শূন্যতা

সিকদার সাদ রহমান ১ মার্চ ২০২০, রবিবার, ০৮:০৪:৩৩পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

 

চারিদিকে শুন্যতার পাকা দেয়াল!
মাঝখানে তুমি, আমি ও আমরা সবাই!
তার মধ্যেই আবার খুঁজে বেড়াই, স্নিগ্ধতা,
সৌন্দর্যতা, ভালবাসা ও সফলতা!!
গড়ে তুলি চাহিদার বাজার।

চাওয়া এবং পাওয়ার মধ্যে পার্থক্যটা স্পষ্ঠ!
একটা শুন্য আর শুভ্র।
অন্যটা সমাহার চাহিদায়, স্বার্থপরতায়,
হীন কপটতায়, প্রনয় আর বঞ্চনায়।

এখানে,
কখনো শান্তির নামে অশান্তির ত্রাস।
কখনো দুর্বলচেতার উপর নিপীড়নের জলোচ্ছাস
কখনো বিবর্ণ সম্ভ্রম শান্তির পয়গাম নিয়ে আসে
বুঝিনা, এত পাপিষ্ঠের শান্তি কি করে আসে?

তাই,
আকাশের দিকে চেয়ে খুঁজি সুখ
মাঝে মাঝে নিঃশ্বাস নেবার চেষ্টা,
শেষে শুন্যতায় ভাসাই দেহ,
বসে থাকা আশা নিয়ে ভাবি,
উপরে যদি থাকে কেহ,
“নিয়ে যাও প্রান যা করেছিলে দান
একদা হে ইশ্বর,
তোমার ভূবনে শান্তির বাগানে
অশান্তির যত চর।

 

৮০৫জন ৭২৬জন

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ