
ভাঙ্গা মনের ভালোবাসা যখন
কেউ ধরেনি মেলে।
মেলায় কেনা তাল পাখাটা
দিয়েছি ছুঁড়ে ফেলে।
রেশমি ফিতা কাঁচের চুড়ি
নেয়নি যখন কেউ।
ভেঙেছে চুরি যেমন ভাঙ্গে
কুল ভাঙ্গানো ঢেউ।
যত্নে গড়া মালাখানি যখন
কেউ পড়েনি গলে।
পৃষ্ঠ তখন করেছি ছিড়ে
মনের চরন তলে।
ধার করে বাধা বেঁধেছি তবু
কাউকে পাবার আশায়।
ভেঙে গেছে সব চোখের জলে
মিথ্যে ভালবাসায়।
বালির বাঁধ ভেঙেছে আমার
তাসের ঘরের মতো।
ঋণ জমেছে অনেক বেশি
অনাদরের ক্ষত।
কেউ খুঁজে না পায়রে যদি
ভালোবাসার মন।
বিকিয়ে দেবো নিলামে তবে
আমার আমাজন।
শুধিতে ঋণ বিকিয়ে দেবো
আমার সকল চাওয়া।
মিটাতে শখ অনেক কিছু
হয়নি যখন পাওয়া ।
বিকিয়ে দিলাম ভালোবাসা আজ
বিকিয়ে দিলাম শখ।
বন্ধকের দায়ে এখন তবে
কলম বন্ধ হোক।
মনটা যখন বুঝলো না কেউ
ছুড়ে দিলাম ফেলে।
ভাঙ্গা দেহ রেখে কি হবে
পাঠিয়ে দিলাম জেলে।
১৭টি মন্তব্য
নিতাই বাবু
ফাল্গুনের সাথে আসা ঋতুরাজ বসন্তের রাঙা শুভেচ্ছা!
নিরব সাগর
বসন্তের শুভেচ্ছা নিবেন
সুপর্ণা ফাল্গুনী
কলম বন্ধ করা যাবে না, তাহলে এমন লেখা কৈ পাবো? ধন্যবাদ ভাইয়া। শুভ সকাল
নিরব সাগর
বন্ধের দায় বেড়ে চলেছে যে প্রিয়। চেষ্টা থাকবে বন্ধক না রাখার । বসন্তের শুভেচ্ছা নিবেন।
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
আপনাকেও বসন্তের শুভেচ্ছা ও শুভকামনা
ফজলে রাব্বী সোয়েব
অসাধারণ লেখনী ভাই। ভালবাসা নিয়েন।
নিরব সাগর
ভালোবাসা রইলো আপনার প্রতি। বসন্তের শুভেচ্ছা নিবেন।
হালিম নজরুল
আমার ভাল লেগেছে।
নিরব সাগর
বসন্তের শুভেচ্ছা নিবেন প্রিয় ।
সুপায়ন বড়ুয়া
সুন্দর তো ! ভালে লেগেছে
মিষ্টি কবিতাখানি।
শুভ কামনা।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয় , বসন্তের শুভেচ্ছা রইলো।
সুরাইয়া পারভীন
চমৎকার লিখেছেন
বসন্তের শুভেচ্ছা রইলো
নিরব সাগর
শুভেচ্ছা রইলো আপনার প্রতিও ।
দালান জাহান
সুন্দর অনুরাগের কবিতা
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়, বসন্তের শুভেচ্ছা নিবেন
ফয়জুল মহী
অনুপম, শুভ কামনা অহর্নিশ I
নিরব সাগর
বসন্তের শুভেচ্ছা নিবেন ।