
প্রশ্ন
====
রাত নিশিথে বনের মাথায়
জ্বলে জোনাকি।
গুনে গুনে খোকন সোনা
হয়রান একাকী ।
এমন সময় মা এলে
মায়েরে সে শুধায় ।
জোনাক পোকা কেমন করে
এতো আলো পায়?
বায়না
=====
মিটি মিটি তারা জ্বলে
দূর আকাশের দেশে।
কত তারা সেথায় থাকে ?
খোকা জানতে চায় হেসে ।
মা হেসে কয় ,দূর পাগল
তারা কি যায় গোনা?
ওতো শুধু চোখের দেখা
গুনতে তাদের মানা।
খোকা বলে মা তুমি
কেন এত যুক্তিহীন।
চাইলে আমি পারবো গুনতে
নয়কো অত কঠিন।
মা শুনে কয়,ওরে খোকা
ঠিক বলেছিস তুই।
মানুষের অসাধ্য বলে
কোন কিছু যে নাই ।
জলপরি
======
জলপরিটা দস্যি ভীষণ
চায়না জলে থাকতে।
চায় পেতে সে আকাশটাকে
সাতরং এ তে আঁকতে।
জলপরি ও জলপরি
করে না এমন বায়না ।
অলীক স্বপ্নে শুধু মনটা ভাঙে
সুখ তাতে পাওয়া যায়না ।
বুনোফুল
======
বনে বনে ফুটলো কুসুম
হরেকরকম নাম।
বুনো ফুল তাইতো তাঁহার
নেই তো কোন দাম।
দাম না দাও নাই বা চেনো
তাতে কি যায় আসে।
একাধিক নক্ষত্রের মাঝে
সূর্য ঠিকই হাসে।
১৩টি মন্তব্য
সুরাইয়া পারভীন
সব কয়টা লেখাই সুন্দর।
অবুঝ শিশু মনে কতো কি যে আঁকি বুকি খেলে!
চমৎকার উপস্থাপন
ইসিয়াক
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন আপু।
ভালো থাকুন সবসময় ।
নৃ মাসুদ রানা
বুনোফুল
======
বনে বনে ফুটলো কুসুম
হরেকরকম নাম।
বুনো ফুল তাইতো তাঁহার
নেই তো কোন দাম।
দাম না দাও নাই বা চেনো
তাতে কি যায় আসে।
একাধিক নক্ষত্রের মাঝে
সূর্য ঠিকই হাসে।
ইসিয়াক
শুভকামনা ও শুভেচ্ছা রইলো ভাইয়া্।
ফয়জুল মহী
নান্দনিক লিখনশৈলি
ইসিয়াক
শুভকামনা জানবেন ভাইয়া ।
তৌহিদ
বাহ! আপনিতো শিশুতোষ কবিতা ভালোই লেখেন ভাই। সব কবিতাই সুন্দর হয়েছে।
ইসিয়াক
আমি প্রথমদিকে শিশুতোষ কবিতাই লিখতাম। কিন্তু শিশুতোষ কবিতার পাঠক খুবই কম তাই এখন আর লেখা হয় না্।
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রেহানা বীথি
প্রতিটি কবিতাই সুন্দর। অবুঝ শিশুমনের সরলতা মাখানো।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু।
কামাল উদ্দিন
চমৎকার লিখেছেন ভাই, ভালোলাগা জানিয়ে গেলাম।
ইসিয়াক
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো ভাইয়া ।
কামাল উদ্দিন
আপনার জন্যও রইল অনেক অনেক শুভ কামনা।