আর্তের আরাধনা

আতা স্বপন ২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ১২:৩৫:৪৯অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

নির্দয় সময়
অসহায় প্রান
কঠিন বাস্তবতা
তরপায় সারাজাহান

ভেঙ্গেচুড়ে চুড়মার
স্বপ্নের স্বর্গ
শান্তির পায়রায়
বুকে বিধে খর্গ

আধার ঘনঘটা
গ্রাসে সারা অবনী
ভয়াল আগ্রাসী শংকায়
অশুভ প্রতিধ্বনী

মাঝিমাল্লা দিশেহারা
ঘুর্নিহাওয়া বয়
ছিড়ে যায় মাস্তুল
কি জানি কি হয়?

কালের কুঠিরে
অঘটন কম্পন
বৈরি দোলচালে
অন্তর উচাতন

সঞ্চারিতে আশা
অসহায় আর্তে
স্বগীয় রহমত বারী

ঝড়ে পড়ে মর্তে

করুনার বণ্যায়
ভেসে যাক জঞ্জাল
পবিত্রতায় পূর্ণ কর
অশুচি এ ভাল

দুর কর অমানিশা
রবি রাঙ্গা প্রভাতে
সিন্গ্ধ শ্রভ্রতা
ছড়াও এ ধরাতে।

হৃদয়ে জাগাও
দিপ্ত চেতনা
আকুলি বিকুলি বিগলিত মনে
আর্তের আরাধনা

১২৬১জন ১১৫৬জন

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ