
আমার সকাল আর সন্ধ্যা-সুর গ্রীষ্মায়ু নারী
তার চেয়ে দীর্ঘ আদিম অস্তিত্ব লড়াই নিত্য
কাগজে মানচিত্রে ঠাণ্ডা শহর শিকড় উলঙ্গ
সুখ , অধিকার , হুই-হল্লার নেই শ্রেষ্ঠত্ব হাহাকার
একদিন সত্যিকারের সূর্য উঠবে শিউলী বোঁটায়
একদিন সত্যিকারের অস্ত যাবে দুর্গন্ধ বক্র রোদে
পলাশ কৃষ্ণচূড়া বুকের মধ্যে
যৌবন ফিরিয়ে দিবে সাঁচীস্তুপে
তুমিও আসবে নিরাপদ পরিচয়ে
অভিন্ন যুগের মত ম্যাজিক দেখিয়ে
প্রত্যাশারা সে-দিন ঘুমাবে না
রাত্রি জেগে শব্দগুচ্ছ সাজাবে
বিষের উত্তেজনা ভুলে প্রমোশন চাইবে
একটু নির্ভরতা চাই ভেবে দেঁতো-হাসি দিবে
আমি তোমার জঠরে ফসল ফলাব
বাবার সারাজীবনের সঞ্চয় গুচ্ছিত রেখে
নারী বিদ্বেষীর ব্যাখ্যা দিব
যদি নারী সন্তান হয় স্কোরশীটে ।
৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
অনেক দিন পর আপনার লেখা পেলাম। কবিতাটা পড়তে ভালো লেগেছে যদিও আমি মুল ভাবের কিছুই বুঝিনি সকল শাব্দিক অর্থ না জানা হেতু 🙁
সুপায়ন বড়ুয়া
“আমি তোমার জঠরে ফসল ফলাব
বাবার সারাজীবনের সঞ্চয় গুচ্ছিত রেখে”
স্বাধীন ভাবে লড়াই করার
মাহাত্বটাই আলাদা
ভালো লাগলো। শুভ কামনা।
এস.জেড বাবু
পলাশ কৃষ্ণচূড়া বুকের মধ্যে
যৌবন ফিরিয়ে দিবে সাঁচীস্তুপে
তুমিও আসবে নিরাপদ পরিচয়ে
অভিন্ন যুগের মত ম্যাজিক দেখিয়ে
তবে প্রত্যাশা বিনিদ্র থাক- এমন প্রত্যাশা থাকলে নিদ্রাদেবীর স্থান কই আর। সেই “তুমি”টা আসুক। নারী বিদ্বেষের উপসংহার টানুক।
সুপর্ণা ফাল্গুনী
তোমার জঠরে ফসল ফলাবো বাবার সারাজীবনের সঞ্চয় গুচ্ছিত রেখে। অন্যরকম ভাবনার বহিঃপ্রকাশ। ধন্যবাদ দাদা শুভ সকাল
হালিম নজরুল
আমার জন্য একটু দুর্বোধ্য মনে হল।
ফয়জুল মহী
অসাধারণ লেখা। খুবই ভালো লাগলো।
সুরাইয়া পারভীন
কয়েক বার হবে মনে হচ্ছে। তবে পড়তে কিন্তু ভালই লেগেছে।
কামাল উদ্দিন
কবিতার ব্যাপারটা আমার জন্য না, সেটা আগেই জানিয়ে দিয়েছিলাম, তবু উপস্থিতি জানিয়ে গেলাম…….শুভ রাত্রী।