
ইসিয়াক
অশান্তি দুর হয়ে শান্তি ফিরে আসুক সবার জীবনে।
শুভসন্ধ্যা
সিকদার সাদ রহমান
দূর হয়ে যাক অশান্তি।