
ফাল্গুনের হাত ধরে তুমি এলে, মনের আড়ালে ~
এক প্রহরের বাসন্তি ছোঁয়ায়, জেগে উঠে আমার হাজার প্রহর ~
স্বপ্নময় হয় আমার একাকীত্বের বুকের প্রান্তর ~
দোয়েলের শিষে সুর বাঁধি, প্রফুল্লতার গানে ~
সর্ষে ফুলের দামাল হাওয়ায় খুঁজে ফিরি অনুভুতির পরশ ~
পলাশ রাঙা আলপনা আঁকি মনের চার দেয়াল ~
শিমুল শুভ্রতায় কাছে টানে ভালবাসার আহ্ববানে ~
আমি কাব্য খুঁজি, গাঁদা ফুলের পাপড়িতে
~
তোমার রেশমী চুলের খোপার বেলী ফুলের সুবাসে ~
জেগে উঠে প্রাণ, বসন্তের রুপবতির সাঝে ~
ছুঁয়ে যায় প্রেম, জীর্ণ মনে জাগায় সজিবতা ~
পাখির কলতানে মুখরিত হয় নিঃসঙ্গ প্রহর ~
তোমার আঁচলের মায়ায় আবদ্ধ হই, নতুন জাগরণে ~
প্রজাপতির আলিঙ্গনে শিহরিত হই, আজকাল ~
বসন্ত ছোঁয়া, তোমার ভালবাসার আহ্ববানে ।।
~~~~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ১৩/০২/২০২০
১লা ফাল্গুন
২১টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
বসন্ত ছুয়েছে প্রাণ
আপনার কবিতায় তুলে এনেছেন।
শুভ নব বসন্ত।
কামরুল ইসলাম
ধন্যবাদ দাদা
বাসন্তি রঙের ভালবাসা দিবসের শুভেচ্ছা
ফয়জুল মহী
ফাগুনের শুভেচ্ছা।
কামরুল ইসলাম
ধন্যবাদ, বাসন্তি ও ভালবাসা দিবসের শুভেচ্ছা
হালিম নজরুল
ফাল্গুনী শুভেচ্ছা
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
বাসন্তি ভালবাসা দিবসের শুভেচ্ছা
দালান জাহান
সুন্দর বসন্তের কবিতা
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
বাসন্তি ভালবাসা দিবসের শুভেচ্ছা
সুপর্ণা ফাল্গুনী
বসন্তে আপনার ভালোবাসা আরো নিবিড় হোক। কবিতায় আরো ভালোবাসা ছুঁয়ে যাক। ধন্যবাদ ভাইয়া। বসন্তের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ দিদি,
বাসন্তি রঙের ভালবাসা দিবসের শুভেচ্ছা,
অনেক শুভ কামনা
সৈকত দে
ফাগুন শুভেচ্ছা । শুভ কামনা সবসময় 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ ও বাসন্তি ভালবাসা দিবসের শুভেচ্ছা
ইসিয়াক
বসন্তের শুভেচ্ছা রেইলো।
কামরুল ইসলাম
বাসন্তি রাঙা ভালবাসা দিবসের শুভেচ্ছা
নিতাই বাবু
ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল। সাথে শুভ ফাল্গুনের শুভেচ্ছাও!
কামরুল ইসলাম
বাসন্তি রাঙা ভালবাসা দিবসের শুভেচ্ছা
সঞ্জয় মালাকার
দাদা বসন্ত ছুঁয়ে যাক আপনার হৃদয়, সাথে ফাল্গুনী শুভেচ্ছা রইলো।
কামরুল ইসলাম
বাসন্তি রাঙা ভালবাসা দিবসের শুভেচ্ছা
কামাল উদ্দিন
ছুঁয়ে যায় প্রেম, জীর্ণ মনে জাগায় সজিবতা ~
পাখির কলতানে মুখরিত হয় নিঃসঙ্গ প্রহর ~
……….বসন্তরা বুঝি এমনই হয়, বসন্ত ভালোলাগা জানিয়ে গেলাম ভাই।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও বাসন্তি শুভেচ্ছা
কামাল উদ্দিন
আপনাকেও শুভেচ্ছা