
(১)
দুর্বল খতিয়ান
[]সময়ের মুখোশে তুমিই মুখোমুখি হও
মুখস্থ হৃৎপিণ্ডে রূপান্তরিত হয় চরিত্র
স্নেহের চোখে দ্বিতীয় মুদ্রণ বহুগামিতার।এখন তো কেউ কেউ চুক্তিবদ্ধ বিশ্বাসে
দুর্বল খতিয়ানে প্রেম নকশা বুঝে গেলে
বলতে চায়- আমার মতোই আমি, চলবে?(২)
উড়াল পাখি
[]ছেড়ে রুপালি পাখি
নিজের খাঁচায় ফিরে এলাম
উড়তে দিলাম তোমায়- উড়ো।ছেড়ে সোনার পাখি
এক আকাশ ভুলে ছিলাম
ফিরতে চাইলে আবার- এসো!নেত্রকোণা, ময়মনসিংহ।
১১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর ভাইয়া। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 💕
মণি কাশফিতা
ভীষণ ভালো লেগেছে
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 💕
ফয়জুল মহী
অনন্যসাধারণ লিখনী।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
হালিম নজরুল
অল্পকথায় চমৎকার প্রকাশ
নাজমুল হুদা
ভাইয়া ভালোবাসা 💞
এস.জেড বাবু
প্রথম লিখাটা সাধারণ বাস্তব
পরেরটা ?
পরেরটা দুঃখ বিলাস
মনির হোসেন মমি
সুন্দর কাব্যিক। খুব ভাল লাগল।
কামাল উদ্দিন
উড়াল দেওয়া পাখি ফিরে আসা প্রায় অসম্ভব