
সুপ্রভাত,,
তোমরা জেগে উঠো
আপন মমতায়,
জীবন্ত শরীরে,শত মানুষের ভীরে,
শুরুটা যেন হয় ভালো মধুর মিলনে!
মা/
খবর’টা পৌছে দিও আমার মায়ের কাছে
আমি ভালো আছি,যেন চিন্তা না করে,
বলে দিও আমি দূরে আছি,শত ব্যস্ততা ধরে
তবু মায়ের মধুর সূরে খোকা ডাক শুনতে ইচ্ছে করে!
তোমরা বলে দিও রাত হারিযে যায় নিদ্রা হীন চোখে
আর ভালো লাগেনা মাকে না দেখে,
তোমরা খবর’টা পৌছে দিও, মা চিন্তায় আছে
বলে দিও আসছি আমি কদিন পরে!
তোমার খবরটা পৌছে দিও মায়ের চরণ ধরে
আমি যে পরাজিত হতো ভাগা ছেলে,
মা তুমি আছ কতদূরে,তুমি এসে দেখা দিও মা আমার স্বপ্ন ঘরে
আমি তোমার পা ধরে চেয়ে নেবো ক্ষমা!
তুমি ক্ষমা করে দিও মাগো,দুদিন পরে হলেও আসছি তোমার ধারে!
খবর’টা পোছে দিও আমার মায়ের কাছে
আমি ভালো আছি,মা যেন চিন্তা না করে,।
২২টি মন্তব্য
ইকবাল কবীর
ভালো থাকার খবর টা মায়ের কাছে পৌছে দিলেও মায়েরা সন্তানের জন্য চিন্তা করে।সন্তানের কথা চিন্তা করা মায়েদের একটা সহজাত স্বভাব। শুভ কামনা নিবেন। ভালো লিখেছেন।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা , ভালো থাকুন সব সময়, আপনার জন্য শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আহা! মায়ের কাছে পৌছানোর গভীর আকুতি।
সময় হয়ত আপনার এ ডাক শুনতে পাবে, আপনিও পৌঁছে যাবেন মায়ের কাছে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, এ ডাক স্বর্গতৃপ্তি মিলে দাদা, ভালো থাকুন সব সময় শুভ কামনা।
রুমন আশরাফ
কবিতাটি পড়ে মায়ের কথা মনে পড়লো। মাকে ছেড়ে আমি দূরে কর্মস্থলে। অনেকদিন পরপর মায়ের দেখা পাই। যদিও ভিডিও কলে মাঝেমাঝে কথা হয়। কিন্তু সরাসরি মাকে পাবার আকাঙ্ক্ষা আমাকে ব্যাকুল করে তোলে।
সুন্দর কবিতা লিখেছেন দাদা। শুভ কামনা রইলো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, ঠিাকই বলেছেন সরাসরি মাকে পাবার আকাঙ্ক্ষা আমাদের ব্যাকুল করে তোলে।
কামাল উদ্দিন
মায়ের কাছে একদিন আমরা সবাই ঠিকই পৌছবো। তবে তার আগে মায়ের মধুর ডাক শুনতে খুব ইচ্ছে করে সবাই……মনটা ছুয়ে গেলো দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, এ-ই মধুর ডাকেযে বড় আনন্দ,
ভালো থাকুন সব সময় শুভেচ্ছা রইলো দাদা।
জিসান শা ইকরাম
কস্টের কবিতা,
ভাল থাকুন দাদা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে ভাইজান, আপনিও ভালো থাকুন সব সময়।
ফয়জুল মহী
মননশীল ভাবনা । ভালো থাকুন। বেশ মনে লাগলো ।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা অনেকঅনেকশুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।
সুপায়ন বড়ুয়া
“খবর’টা পোছে দিও আমার মায়ের কাছে
আমি ভালো আছি,মা যেন চিন্তা না করে,।”
সকল মা—ই দু:শ্চিন্তা মুক্ত থাক।
পৌঁছে দিব।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার জন্য অজস্র শুভ কামনা, ভালো থাকুন সব সময়।
অনন্য অর্ণব
সন্তানের জন্য মায়ের মন চির ব্যাকুল। মায়েদের জন্য শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, ভালো থাকুন সব সময় শুভ কামনা।
নৃ মাসুদ রানা
ইস্! এই ডাকে পরান ডা জ্বলে উঠে
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা, আপনার জন্য শুভ কামনা।
ইসিয়াক
মায়ের কথা মনে পড়ে গেল দাদা।
সব মায়েরা যেখানে থাকুক ভালো থাকুক সবসময় ।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, ভালো থাকুক পৃথিবীর সকল মা, আপনার জন্য শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অনেক কষ্টের কবিতা। এতো ব্যাকুলতা মা ও সন্তানের। মা ও আপনার জন্য শুভকামনা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি, আপনার জন্যও অজস্র কামনা,
ভালো থাকুন সবসময়।