
তুমি এলে সুর তোলে জীর্ণ প্রাণে ~
প্রকৃতির সাঁঝে, বসন্তের আগমনী গানে ~
দামাল হাওয়ায়, মনের দোলায় উড়িয়ে আঁচল ~
স্বপ্ন বুকে , আলপনা এঁকে চোখের মেখে কাজল ~
জাগিয়ে দিলে , রাঙিয়ে নিলে মনের কুঠির ~
সংগোপনে প্রাণের টানে খুঁজে পেলাম নীড় ।।
তুমি এলে, ছুঁয়ে দিলে বিষণ্ণ প্রহর ~
পাখীর কলতানে ভরে গেছে, আমার ঘুমন্ত শহর ~
মেঘের ফাঁকে জোছনা এসে দিয়ে গেছে উঁকি ~
মাধুরীর ছলে কেটে গেছে, বৈরী মেঘের ঝুঁকি ~
মনের আঙিনা জুড়ে, বর্ণীল স্বপ্ন ফুটফুটে ~
আমার অন্তর প্রান্তর অহর্নিশি যায় লুটে ।।
তুমি এলে অনন্ত বেলা, ছুঁয়ে দিলে হৃদয় ~
জুই চামেলীর সুবাসে, পরম নিশ্বাসে, মধুময় ~
ক্লান্তির বিভীষিকা, জীর্ণতা শীর্ণতার বাঁধ ভেঙে ~
স্বপ্নময় প্রেমের ছোঁয়া, জাগিয়ে দিলে অঙে অঙে ~
সব ফুল হাসে, বসন্ত বাতাসে, পাখী ফিরে নীড়ে ~
তোমার বুকে নিঃশ্বাস রাখি, ভালবাসার প্রাপ্তির ভীড়ে ।।
৮টি মন্তব্য
অনন্য অর্ণব
তুমি এলে, ছুঁয়ে দিলে বিষণ্ণ প্রহর ~
পাখীর কলতানে ভরে গেছে, আমার ঘুমন্ত শহর ~
দারুন প্রেমের কবিতা। ভালো লাগলো খুব 💓
কামরুল ইসলাম
ধন্যবাদ,
অনেক শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসার মানুষ কাছে এলে সবকিছুতেই অনন্ত সুখ পাওয়া যায়, প্রকৃতি অন্যরকম হয়ে ধরা দেয়। রোমান্টিক কবিতা খুব ভালো লেগেছে। ভালো থাকুন সবসময়
কামরুল ইসলাম
ধন্যবাদ দিদি,
অনেক শুভ কামনা,
ভাল থাকুন অহর্নিশি
ফয়জুল মহী
মনোরম লেখা।
কামরুল ইসলাম
ধন্যবাদ
শান্ত চৌধুরী
সব ফুল হাসে, বসন্ত বাতাসে, পাখী ফিরে নীড়ে ~
তোমার বুকে নিঃশ্বাস রাখি, ভালবাসার প্রাপ্তির ভীড়ে ।।
সুন্দর কাব্যকথা ….
কামরুল ইসলাম
ধন্যবাদ