
আমি একবার প্রেমিক হতে চাই ~
কুয়াশার চাদরে ঘেরা শীতের উষ্ণতায় ~
ছুঁয়ে যেতে চাই তোমার অধর ~
গোধুলীর রঙ মেখে, মেঘনার পাড়ে ~
ঢেউয়ের চুমুতে ভেজাতে চাই, পায়ের পাতা ~
এক ঝাঁক পাখীর কলতানে, ডানা ঝাপটিয়ে ~
পাড়ি দিতে চাই নীলের সীমানা ~
জোছনা রাতের স্নিগ্ধতায়, হাছনার সুবাসে ~
জড়িয়ে থাকতে চাই, তোমার অঙে অঙে ~
মেঘ শাবকের বুকে আলপনার ছাপ আকঁতে চাই ~
রঙ্ধনুর বর্ণীলে, দুজনার অনন্ত বাসর ~
কাঁশফুলের শুভ্রতায়, অঙে জড়াতে চাই ~
তোমার রেশমী চুলের সজীব নির্যাস ~
অলস দুপুরে, নিস্তব্ধতার আহ্ববানে, সংগোপনে ~
তোমার কাকনের ধ্বনিতে ভাঙতে চাই একাকীত্বের আসর ~
রাতের গভীরে বিষণ্ণতা ভাঙতে চাই, অবিরত ~
তোমার উষ্ণ নিঃশ্বাসে, অনুভুতির পদ্ম স্পর্শে ~।।
আমি একবার প্রেমিক হতে চাই ~
তোমার ভালবাসার পরম প্রাপ্তিতে, চরম অভিলাষে ।।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ১৭/০১/২০২০
ঢাকা
১০টি মন্তব্য
অনন্য অর্ণব
আকাঙ্ক্ষা পূরণ হোক, শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ,
অনেক শুভ কামনা ভাই
ফয়জুল মহী
অসাধারণ লিখনী । শুভেচ্ছা সতত ।
কামরুল ইসলাম
ধন্যবাদ
অনেক শুভ কামনা
সুপায়ন বড়ুয়া
“আমি একবার প্রেমিক হতে চাই ~
কুয়াশার চাদরে ঘেরা শীতের উষ্ণতায় ~”
যদি সব শর্ত মেনে প্রেমিকা পাওয়া যায়।
শুভ কামনা।
কামরুল ইসলাম
না পাওয়াটাই স্বাভাবিক দাদা
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
মনস্কামনা পূর্ণ হোক। ভালো থাকুন এমন প্রেমিক মন নিয়ে। শুভ কামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ
অনেক শুভ কামনা
পর্তুলিকা
এমন প্রেমিক সবার কাম্য। কিন্তু এদের বাস্তবে পাওয়া কঠিন।
কামরুল ইসলাম
হয়ত,
ধন্যবাদ,
অনেক শুভ কামনা